ছোটবেলায় রমজান মাসের একটি মজার ঘটনা [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]
সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের লেখা শুরু করছি। রমজান মাস আসলেই ছোটবেলার ঘটনা গুলো মনে পরে যায়। বিশেষ করে যখন আমি ৬-৭ বছরের ছিলাম। তখন আমি মাঝে মাঝে রোজা রাখতাম এবং ছোট বেলা থেকেই অনেক মজাদার ঘটনা ঘটে। সেই ঘটনাগুলো থেকে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে।
ছোটবেলায় আমি খুবই চঞ্চল ছিলাম এবং যেকোনো কাজ করতে ভালোবাসতাম। সেই সুবাদেই আম্মুকে বলে রেখেছিলাম আগামীকাল রোজ আমি দেবো। তাই আম্মু সেহেরিতে আমাকে ডাকলো। আমরা সবাই মিলে সেহরি করলাম এবং রাতে ঘুমোতে গেলাম। এই ঘটনাটি হচ্ছে যখন আমার বয়স ছয় থেকে সাত বছর হবে তখনকার। আগে আমি ক্ষুধা সহ্য করতে পারতাম না এবং মাঝে মাঝে রোজা ও মিস যেত।
তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি সবারই ছোটবেলার কোন না কোন হাস্যকর ঘটনা রয়েছে।। তো যাই হোক দুপুর বাড়ার সাথে সাথে আমার ক্ষুদা বাড়তে থাকে এবং আমি কেমন জানি একটু চুপচাপ হয়ে যাই। বিষয়টা আম্মু বুঝতে পেরে আমাকে বলে যে কিছু খেয়ে নে। আমি বললাম না আজকে রোজা আমি দিয়ে ছাড়বো। মানে হয়েছে কি, এদিকে আমার ক্ষুধায় পেট ব্যথা করছে আর ওইদিকে আমি মুখ দিয়ে ফটোর ফটোর করছি যে, না আমার কিছু হয়নি আমি ঠিক আছি, হাহাহা।
সময় যতই যেতে থাকে ততই আমার ক্ষুধা বাড়তে থাকে এবং কেমন যেন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। বিকাল হওয়ার সাথে সাথেই আম্মু ইফতার তৈরীর জন্য ব্যস্ত হয়ে পরে, আমি মূলত তার দু জায়গায় ইফতার করতাম, আমাদের বাসায় আম্মু এবং নানি দাদির সাথে এবং আব্বুর দোকানে মাঝেমাঝে গিয়ে আব্বুর সাথে ইফতার করতাম।
আম্মুর বানানোর ইফতার গুলো প্রতিদিন দোকানে যেত এবং দোকান থেকে একটি লোক এসে সেটি নিয়ে যেত। সেবার যখন আম্মু ইফতারি প্যাকেট করছিল তখন সেখান থেকে দুটি পিয়াজু নিজের পকেটের ঢুকিয়ে ফেলি তারপর সেই লোকটির সাথে আমি দোকানে গিয়ে বসে থাকি। তখন দোবানের সবাই ইফতার করার জন্য প্রস্তুতি নিচ্ছে। মনে হয়না যে আর ৪০ মিনিট ও ছিল কিন্তু আমার সেই সময় সহ্য হচ্ছিলোনা। আমি দোকানের ভিতরে রুমে গিয়ে টুকটুক করে ২ টা পিয়াজু খেয়ে ফেলি।।।
সমস্যা হচ্ছিল তখন পিয়াজু খাওয়ার পরে অনেক পানির পিপাসা লাগছিল এবং আমি অনেক খোঁজাখুঁজির পরে অফিস রুমে একটি পানির বোতল পেয়েছিলাম। সেখান থেকে এক ঢোক পানি খেয়ে আবার মুখ মুছে একদম সুন্দর বাবুর মত বসে ছিলাম। হাহাহা।
অতঃপর সময়মতো ইফতার হল, ইফতার করে বাসায় চলে আসলাম ঘটনাটি আর কেউ জানলো না কখনো।। আজ অনেকদিন পরে ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে নেই। যাইহোক আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি আশাকরি। আপনাদের ভালো লেগেছে।। ভালো লাগলে অবশ্যই কমেন্ট জানাবেন।।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: ছোটবেলায় রমজান মাসের একটি মজার ঘটনা
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.........
ভাইয়া আপনার ছোট বেলার গল্পটা বেশ দারুন ছিল। এরকম আমাদের ছোট বেলায় অনেক ঘটনায় রয়ে গেছে, হয়তো আমাদের মনে নেই। আজ আপনার গল্প শুনে আমার একটা গল্প মনে পড়ে গেল। যাই হোক আমিও চেষ্টা করব আপনার মত পোস্ট আকারে তুলে ধরার জন্য। আমাদেকে এতো সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য,শুভেচ্ছা রইল ভাইয়া।
আপনার গল্পটি পড়তে চাই।।।
আপনার ছোট বেলার রমজান মাসের ঘটনা পড়ে আমি হাসতে হাসতে শেষ। তবে ছোট বলার এই রকম ঘটনা সবারই থাকে। আমার ও এই রকম ঘটনা আছে হাহাহা। কিন্তু আপনার গল্প টা অনেক হাস্যকর।তবে সাবধান থাকেন ভাইয়া ঐ ঘটনা যেন এখন না ঘটে।ছোট বেলার গল্প পড়তে আমার কাছে খুবই ভালো লাগে ভাইয়া।এতো সুন্দর একটি গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।বানানের দিকে একটু খেয়াল রাখবেন ভাইয়া।ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
এমন ঘটনা সবারেই কমবেশি আছে। ধন্যবাদ আপনাকে।
আপনাকেও রমজান মাসের শুভেচ্ছা রইলো ভাইয়া। হা হা বেশ মজার ছিল আপনি টুক টুক করে দুইটা পিয়াজু খেয়ে ফেললেন। আমার মজার কাহিনী হচ্ছে আমি ছোটবেলায় রোজায় থাকতে পারতাম না আমাকে দাদি বলতো যে বারোটার সময় খাবি একটা রোজা হবে আর সন্ধ্যার সময় খাবি আর একটাও রোজা হবে এইভাবে একদিনে দুইটা রোজা করতাম 🤭😅
হাহাহাহা, আমার দাদি ও একই কথা বলতো।
আংকেল আন্টিকে জরুরি তলব করা হচ্ছে।তখনকার ধোলাইটা যেনো এখন পুষিয়ে দেয়।🤣🤣
আপনি কি আমার বোন!!! কই আমাকে বাচাবেন, তা না করে উল্টো কাজ টা করছেন।
কেনো বাঁচাবো।মার খেতেই হবে।😂😂
আপনাকে ঘুস খাওয়াতে হবে দেখছি হাহাহা।।
আমি এসব ছাই পাশ খাইনা।🤪বার্গার হলে আলাদা বিষয়।
হাহাহাহা, ইফতারের পর দেখা কইরেন।
আপনার কাহিনী শুনে খুব মজা পেলাম আসলেই ছোটবেলায় আমাদের এরকম হতো আমি যখন রোজা ছিলাম ।আমার এতই পানি পিপাসা লেগেছিল আব্বু বলতো ঘরের মধ্যে দরজা বন্ধ করে পানি খেলে কেউ দেখবে না। গোসল করার সময় পানি খেয়ে ফেলতাম যাতে কেউ বুঝতে পারে না। ছোটবেলায় রোজার মাসে অনেক ঘটনায় মনে পড়ে আর হাসিও পায় এখন। একদিন সেহরি বেলায় আমাকে ডাক দেয় নাই আমি ছোট ছিলাম পরের দিন আমি সেই রাগ হয়েছি সবার উপর। আগে আব্বু বলতো দিনে দুই-তিন টা করে রোজা করা যায়। আমি করতাম একদম ছোট বেলায়। আপনার গল্পগুলো পড়ে আমার সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল আপনাকে ধন্যবাদ অতীত স্মৃতি মনে করে দেওয়ার জন্য।
এই কথাটা আমার দাদী বলতো, কিন্তু তিনি এখন আর আমাদের মাঝে নেই, দাদীর কথা মনে পরে গেল।
হা হা হা 😄
বেশ মজা পেলাম ☺️
আমার মনে হয় লুকিং খেয়ে ফেলার পর আপনার একসাথে দুইটা রোজা হয়ে গেছে।
আসলে ছোট বাচ্চাদের রোজা আল্লাহ পাক এমনিতেই কবুল করেন, ওরকম একটু আধটু খেলে কিছু হয়না 😋
যাক মজার গল্প ভাগ করে নিলেন বেশ কিছু সময় হাসলাম 😊
শুভ কামনা রইল আপনার জন্য, ভালো থাকুন।
সেম কথা কি ইলমাকে ও বলেন ভাই, হাহাহা।
হা হা হা।
বেশ মজা পেলাম আপনার গল্পটি পড়ে। আমি চুরি করে খাইনি কখনো তবে একবার ভুলবসত পানি খেয়ে ফেলছিলাম। কাউকে জানাইনি ভেবেছিলাম জানালে রোজা ভেংগে যাবে।😛
সুন্দর ভাবে গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো।
আগে না বুঝে কত কিছুই না করতাম আমরা। এখন চিন্তা করলে হাসি পায়।
বাহ দারুণ ছিল তো আপনার ছোটবেলার ঘটনা টা। আসলে রোজাকে কেন্দ্র করে আমাদের সবারই ছোটবেলার মজার সব ঘটনা আছে। কিছুক্ষণ আগে আরিফ ভাইয়ের এইরকম একটা ঘটনা পড়লাম উনার পোস্টে। আমি নিজেও আপনার মতো ছিলাম সেহেরিতে খেতাম কিন্তু অনেক কষ্টের পরও পরিবারের কারো কাছে স্বীকার করতাম না যে আমার কষ্ট হচ্ছে।
আমার আরো অনেক ঘটনা রয়েছে, আসলে ছোট বেলায় না বুঝেই কত কিছু করতাম।।
হাহাহা এই কাজ কেউ নেই যে ছোট বেলা করেনি। আমি সত্যি অনেক মজা পেলাম আপনার আজকের পোস্ট পড়ে। ধন্যবাদ ভাইয়া।
হাহহাহাহাহাহা, ধন্যবাদ আপু।।।
মামা খুব মজার পোস্ট করেছেন যে পোস্টটা পড়তে পড়তে আমার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেছে । সত্যি এমনটাই হতো। অনেক অনেক সুন্দর হয়েছে। দোয়া করি সামনের দিকে আরো এগিয়ে যান।❤️❤️❤️
ধন্যবাদ আপনাকে, ছোট বেলায় একটা অনেক বার করেছিলাম।