জেনারেল রাইটিং।। প্রথমবার খুলনায় যাওয়ার অনুভূতি।।(পর্ব -০৬)।
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (২৪/০৮/২০২৪) রোজ: শনিবার।
লোকেশন
💞 শুভ সকাল 💞
আজকে সকাল সাতটায় ঘুম থেকে উঠি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। তারপর হালকা একটু খাবার খেয়ে নি। এরপরে ভাবলাম আজকে একটা পোস্ট শেয়ার করা যাক। তাই পোস্ট লিখতে বসলাম।
ইতিপূর্বে আপনারা যারা আমার এই খুলনায় যাওয়ার অনুভূতির পর্বগুলো দেখেছেন। আশা করছি আজকের এই পর্বটি দেখেও আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।
আসলে আমার আগে কখনো খুলনায় যাওয়া হয়নি। আরো নতুন কোন জায়গা ভ্রমণ করলে আমার খুবই ভালো লাগে। খুলনায় যাওয়াতে ট্রেনের মধ্যে বেশ কয়েকজনের সাথে পরিচিত হলাম। ট্রেনের মধ্যে পরিচিত হয়েছিলাম আমার জেলার দুইজনের সাথে এবং যশোর জেলার একজনের সাথে। তাদের সাথে পরিচিত হয়ে আমরা চারজন একই সেটে বসে ছিলাম। একই বগিতে পাশাপাশি বসে ছিলাম। খুলনা পৌঁছাতেই রেলওয়ে স্টেশন থেকে বাহিরে বের হলাম। পূর্বের পর্বে আমি আপনাদের খুলনা রেলস্টেশনটি দেখিয়েছি। আসলে এটা কতটা সুন্দর না দেখলে আমার পূর্বের পোস্টটি দেখার অনুরোধ রইল। এরপর রেলস্টেশন থেকে বেরিয়ে এসে উপরের ছবিটি আমার ফোনে ধারণ করা হয়েছে। উপরের ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন খুলনা রেলওয়েস্টেশন। আসলে রেজিস্ট্রেশনের ভিতরটা খুবই সুন্দর।
আমাদের খুলনায় যেতে রাত হয়ে গিয়েছিল। এর কারণ হলো ট্রেন লেট করেছিল। মাগরিবের আজানের কিছু পরে আমরা খুলনায় পৌঁছালাম। এবার আমাদের একটা হোটেল দরকার। কেননা রাত্রি ভালোভাবে থাকার একটা জায়গা দরকার। অনেকেই মনে করবেন যে স্টেশনটি দেখতে তো বেশ ভালো এবং থাকার জায়গা রয়েছে সেখানে থাকলেই তো হয়। তবে আমি বলবো এমন ভুল কাজ কখনো করবেন না। কেননা এখানে চোর বাটপার অনেক বেশি থাকে। তাই সর্বদাই নিজেকে সেভ রাখতে হবে। স্টেশন থেকে বেরিয়ে এবার হোটেল খোঁজার উদ্দেশ্য। তাই এবার অপেক্ষায় আছে অটোর। আর একটা বিষয় বলে রাখি। স্টেশনে গিয়ে দেখবেন হাজার হাজার অটো আপনার জন্য দাঁড়িয়ে রয়েছে। তবে ভুল করে তাদের কবলে পড়বেন না। তবে সব অটো ড্রাইভাররা এক নয়। তাই আপনাকে সঠিক অটো অবশ্যই চিহ্নিত করতে হবে। আর তারা আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কথা বলবে। তাই আপনার আগে থেকেই ডিসিশন নিতে হবে আপনি কোথায় যাবেন। আর যদি তাদের মতে যান তাহলে তারা কোথায় নিয়ে যাবে তার কোন ঠিক নেই। কেননা নতুন শহর মানেই সবকিছুই অচেনা। তবে আমরা চারজন মিলে একটা অটো ভাড়া করলাম। এখন আমাদের উদ্দেশ্য হোটেল খোঁজার। তবে সত্যিই অটো মামাকে একটা স্যালুট জানাতেই হয়। কারণ এ অটো মামা আমাদের সাথে খুবই সুন্দর ব্যবহার করেছিল। শুধু তাই নয় তিনি আমাদের একটা সেভ হোস্টেলে নিয়ে গিয়েছিল। মূলত আমরা প্রথমে বলেছিলাম আগে দেখব তারপরে সব বাকি কথা।
স্টেশন থেকে একটু দূরে আমাদের যেতে হয়েছিল তার জন্য আমরা অটো ভাড়া করেছিলাম। আমাদের জনপ্রতি ১০ টাকা করে ভাড়া চেয়েছিল। কেননা জায়গাটা স্টেশন থেকে খুব একটা দূরত্ব নয়। এবার অটো গাড়িতে আমরা সবাই উঠে বসলাম।। চলন্ত অটো থেকেই উপরের ছবিটি আমার ফোনে ধারণ করা হয়েছে। আমরা হোটেল খোঁজার জন্য রওনা দিচ্ছি।
এরপরে অটো হোস্টেল এশিয়া ইন্টারন্যাশনাল হোটেলের সামনে এসে দাঁড়ালো। এবার আমি আপনাদের একটা কথা বলে রাখি। সেটা হচ্ছে আপনারা যদি কেউ প্রথমে খুলনায় চেয়ে থাকেন তাহলে আমি বলব কখনোই আবাসিক হোটেল এ যাবেন না। আবাসিক হোস্টেলের আমাদের অনেক অপশন ছিল কিন্তু আমরা চেয়েছিলাম একটা সেভ হোস্টেল। এবার ওই অটো মাপ এই হোটেল এসে ইন্টারন্যাশনাল এর সামনে এসে গাড়ি দাঁড় করালো। তারপরে ওই মামা আমাদের বললো হোটেলটা একবার দেখে আসো তোমাদের পছন্দ হয় কি। যেহেতু অনেক জার্নি করে এসেছে তাই রাত্রে ঘুমটা একটু ভালো চাই। এ কারণেই আমরা একটা ভালো হোস্টেল খুজেছিলাম। এবার অটো থেকে নেমে আমি উপরের ছবিটি সংগ্রহ করি। এরপরে আমরা ভিতরে প্রবেশ করলাম। এরপর সেখান থেকে একটা ভাই আমাদের পাঁচতলায় নিয়ে যাই এবং সেখানে আমাদের রুম দেখায়। আমরা চারজন ছিলাম তাই দুইটা রুম দেখলাম। এরপরে আমাদের রুম দুটো খুবই পছন্দ হয়। তারপরে আমরা এখানে থাকার জন্য চিন্তাভাবনা করি। এই হোটেলটি হচ্ছে সোনাডাঙ্গা খুলনা। যা স্টেশন থেকে খুবই অল্প দূরত্বে। তবে আপনারা যদি কেউ প্রথম খুলনায় ভ্রমণ করেন তাহলে আপনার অবশ্যই এই হোস্টেলে থাকবেন। কেননা এখানে অনেক নিরাপদ রয়েছে। তাছাড়া এটা আবাসিক হোটেল নয়। তাই এখানে অনেক সেভে থাকতে পারবেন। এমনকি হোটেলটাও খুব সুন্দর।
টেবিল ০১ | টেবিল ০২ |
---|---|
ডিভাইস | OPPO A15 |
পোস্ট তৈরি | @biplob89 |
স্থান | লোকেশন |
আজকের মতো এখানেই শেষ করছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুলনা ভ্রমণের খুব সুন্দর একটি পোস্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা এই পোস্টে দেখে আমার খুবই ভালো লেগেছে। বেশ দারুন ভাবে বর্ণনার সাথে তুলে ধরেছেন ভ্রমণ বিষয়।
ধন্যবাদ ভাইয়া পোস্টটি দেখে মতামত শেয়ার করার জন্য।
আপনার খুলনায় যাওয়ার অভিজ্ঞতা দেখে ভালো লাগলো। সুন্দরভাবে অনুভূতি প্রকাশ করেছেন এই ব্লগের মাঝে। আর তারি পাশাপাশি আমিও বেশ কিছু জানার সুযোগ পেলাম পোস্ট পড়ে। আশা করব পরবর্তী পর্ব নিয়ে উপস্থিত হবেন আপনি।
অবশ্যই আপু পরবর্তি পর্ব ও শেয়ার করা হবে। ধন্যবাদ।
খুলনা ভ্রমণের দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে কোথাও ভ্রমণ করার পোস্টগুলে ভালো লাগে। এতে করে অনেক জায়গাগুলো দেখা ও চেনা হয় পাশাপাশি অনেত তথ্যও জানা যায়। আপনার খুলনা ভ্রমণের দ্বিতীয় পর্ব দেখার অপেক্ষায় রইলাম।
আপু অলরেডি খুলনা ভ্রমণের ৬ তম পর্ব আমি শেয়ার করেছি। ধন্যবাদ।
জীবনের প্রথম কোন জায়গায় যাওয়ার অনুভূতিটা সত্যি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আজকে আপনি খুলনায় বেড়াতে যাওয়ার অনুভূতির ছয় তম পর্ব আমাদের মাঝে শেয়ার করছেন। ভ্রমনের ভালো মন্দ সব বিষয়ে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন এমনকি হোটেলে থাকার বিষয়টাও সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনি আবাসিক হোটেলে না থেকে একটি সেভ এবং সুন্দর জায়গা নির্বাচন করেছেন যাতে করে ভালো ভাবে থাকতে পাররেন। ধন্যবাদ ভাই
অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মতামতটি শেয়ার করার।
প্রথম কোথাও যাওয়ার অনুভূতি একেবারে অন্যরকম হয়ে থাকে৷ আমরা যখনই প্রথমবার কোন জায়গায় যাই তখন তা একেবারে অন্যরকম একটা অনুভূতি হয়৷ আজকে আপনি খুলনায় যাওয়ার এরকম সুন্দর একটি মুহূর্ত শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগছে। এখানে আপনি খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷
পোস্টটি পড়ে আপনার গঠনমূলক মন্তব্য শেয়ার করে আমাকে উৎসাহিত দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ অসংখ্য ধন্যবাদ আপনাকেও।