ফুটবল খেলতে গিয়ে হাত ভাঙা ||
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। কিন্তু গত পরশু ফুটবল খেলতে যেয়ে পড়ে যেয়ে বাম হাতের উপরের একটি হাড় ফেটে যায়। আপনারা সবাই জানেন আমি প্রতিদিন বিকেলে নীলফামারী বড় মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যাই। প্রতিদিনের মতো গত পরশু বিকেলেও আমি নীলফামারী বড় মাঠে ফুটবল খেলতে গিয়েছিলাম। তখনই ঘটনাটি ঘটে।
পরশুদিন বিকেলে ঝিরি ঝিরি বৃষ্টি হয়। বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত বৃষ্টি হয়েছিল। আমরা বিকেল পাঁচটার পরে নীলফামারী বড় মাঠে ফুটবল খেলতে যাই। প্রায় সাড়ে পাঁচটার পরে আমাদের খেলা শুরু হয়। বিকেলে বৃষ্টি হাওয়ায় মাঠ ভেজা থাকে । বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা যারা প্রতিদিন ফুটবল খেলি সবাই এসেছিল। আসলে বন্ধুদের সাথে এরকম বিকেলে ফুটবল খেলতে অনেক ভালই লাগে। কিছুদিন পর সবাই আলাদা আলাদা ভর্তি হয়ে আলাদা জায়গায় চলে যাবে তাই এই সময়টা আমরা সবাই মিলে প্রতিদিন একসাথে খেলছি কারণ কিছুদিন পরই এগুলো স্মৃতি হয়ে থাকবে।
তো প্রতিদিনের মতো দুটি দল ভাগ করে আমরা খেলা শুরু করে দেই। মাঠ খুবই ভেজা ও পিচ্ছিল ছিল। আমাদের খেলা চলতে থাকে। মাঠ ভেজা ও পিচ্ছিল হওয়ার কারণে সবাই খুবই সাবধানে খেলে । খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে আমি রাগিবের কাছে বল নিতে গেলে আজকে শোল্ডার ট্যাকেল দেয় আর মাঠ পিচ্ছিল হওয়ার কারণে আমি নিয়ন্ত্রণ হারায় ফেলে পড়ে যাই এবং আমার পুরো শরীরের ভর আমার শোল্ডারে পরে।
তাৎক্ষণিক আমি ও আমার তিন বন্ধু মিলে নীলফামারী সরকারি হাসপাতালের জরুরী বিভাগে যাই। সেখানে তাৎক্ষণিক কিছু মেডিসিন দেয় এবং পরের দিন সকালে এক্সরে করতে বলে। সেদিন রাতটা ওইসব ব্যথার ওষুধ খাই। হাসপাতাল থেকে বাসায় ফিরেই সবার আগে আমার বাংলা ব্লগে একটি পোস্ট করি। পোস্ট করার পরেই রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি।
কালকে নীলফামার সরকারি কলেজের পাশে গ্রীন সাইন হসপিটাল ও ডায়াগস্তনিক ল্যাব এ এক্সরে করি। এক্সরে রিপোর্টে আমার উপরের হাড়ের ফ্যাকচার ধরা পরে। এরপর ওই ক্লিনিকেই অর্থপেডিক্স বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন ডাক্তার আব্দুর রহিমকে দেখাই। উনি আমার এক্স রে রিপোর্ট দেখে আমাকে কিছু মেডিসিন এক মাসের বেড রেস্ট একটি বেল্ট হাতে পরার জন্য প্রেসক্রিপশন করে।
এরপর ফার্মেসী থেকে প্রেসক্রিপশন এর দেওয়া মেডিসিন ও হাতের বেল্টটি নিয়ে বাসায় আসি। বাসায় ফিরে সবার আগে আমার বাংলা ব্লগে একটি পোস্ট করি। এরপর রাতে টিকেট কেটেও আমার অবস্থা জনায় দেই। আমার হাত ভাঙার কারণে কিছুদিন আমার বাংলা ব্লগে অ্যাক্টিভিটিস একটু কম থাকতে পারে কিন্তু আমি প্রতিদিন পোস্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আজকের মত এখানেই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে যতক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
অনেক দ্রুত সুস্থ হয়ে যান ভাইয়া এই কামনাই করি। আসলে ঝিরঝিরি বৃষ্টিতে মাটি অনেক পিচ্ছিল হয়ে থাকে। যার কারনে মাঠে দৌড়াদৌড়ি করতে গেলে অনেক সময় পিছলে পড়ে যায়। আপনারও একই অবস্থা হয়েছে। তবে ওষুধ খেলে আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।
দোয়া রাখিয়েন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি।
যদিও বৃষ্টির মধ্যে ফুটবল খেলা করতে অনেক ভালো লাগে কিন্তু এটা অনেক ভয়াবহ দুর্ঘটনা তৈরি করে দিতে পারে। যাইহোক মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন আপনি দ্রুত সুস্থ হয়ে যান।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার জন্য প্রার্থনা করার জন্য।
জি ভাইয়া সাথী আপুর পোস্টে পড়েছিলাম ঘটনাটি। বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে গেলে তো এমন হবেই। কিন্তু কি আর করার ফুটবল খেলার লোভ
তো আর সামলানো যায় না। তবে দোয়া রইল আপনার প্রতি। বেশ তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন।
দোয়া রাখবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারো আপনাদের মাঝে আগের মত কাজ করতে পারি।
ভাই আপনার দ্রুতো সুস্থতা কামনা করি। আশা করি শিগ্রই আবার আগের মতন হয়ে উঠবেন। বৃষ্টির দিনে না খেলাই ভালো। বিপদের তো ঠিক ঠিকানা নাই। হঠাৎ এসে পরে। খুবই খারাপ লাগলো আপনার কথা শুনে। ঠিক মতন ওষুধ গুলো শেষ করেন।
দোয়া রাখবেন ভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি।
ভাই, ফুটবল খেলতে গিয়ে আপনার হাত ভাঙ্গার ঘটনাটি শুনে সত্যিই খুব খারাপ লাগলো। তবে দুশ্চিন্তা করিয়েন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন তাহলেই ইনশাআল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আপনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার জন্য প্রার্থনা করার জন্য।
মনে প্রানে দোয়া করছি তুমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। তবে ডাক্তারের কথা অনুযায়ী রেস্টে থাকতে হবে।♥♥
তোমাদের দোয়ায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো ইনশাআল্লাহ।
ছোট ভাই কিছুদিন আগে আমি তোমাকে সাবধান করিয়ে দিয়েছিলাম। তারপরেও এগুলো ঘটতে পারে এ বিষয়ে অনেক সজাগ থাকতে হবে। অল্পের জন্য সৃষ্টিকর্তা বাঁচিয়ে দিয়েছে দোয়া করি যেন দ্রুত সুস্থ হতে পারো তবে এখন একটু রেস্টে থাকতে হবে সাবধানতার সাথে। কারণ ফুটবল খেলাটা যতটা ভালো লাগা ততটাই ডেঞ্জারাস।
আপনি ঠিক বলেছেন ভাই ফুটবল খেলাটা যতটা ভালোলাগা ততটাই ডেঞ্জারাস। দোয়া রাখবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি।