এবিবি ফান প্রশ্ন- ৫২৯ || কেউ আশা, প্রত্যাশা দেখায়, সেই আশা প্রত্যাশা ভেঙ্গে দিলে তাকে কি করা উচিত ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
কেউ আশা, প্রত্যাশা দেখায়, সেই আশা প্রত্যাশা ভেঙ্গে দিলে তাকে কি করা উচিত ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
যখন কেউ আশা দেখিয়ে পরে তা ভেঙে দেয়, তখন ভীষণ কষ্ট লাগে। মন খারাপ হয়ে যায়, কিন্তু কিছু বলতেও পারি না, করতেও পারি না। এমন অবস্থায় কী করা উচিত? আপনাদের মতামত জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কেউ আশা প্রত্যাশা ভেঙ্গে দিলে তাকে আশার শা আর প্রত্যাশার শা নিয়ে,এই দুটি শা কে যুক্ত করে শা শা শব্দে হাওয়াই উড়াতে হবে নাগরদোলাতে। ☺️☺️
বেশ ভালোই বলেছেন আপু।
হি হি
তাকে ২ দিন পাবলিক টয়লেটে বন্দী করে রাখা উচিত। তাহলে পাবলিক টয়লেটের গন্ধে, তার চরম শিক্ষা হয়ে যাবে 😂😂। পরবর্তীতে আর জীবনে কাউকে আশা প্রত্যাশা দিলে,সেটা অবশ্যই রাখবে। ঠেলার নাম বাবাজী 🤣🤣।
হা হা হা। বেশ বলেছেন কিন্তু।
কেউ আশা,প্রত্যাশা দেখিয়ে, সেই আশা প্রত্যাশা ভেঙ্গে দিলে মনে হয় তাকে নিয়ে মাঝ নদীতে ফেলে দেয় তাহলে সে বুঝতে পারবে আশা প্রত্যাশা ভেঙ্গে দিলে কেমন লাগে।তবে এই চিন্তাগুলো আমার ভাবনাতেই থাকে শুধু 😁।
বাস্তবেও পরিণত করতে হবে চিন্তা গুলো কে 🤓😃।
সুন্দর বলেছেন তো আপু। তাদেরকে নদীতে ফেলে দিতে হবে।
আমিও তাই ভাবি। কিছু ভেঙেছে তার যদি শাস্তিই না দেওয়া হল তবে কিসের প্রশাসন। তখন বিশ্বাস ভরসা সবই প্রহসন লাগে৷
সময়,সুযোগ বুঝে তাকে উচিত শিক্ষা দেওয়া উচিত।
আর এর জন্য সময় এবং সুযোগের অপেক্ষায় থাকতে হবে।
আমি তো মনে করি, তার চুলের মুঠি ধরে তাকে আছাড় দেওয়া উচিত🤓। তারপর শীতের রাতে তাকে পুকুরের পানির মধ্যে রাখা উচিত পুরো রাত😃🤣। তবেই তার বেশ ভালো শিক্ষা হবে🤣।
ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। তবে আমার কাছে মনে হয় চুলের মুঠো ধরে তাকে আছাড় দেওয়া উচিত।
সেই আশা প্রত্যাশা ভেঙে দেবার জন্য তাকে বিশাল অংকের ক্ষতিপূরণ করা উচিৎ আর সেই ক্ষতিপূরণের টাকায় আবার লোক ভাড়া করে তাকে পেটানো উচিৎ 🤣🤣
আর বাকিগুলো দিয়ে ঘুরাঘুরি এবং খাওয়া দাওয়া করা উচিত। তাহলে মনের কষ্টগুলো দূর হয়ে যাবে।
আশা ভেঙে গেলে? নতুন আশা তৈরি করো! যেমন, আশা করো যে সে আবার ফিরে আসবে, আর যদি না আসে, তাহলে আশা করো যে তুমি তাঁর চেয়ে ভালো কাউকে পাবে।
হুম কথা খুব খাঁটি।🤔
কেউ আশা, প্রত্যাশা দেখিয়ে, সেই আশা প্রত্যাশা ভেঙ্গে দিলে তাকে ধরে ব্লেন্ডার দিয়ে কুচি কুচি করে ৭৫০ টাকা কেজি ধরে বৈচ্চা দিয়ে শিক্ষা দিতে হবে,হা হা হা।😄
আমার তো মনে হয় এরকমই করা উচিত 🤣🤣।
কেউ আশা প্রত্যাশা দেখিয়ে যদি সেটি ভেঙে দেয় তাহলে তার ফোনটি আগে কেড়ে নেওয়া উচিত। অন্তত ২৪ ঘন্টার জন্য। না হলে মাথায় চুইংগাম লাগিয়ে দেওয়া উচিত। যাতে সে পরবর্তীতে প্রত্যাশা ভাঙ্গার আগে অন্তত ৪০ বার ভাবে।🤣🤣
আশাই নিরাশার মূল কারণ। কেউ আশা দেখালে আপনিও তাকে দুগুণ আশা দেখাবেন৷ আর নিরাশা দিলে আপনিও তাকে নিরাশা দেবেন। অর্থাৎ টিট ফর ট্যাট।
যেমন কুকুরের তেমন মুগুর না হলে সমস্যা। কেন জানেন সংসারে কাউকে কিছু বলে শেখানো যায় না৷ কারণ সকলেই ভাবে আমিই ঠিক আমার জায়গায়।
দারুন লিখেছেন আপু।😄🌦️