কল্পনা বাস্তবতা থেকে সুন্দর হলেও, বাস্তবতাকেই মেনে নিতে হয়।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।আজ বাস্তবতা আর কল্পনার মধ্যকার ব্যবধান নিয়ে কিছু কথা লিখবো।
বাস্তবতা অনেক কিছু শিখিয়ে দেয়।কল্পনা আর বাস্তবতার মাঝে রয়েছে বিশাল ব্যবধান। যেটা কখনোই মিলে না, মিলবেও না।আমরা সবাই কোনো না কোনো বিষয়ে কল্পনা করি যেটা বাস্তবে রূপ দেয়ার চিন্তাভাবনা করি। কিন্তু কল্পনার মত করে সেটা বাস্তবে বাস্তবায়ন করা সম্ভব হয় না। এর কারণ হলো কল্পনাশক্তিতে আমরা অনেক কিছু খুব সুন্দর ভাবে সাজিয়ে ফেলি। কিন্তু যেই কল্পনাকে বাস্তবে রূপ দিতে যাব সেটা অনাকাঙ্ক্ষিত ভাবেই কল্পনার মত হবে না।
বাস্তবতা মূলত আমাদের জীবনকে এটাই শিখিয়ে দেয় যে কল্পনার মাধ্যমে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। শুধুমাত্র বাস্তবতাকে কেন্দ্র করে এবং সেই বাস্তবতার মোকাবেলা করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যেকোনো কাজ করার ক্ষেত্রে পরিকল্পনা করে থাকি পূর্বেই। যেটা বাস্তবে রূপদান করবো সেই ভাবেই কল্পনা করি। কিন্তু আদতে কেউই পরিকল্পনা অনুযায়ী কাজগুলো একদম পারফেক্টলি করতে পারেনা।এটাই বাস্তবতা আর কল্পনার ফারাক।
যাইহোক সর্বোপরি প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের বাস্তবতাকে মেনে নিতে হয়। তবে বাস্তবতাকে যদি না মানতে পারে তাহলে হয়তোবা কোনো কাজের সন্তুষ্টি বা ফলাফল কোনটাই ভালো হয় না। আমাদের জীবনে এমনও ঘটনা ঘটে যেটা আমরা কল্পনাতে খুব সুন্দর করে সাজাই। কিন্তু বাস্তবে পুরোটাই এলোমেলো হয়ে যায়। আর সে ক্ষেত্রে আমরা নিজেরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। কল্পনাতে কিন্তু সবকিছুই সুন্দর। সব কিছুই খুব সুন্দর ভাবে মিলে যায়। কিন্তু বাস্তব রূপে সেটা যদি করতে যাই সেটা কখনোই কল্পনার মত সুন্দর ভাবে মিলে না।
এমন এমন বিষয় আছে যেগুলো আমরা কল্পনাতে খুব সুন্দর করে খুঁজে পাই, যেটা ভাবলেই ভালো লাগে। হতে পারে সেটা মানুষের সাথে মানুষের আচার-ব্যবহার বা চলাফেরার বিষয়। তাছাড়া আমাদের নিত্য নতুন কাজগুলোকে প্রতিনিয়ত কল্পনার আঙ্গিকে সাজাতে গিয়েও অনেক ক্ষেত্রে আমরা বাধপ্রাপ্ত হই। আর এই বাধা প্রাপ্ত হতে হতে একসময় কল্পনা বাদ দিয়েই নিজেরা চিন্তা করি যেটা হওয়ার সেটাই হবে। এটাই হলো বাস্তব সত্য। কল্পনা কখনো আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। তবে পরিকল্পনা আমাদের একধাপ এগিয়ে নিয়ে যায়।
এজন্যই আমাদেরকে সব সময় বাস্তবতাকে মেনে নিতে শিখতে হবে। বাস্তবতা যদি মেনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে কল্পনা থেকেও সুন্দর হবে বাস্তব জীবন। হতে পারে কল্পনা আমাদের সাময়িকভাবে আনন্দিত করে। কিন্তু বাস্তবিক ভাবে কোনো কিছু যদি আমরা প্রাপ্তি লাভ করি তখন সেটা আরো বেশি তৃপ্তিদায়ক হয়। এজন্যই কল্পনাকে মনে আয়ত্ব না করে বাস্তবতাকে মোকাবেলা করার মানসিকতা গড়ে উঠলেই একটা জীবন সুন্দরভাবে অতিবাহিত করা যায়।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কল্পনা এবং বাস্তবতা কখনোই এক নয়। কল্পনা তে আমরা সবকিছু পেলেও বাস্তবে সবকিছু পাওয়া সম্ভব না। আর বাস্তবটাকে আমাদের মেনে নিতে হবে। খুব সুন্দর কিছু লাইন লিখেছেন আজকের পোস্টে। ভালো লাগলো পুরো পোস্ট করে। চমৎকার একটা টপিক সিলেক্ট করেছেন। ধন্যবাদ আপু।
আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেলে লিখতে ইচ্ছে করে। ধন্যবাদ আপু
আসলে বাস্তব আর কল্পনা এক নয়। কল্পনা হচ্ছে মনের অনুভূতি আর বাস্তবে হচ্ছে দৈনন্দিত জীবন পরিচালনার ক্ষেত্র। তাই বাস্তবতা খুবই কঠিন। বাস্তবতা কঠিন হলেও আমাদেরকে বাস্তবতাকে মেনে নিতে হবে। পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারলেই জীবন সার্থক। আর না হলে জীবন দুর্বিষহ হয়ে পড়ে। ধন্যবাদ আপনাকে আপু পোস্টটি মাধ্যমে এতো সুন্দর বিষয় শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে।