সঠিক বন্ধু নির্বাচনsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

people-4050698_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবেয়

আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভাল আছেন। আমাদের প্রত্যেকেরই বন্ধুবান্ধব থাকে যাদের সাথে আমরা প্রতিদিন মিশি, কথা বলি, সময় কাটাই। কিন্তু আপনি কি এটা জানেন? আপনি যার সাথে বেশি মিশবেন আপনি তাদের মতো একজন হবেন। তার আচরণ আপনার মধ্যে অটোমেটিক কিছু না কিছু চলে আসবে।

আমাদের জীবনে ভালো মানুষ হবার ও সফল হবার জন্য এবং অন্যদিকে ধ্বংস ও নষ্ট হওয়ার জন্য আপনি যাদের সাথে মেলামেশা করেন তাদের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বলা হয় আপনি হচ্ছেন আপনার মেলামেশার সার্কেলের এভারেজ।

আপনি প্রতিদিন কার সাথে চলাফেরা করেন, কার সাথে বেশি কথা বলেন ও সময় দেন সে ব্যক্তির চিন্তাধারা আচার-আচরণ মূল্যবোধ ব্যক্তিত্ব ও চিন্তা ভাবনা আপনাকে কোন না কোন ভাবে প্রভাবিত করবে এবং আপনি তাই করবেন যা তাদের মধ্যে দেখবেন। যারা নেশা করে, মেয়েদের ইভটিজিং করে এবং মেয়েদের দেখলেই উস্কানিমূলক কথা বলে, বেশিরভাগ সময় খারাপ কাজে লিপ্ত থাকে এবং নেগেটিভিটি চর্চা করে, তাদের সাথে মেলামেশা ও চলাফেরা করেন দেখবেন আপনিও তাদের মত হয়ে যাবেন বা তাদের আচরণ আপনার মধ্যে আস্তে আস্তে চলে আসবে। আপনিও খারাপ কাজে লিপ্ত হবেন।

অপরদিকে আপনি যদি যারা পজিটিভ মানুষ সফল ও সার্থক মানুষ যারা কেরিয়ার নিয়ে সচেতন মানুষ , উদ্যোক্তা, দক্ষ মানুষ ও মানবিক মানুষদের সাথে চলাফেরা করেন তাদের ভালো গুণগুলো আপনার মধ্যে আস্তে আস্তে চলে আসবে এবং আপনার জীবনে প্রভাবিত করবে।

পরিশেষে একটি কথাই বলবো বন্ধু নির্বাচনে সতর্ক হোন। এমন কারো সাথে চলাফেরা করবেন না বা মেলামেশা করবেন না যাদের মধ্যে খারাপ গুণ বেশি থাকে। যাদের ধারা আপনি নিজেও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এমন বন্ধুদের সাথে চলাফেরা করুন যাদের চিন্তা ধারা পজিটিভ এবং তাদের দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না।

ধন্যবাদ

Sort:  
 last year 

বন্ধু হচ্ছে জীবনের একটি অংশ। বন্ধু ছাড়া জীবন ভাবা যায় না। একজন ভালো বন্ধু জীবনে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। আবার একজন খারাপ বন্ধু জীবনকে নিমেষে ধ্বংস করে দিতে পারে। আপনি ঠিকই বলেছেন বন্ধু নির্বাচনে অনেক গুলো বিষয় খেয়াল রাখার প্রয়োজন। আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 91299.04
ETH 2336.54
SBD 0.63