আমার বাংলা ব্লগ || পাশে থাকার মত প্রিয় বন্ধুগুলি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

man-3130750_640.jpg

ছবির উৎস

প্রিয় স্টিমিট বাসি গণ সবাইকে আসসালামু আলাইকুম

• মানুষ একটি সামাজিক প্রাণী সুতরাং আমাদের সমাজের বিধি-বিধান মেনে চলা ফেরা করতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক ভাবে জীবন যাপন করতে হলে বন্ধুর প্রয়োজনীয়তা অপরিসীম। একজন প্রিয় বন্ধু পারে নিঃস্বার্থভাবে ভালোবাসতে এবং বিভিন্ন প্রকার আড্ডার মাধ্যমে নিঃসঙ্গতা দূর করতে।সুতরাং আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে বন্ধুত্ব একটি। আমাদের সামাজিক জীবন যাপন করার সময় আমরা আমাদের জীবনের বিভিন্ন রকম বাধা বিপত্তির মধ্যে আমরা পড়ে যায় তখন আমাদের পিছনে একটি ঢাল হয়ে দাঁড়ায় আমাদের বন্ধু। আমাদের জীবনে বন্ধুত্বের সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে যায় আমাদের বয়সন্ধির সময়ে।বিশেষ করে এই সময়টিতে আমাদের দৈহিক পরিবর্তনের সাথে সাথে মানসিক পরিবর্তন ঘটে যা আমরা অনেক সময় বাবা মায়ের সাথেও শেয়ার করতে পারিনা কিন্তু আমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে আমরা বিষয়টি পরিষ্কার হতে পারে।

friends-1209740_640.jpg

বন্ধু এবং প্রিয় বন্ধুর মধ্যে পার্থক্য

ছবির উৎস

বন্ধু এবং প্রিয় বন্ধুর মধ্যে পার্থক্য করতে হলে আপনাদের সাথে জীবনের কিছু বাস্তবতা শেয়ার করতে হয়। ধরুন আপনারঅনেক বন্ধু রয়েছে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আপনার দৈনন্দিন জীবনের কাজের ফাঁকে যদি আপনার কোন বন্ধুর সাথে দেখা হয় তখন কিছু বন্ধু রয়েছে যারা বলবে, আরে বন্ধু কেমন আছো ,কি অবস্থা, বাসার লোক কেমন আছে ইত্যাদি আবার আপনি লক্ষ্য করবেন আপনার জীবনে এমন বন্ধু ও রয়েছে যখন আপনার সাথে দেখা হয় তখন আপনার সাথে হ্যান্ডশেক করে কোলাকুলি করে এবং খুব কাছাকাছি বা ক্লোজলি থেকে থেকে আপনার জীবনটাকে অনুভব করে। এবং আপনাকে আপনার বিভিন্ন সমস্যার কথা জিজ্ঞেস করে এবং সমস্যা থাকলে সেগুলো আপনার পাশে থেকে সমাধান করার চেষ্টা করে। এবার একটি বাস্তবতা হচ্ছে:- আপনি যখন বিপদে পড়বেন তখন কিন্তু সব বন্ধু আপনার পাশে এসে দাঁড়াবে না কিছু বন্ধু বলবে বন্ধু এই সমস্যা আচ্ছা আমি দেখছি কি করা যায়।এবং আপনার যে প্রকৃত বন্ধু রয়েছে সে আপনার সমস্যার কথা জানতে চাইবে তার পরে তার সাধ্যমত সমাধান করার চেষ্টা করবে আপনাকে সমস্যা থেকে মুক্তি দিতে।

প্রতিদিনের জীবনের বন্ধুদের কাণ্ডকারখানা

আপনি যদি স্কুল লাইফের বা কলেজ লাইফে ফিরে যান তাহলে সেখানে লক্ষ্য করে থাকবেন আমরা জীবনের বিভিন্ন রকম বন্ধুর বিভিন্ন রকম গুনাগুন থাকে। যেমন এমন কিছু বন্ধু রয়েছেন যারা ক্লাস রুমের মধ্যে মাঝে মাঝে এমন কথা বলে যা শুনে আমাদের হাসতে হাসতে গড়িয়ে পড়ার মত অবস্থা হয়ে যায়। আবার এমন কিছু বন্ধু রয়েছে একদম চুপচাপ কোন কথা বলে না কারো সাথে তেমন মিশতে চায়না। দেখা যাচ্ছেক্লাস রুমের মধ্যে হাসির একটি কাণ্ড ঘটেছে কিন্তু সেই হাসবেনা আবার কথাও বলবে না । আপনারা করছেন কিনা জানিনা, কিন্তু এমন এমন বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধুদের আমাদের মধ্য কিছু বন্ধু ছিল তারা এদের কে নিকনেম দিত। এখন এই সব বন্ধুদের কথা অনেক মনে পড়ে বিশেষ করে লকডাউন এ বাড়ি থেকে। কত দিন তাদের সাথে ঠিকমত আড্ডা দেওয়া হয় না। আমাদের জীবনে এমন কিছু প্রিয় বন্ধু রয়েছে যারা আমাদের জীবন কে অন্যভাবে দেখতে সাহায্য করে থাকে এমন বন্ধু সবার পাশে থাকা উচিত আমার বলে মনে হয়।

বিশেষ দ্রষ্টব্য:-

• আপনার জীবনের প্রিয় বন্ধুর নাম কমেন্টের লিখতে পারেন এবং আপনার বাস্তব জীবনের অনুভূতি শেয়ার করতে পারেন ধন্যবাদ।

বাংলায় পোস্ট করে আমি গর্বিত

অনুবাদে
@emonv

Sort:  

অনেক সুন্দর ভাবে বন্ধু সম্পর্কে লিখেছেন।বন্ধুদের মাঝে রয়েছে ভালোবাসা এবং মায়া যেটা খুব সহজে ভুলা যায় না।

আপনি যখন বিপদে পড়বেন তখন কিন্তু সব বন্ধু আপনার পাশে এসে দাঁড়াবে না কিছু বন্ধু বলবে বন্ধু এই সমস্যা আচ্ছা আমি দেখছি কি করা যায়।

আসলেই বিপদেই বন্ধুর পরিচয়।

অনেক ভালো লিখেছেন ভাই।শুভ কামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96239.49
ETH 2782.12
SBD 0.67