চোখ থাকতেও মানুষ অন্ধ

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে চোখ থাকতেও মানুষ অন্ধ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


woman-7492273_1280.webp



লিংক

এই পৃথিবীতে বিভিন্ন মানুষ রয়েছে যারা সব সময় খারাপ কাজকর্ম করে বেড়ায়। আর এইসব মানুষদেরকে যেসব সাধারণ মানুষ রয়েছে তাদের বেশিরভাগ লোক দেখেও না দেখার ভান করে। অর্থাৎ তারা মনে করে যে কেন তারা বিনা কারণে এসব লোকেদের ঝামেলায় জড়াবে। আসলে এইসব লোকেরা কিন্তু দেখেও না দেখার ভাব করে সবসময়। আর এভাবে এইসব খারাপ লোকেরা তাদের সম্রাজ্য আরো দিন দিন বাড়াতে শুরু করে। আসলে এই পৃথিবীতে মানুষ যেহেতু সবাই একসঙ্গে বসবাস করতে অনেক বেশি পছন্দ করে তাই একসঙ্গে বসবাস করার ফলে সেখানে তারা একটা সমাজ গঠন করে নেয়। আর এই সমাজের প্রতিটা লোকেরা সবসময় একে অন্যের সাহায্যের জন্য এগিয়ে আসে এবং একে অন্যকে সাহায্য করে। আর এর ফলে মানুষের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।

কিন্তু বর্তমান সময়ে সমাজ ব্যবস্থা অর্থাৎ সমাজ কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। কেননা আগেরকার মত মানুষ আর মানুষের সাহায্যে এগিয়ে আসে না। এখন সমাজের যে মানুষজন যা করতে ইচ্ছা করে তাই করতে চায় সব সময়। অর্থাৎ তারা তাদের মনের মতো করে চলার চেষ্টা করে এবং এর ফলে যে কারো অসুবিধা হবে তাতে তাদের বিন্দুমাত্র নজর থাকে না। আসলে সমাজের অন্যায় অত্যাচার দিন দিন কিন্তু বেড়েই চলেছে। আর এই অন্যায় অত্যাচারের ফলে সমাজে যারা নিচু শ্রেণীর লোক রয়েছে তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। লোকেদের কাছে তেমন একটা বেশি এসব খারাপ মানুষেরা যেতে পারে না। তাই যেখানে দুর্বল মানুষ তারা দেখতে পায় সেখানেই তারা তাদের অন্যায় অত্যাচার করতে শুরু করে এবং তাদের সর্বস্ব কেড়ে নেওয়ার চেষ্টা করে।

আসলে এইসব দেখেও সমাজের এইসব উঁচু শ্রেণীর মানুষেরা চোখ বন্ধ করে থাকে। কেননা তারা মনে করে যে এটা তার সমস্যা, তাদের নিজেদের কোন সমস্যা নয়। কিন্তু তারা একটা জিনিস কখনো বুঝতে চেষ্টা করে না যে তারা যেহেতু সেই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে এতে করে কিন্তু এইসব অন্যায়কারী মানুষেরা অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে দিন দিন। আর এর ফলে এইসব লোকেরা একদিন এইসব সাধারন মানুষের উপরে অত্যাচার থেকে শুরু করে একদম উঁচু শ্রেণীর লোকেদের উপরে অত্যাচার শুরু করে দেবে। আসলে এভাবে যদি আমরা চোখ বন্ধ করে সামনে চলার চেষ্টা করে তাহলে আমরা কিন্তু অবশ্যই রাস্তায় কোন না কোন সময় একবার হোঁচট খাব। তখন আমাদের আর কেউ তুলে দেওয়ার মত লোক এই সমাজে একটিও থাকবে না।

আর এজন্য আমরা সব সময় সমাজের এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কেননা আমরা যদি প্রথম অবস্থায় এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি তাহলে এইসব লোকেরা পরবর্তীতে অন্যায় করার মত এমন জঘন্য কাজ করতে ভয় পাবে। তাইতো সমাজের সবাইকে এই সুদৃষ্টি খুলে রাখতে হবে। আর এর ফলে আপনারা দেখতে পারবেন যে সমাজ থেকে আস্তে আস্তে এসব অন্যায় অত্যাচার দূর হয়ে যাচ্ছে এবং সবাই মিলেমিশে আবার সেই আগের মত করে একসঙ্গে বসবাস করতে শুরু করেছে। কেননা সমাজের যদি সকল লোক সচেতন থাকে তাহলে কোন প্রকার অন্যায় অত্যাচার সমাজে সংঘটিত হবে না এবং কোন মানুষের উপর আর কেউ কখনো অত্যাচার করতে আসবে না। আর এর মাধ্যমে আমরা একটা সুন্দর সুশৃংখল সমাজ গঠন করতে পারবো যেখানে সবাই মিলেমিশে একসাথে শান্তিতে বসবাস করতে পারবো।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 27 days ago 

আসলে পৃথিবীর মানুষ গুলো কেমন জানি সার্থপর হয়ে গেছে।মানুষ মানুষের বিপদে এগিয়ে আসে না দেখেও না দেখার মতো থাকে।সত্যি মানুষের চোখ থাকিতে অন্ধের মতো ভুমিকা পালন করে।মানুষ মানুষের জন্য এরকম ধারনা সবার হলে পৃথিবীতে নিচু শ্রেনীর মানুষ আর অবহেলায় পতিত হবে না।বেশ ভালো লিখেছে। ভালো লাগলো বাস্তব কথা গুলো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 26 days ago 

আমি বরাবরই বলে থাকি বর্তমান আমরা অসুস্থ সমাজে বসবাস করছি। এখানে সঠিক সমাজ কাঠামো বলতে কিছুই নেই। সমাজে কিছু সংখ্যক লোক রয়েছে যারা সাধারণ মানুষের উপর তাদের আধিপত্য বিস্তার করে চলেছে ।এ সকল লোকদের চিহ্নিত করে কঠিন শাস্তি দিতে হবে। তা না হলে ভবিষ্যতে তারা আরো উশৃংখল হয়ে যাবে। ঠিকই বলেছেন আপনি, এই সকল লোকদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো জরুরী। সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালেই আমরা আসলেই আদর্শ সমাজ গঠন করতে সক্ষম হবো।

 26 days ago 

আসলেই এখনকার বেশিরভাগ মানুষ চোখ থাকতেও অন্ধ। তাইতো প্রতিটি সমাজে একের পর এক অন্যায় অপকর্ম ঘটেই চলেছে। এসবের প্রতিবাদ করার কেউ নেই। একজন মানুষ রাস্তায় বিপদে পড়লেও, আমরা দেখেও না দেখার ভান করে চলে যাই। সত্যিই মানবতা হারিয়ে গিয়েছে। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96422.40
ETH 2763.88
SBD 0.67