এবিবি ফান প্রশ্ন- ৫২৭ ||রোজার সময়ে কোন মজার কাজটি....
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
রোজার সময়ে কোন মজার কাজটি করতে সবচেয়ে বেশি ভালো লাগে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার তো শুধু অনলাইন শপিং করতে ইচ্ছে করে!
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
সেহরি খাওয়ার পর ঘুমানোর মতো আরামের কাজ পৃথিবীতে আর আছে বলে মনে হয় না।তাই রমজান মাসে সেহরির পর ঘুমানোর বিষয়টা সব চেয়ে বেশি মজা লাগে।
0.00 SBD,
3.75 STEEM,
3.75 SP
তখন সত্যি খুব ভালো ঘুম হয়।
আপনাদের তো আরাম,বাচ্চাকাচ্চা নেই। যাদের আছে তাদের শান্তি নেই।
একদম ঠিক বলেছেন আপু।
হ্যাঁ সেহেরির পর ঘুমানোর মজাই আলাদা।
আমার তো মন চায় শরবত তৈরি করার সময় যদি সবগুলো শরবত খেতে পারতাম তাহলে আর কি লাগে,আর টিভিতে বিভিন্ন রেসিপি যখন দেখায় তখন মন চায় সবগুলো খাবার আমারে দিতো টিভির ভিতর থেকে 🤣🤣
0.00 SBD,
3.74 STEEM,
3.74 SP
কিন্তু ইফতারের সময় খুব বেশি খেতে ইচ্ছে করে না।
হাহা,আপনি বসে থাকেন আপু। আপনাকে দিয়ে দেবে।
হা হা,তাহলে তো ভালোই হয়,আমাকে দিলে আপনার জন্য পাঠাবো আপু🤣🤣
রমজান মাসে বাড়ির সবার আগে তারাবির নামাজ পরতে বেশি ভালো লাগে। তাই আজান দিবার আগেই অজু করে বসে থাকি। সবার আগে নামাজ পড়ার জন্য। আযান দেওয়ার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যায়। আর নামাজ শেষ করে অন্যদেরকে জিজ্ঞাসা করি, তোমার কয় রাকাত শেষ হয়েছে। যদি শুনি আমার চেয়েও কম নামাজ পড়েছে। তাহলে মনে মনে অনেক আনন্দ হয়। কারণ আমি সবার আগে। হাহাহাহা। তাছাড়া, সেহরির সময় সবার বাড়ি বাড়ি গিয়ে দরজার মধ্যে টোকা দিতে ভালো লাগে। 🤭🤭
0.00 SBD,
3.73 STEEM,
3.73 SP
আপু তো তাহলে নামাজের জন্য সবার আগে বসে পড়েন,এটা কিন্তু ভালো।
আসলে, রোজার সময় সবার সাথে মিলেমিশে ইফতার করা, তারাবির নামাজ পড়া, গরীবদের সাহায্য করা - এই সবগুলো কাজই খুব আনন্দের। তবে, ইফতারের সময় যখন সবাই মিলে একসাথে বসি, আর হরেক রকমের খাবারের ঘ্রাণ নাকে আসে, তখন লোভ সামলানো একটু কঠিন হয়ে যায়! হা হা হা 🤣🤣🤣
0.00 SBD,
3.71 STEEM,
3.71 SP
এগুলোর মধ্যে সত্যি আলাদা একটা আনন্দ।
রোজার সময় আমার সবচেয়ে বেশি ভালো লাগে ঘুমাতে। কারণ ঘুমালে কেউ ডিস্টার্ব করে না। এই কারণে রোজার সময় ঘুম যেতে বেশি ভালো লাগে।
0.00 SBD,
3.70 STEEM,
3.70 SP
পুরান ঢাকায় গিয়ে মজার মজার আইটেম দিয়ে ইফতার করতে সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ পুরান ঢাকার ইফতার মানেই দারুণ কিছু। যদিও সময়ের অভাবে অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না।
রোজার সময়ে মজার মজার খাবারের ঘ্রাণ নিতে ও খাওয়ার কাজটি করতে সবচেয়ে বেশি ভালো লাগে।☺️☺️
আমার তো শুধু ঘুমাইতে ভালো লাগে। এটাই অনেক শান্তি ও আরামের।
আমার কাছে তো সব থেকে বেশি লাগে সবার জন্য মজার মজার এবং ইউনিক সব ইফতার বানাতে 🥰😊।
ইফতারের কর্যক্রম ও ইফতারি খাওয়াটা সব থেকে ভালো লাগে।