যেখানে মূল্য নেই, সেখান থেকে সরে আসাই ভালো।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
যেখানে মূল্য নেই, সেখান থেকে সরে আসাই ভালো। |
---|
বন্ধুরা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কি বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।আসলে যেখানে মূল্য নেই, সেখান থেকে সরে আসাই ভালো।এ বিষয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমরা সব সময় নিজেদের ভালো লাগা মন্দলাগা আমার বাংলা ব্লগে সবার সাথে শেয়ার করি, তাইতো আপনাদের মাঝে চলে এলাম। যাই হোক চলুন কথা না বাড়িয়ে শুরু করি।
আসলে প্রতিটি মানুষই চায় সে যেনো অন্যের কাছে সম্মান পায় বা অন্যের কাছে মূল্যবান হয়।আর সেটা হোক পরিবার হোক বন্ধুবান্ধব বা কর্মক্ষেত্র।আসলে যে কোনো জায়গায় আমরা চাই আমাদের সম্মান দেওয়া হোক। কিন্তু বাস্তবতা হলো, সব জায়গায় সবাই আমাদের মূল্য দেয় না। এমন অনেক জায়গা বা মানুষ আছে, যারা আমাদের অবহেলা করে, গুরুত্ব দেয় না।
আর আমি মনে করি এই ধরনের পরিবেশ বা এই ধরনের লোকদের সাথে থাকা আমাদের মোটেও উচিত নয়।তাই যেখানে আমাদের কদর বা মূল্য নেই, সেখান থেকে সরে আসাই ভালো।আর যেখানে আমাদের কাজ কথা বা উপস্থিতি মূল্যহীন মনে করা হয়, সেখানে থাকার কোনো মানে নেই।সে জন্য আমি মনে করি নিরবে নতুন পথে একা হাটাই ভালো।
কারণ মূল্যহীন স্থানে আমাদের মন খারাপ হয় আর অনেক সময় আত্মবিশ্বাসও কমে যায় এবং আমরা ধীরে ধীরে হতাশ হই।আসলে অন্যের কাছে নিজের গুরুত্ব বোঝানোর চেয়ে, আমি মনে করি এমন জায়গা খোঁজা ভালো যেখানে আমাদের সম্মান করা হবে।তাই নতুন পথ বা একলা থাকাই ভালো যেটা আমি মনে করি।তবে আপনাদের হয়তো অন্য কোন সংজ্ঞা থাকতে পারে।
আসলে জীবনে এগিয়ে যেতে হলে আমাদের এমন মানুষ বা পরিবেশের সাথে থাকতে হবে, যারা আমাদের সঠিকভাবে মূল্যায়ন করবে। তবে সরে আসা মানে এটা না যে আপনি মূল্যহীন, বরং এটা একটা সুযোগ নিজের জন্য ভালো কিছু খোঁজা। আমরা যদি এমন কোনো জায়গায় কাজ করি বা কোন সম্পর্কে যুক্ত থাকি যেখানে আমাদের কদর বা মূল্য নেই তাহলে নতুন কোনো পথ বা ভালো অন্য কোন পথ খুঁজে নেওয়াই বুদ্ধিমানের কাজ।কিছু না পারলে অন্তত একা থাকাও অনেক ভালো।
আবার যদি কোনো বন্ধুত্ব বা যেকোনো ধরনের সম্পর্কে আমরা বারবার অবহেলিত হই, তাহলে সেই সম্পর্কে থেকে কি লাভ বলুন। এই রকম সম্পর্ক থাকার চাইতে না থাকাই ভালো।আর আমিতো মনে করি এই রকম সম্পর্ক থেকে সরে আসাই ভালো। আমরা সকলেই জানি জীবন খুবই মূল্যবান, তাই এমন জায়গায় বা এমন মানুষের সাথে সময় নষ্ট করা উচিত নয়, যারা আমাদের কদর করে না।
যাইহোক সর্বোপরি এক কথায় বলবো আমাদের উচিত এমন পরিবেশে থাকা, যেখানে আমরা সম্মান পাবো, ভালো কিছু শিখতে পারবো এবং মানসিক শান্তি পাবো। যেখানে মূল্য নেই, সেখানে না থাকাই ভালো।যাইহোক যাদের সাথে এ বিষয়ে মিল রয়েছে অবশ্য মন্তব্য করে জানাবেন।তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়বস্তু, হঠাৎ করে এই বিষয়টি মাথায় আসলো তাই ভাবলাম আপনাদের মাঝে নিজের মনের কিছু কথা তুলে ধরি।
যাই হোক আশা করছি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিলাম।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Nevlu123/status/1907269229692498200
https://x.com/Nevlu123/status/1907269585298248000
https://x.com/Nevlu123/status/1907272067659264153
আপনার টপিকস যেমন মূল্যবান কথাগুলো অনেক ভালো লাগলো। আসলে যেখানে মানুষের মূল্য নেই সেখানে না যাওয়াই উচিত। এত সুন্দর টপিকস আপনি সবার সাথে শেয়ার করলেন পড়ে ভালো লেগেছে।
আমাদের সম্মান আমাদের কাছে অনেক মূল্যবান জিনিস। তাই অযথাই আমাদের সম্মান নষ্ট করা অর্থাৎ যেখানে আমাদের সম্মান করা হয় না সেসব জায়গায় বা সেসব মানুষের সাথে মেশা কখনো উচিত নয়। আপনার পোস্টটি পড়ে অনেক বেশি ভালো লাগলো অনেক সুন্দর কথা লিখেছেন আপনি।
সম্মান অমুল্য সম্পদ।যেখানে সম্মান পাওয়া যায় না সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ।অসম্মান নিয়ে এগিয়ে যাওয়া যায় না।যেখানে গেলে সম্মান-মর্যাদা,নতুন কিছু শেখা, ভালো জ্ঞান অর্জন করা যায় সেখানে থাকাই ভালো।