হতাশা এবং একাকীত্ব
ছোটবেলা থেকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা সবকিছু ধীরে ধীরে বুঝতে শিখেছি। ছোটবেলা থেকে বাবা-মার অধীনে প্রথমে পড়াশুনা শুরু করা। এরপর স্কুলে ভর্তি হওয়া এবং নিয়মিত পড়াশোনা করা। শুধু যে পাঠ্যবইয়ের পড়াশোনায় আমাদের পরিপূর্ণ শিক্ষা দান করেছে তা নয়। বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা দেয়া, লোকজনদের সঙ্গে মেশা এবং চারপাশের পরিবেশ থেকে শিক্ষা নেয়া সবকিছু আমাদের ম্যাচুরিটি দান করেছে।
ছোটবেলায় আমরা যেকোনো ধরনের কার্যকলাপ করতাম। তখন বলব না কার্যকলাপ করলেও বড়রা শাসন করত না। কিন্তু এখন যদি কোন ভুল করি তাহলে তার জন্য কথা শুনতে হয় নতুবা শাসন পেতে হয়। সবকিছুর একটি নির্দিষ্ট সময় থাকে। ওই নির্দিষ্ট সময় পর ওই বিষয়ের আর গুরুত্ব থাকে না। আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা জীবনের ভুল এবং ঠিক কোন বিষয়গুলো তা ধরতে পারি। তখন যেকোন কাজে ব্যর্থ হলে,তা সহজে মেনে নিতে পারি না। এই বিষয়গুলো আমাদের মন খারাপ করে দেয়। সেইসঙ্গে বাড়িয়ে হতাশা দুঃখ কষ্ট। এই হতাশা গুলো থেকে কাটিয়ে ওঠা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। অনেক সময় হতাশা কাটিয়ে উঠতে আমরা ভুল পথ পদ্ধতি অনুসরণ করি। বন্ধু বান্ধব, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন এবং পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়া থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের পদ্ধতি অনুসরণ করি। সব পদ্ধতি অনুসরণ করে সাময়িক সময়ের জন্য আমরা তাদের থেকে দূরে থেকে ভালো থাকতে পারি। কিন্তু পরবর্তীতে সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় আমাদের সঙ্গ হীনতা অর্থাৎ একাকীত্ব ভোগায়। হতাশা এবং একাকীত্ব পরবর্তীতে আমাদের জীবনে অনেক ক্ষতিকর প্রভাব ফেলে। এর ফলে অনেক সময় মানুষ সুইসাইড করতেও দ্বিধাবোধ করে না। ফলে অকালে ঝরে পড়ে একটি প্রাণ।
সুতরাং আমাদের হতাশা এবং একাকীত্ব থেকে কাটিয়ে ওঠার সকল পদ্ধতি অনুসরণ করা উচিত। কাছের মানুষদের সঙ্গে মনের সব কথা শেয়ার করতে হবে। কখনো কাছের মানুষদের থেকে যোগাযোগ ছিন্ন করা উচিত নয়।
আমি আপনার সাথে একদম একমত। আসলে আমরা অনেক কিছুই ঠিক করতে করতে গিয়ে আরো বেশি ভুল করে ফেলি। আমাদের উচিত নয় এমনটা করা।
তবে ভাইয়া আপনার পোস্টটি আরেকটু বড় করতে হবে। তাহলে পোস্টটি অনেক বেশি কোয়ালিটি ফুল হবে।
ছোটকালের সময়টা অনেক ভালো। বড় কালের সময়টাও ভালো। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের পরিবর্তন হয়ে যায়।
আমরা এজন্য অনেক সময় সুইসাইড করতে বাধ্য হয়। কিন্তু সময়ের সাথে সাথে বড় হলেও সব কিছু হয় না। আমার এসব কাজ বাধ্য করে আমাদের রাগ, হিংসা, মিথ্যা।
ধন্যবাদ ভাইয়া, আপনি খুবই সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।