বিনোদন ও হতাশা (১০% টু শাই-ফক্স)
আসসালামু আলাইকুম,
খুব চাপের মধ্যে দিয়ে সময় যাচ্ছে।মানে,পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।বুঝতে তো পেরেছেন কি পরিস্থিতির কথা বলছি!
সিজনাল হলেও আর্জেন্টিনার একজন বেশ ভালো মাপের সাপোর্টার আমি।সৌদির সাথে আজকে ম্যাচ হারার পর থেকে বিরোধী দলের সাপোর্টারদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছি।মনে হচ্ছে,গর্তের মধ্যে লুকায় ফেলি নিজেকে।

যেহেতু খেলা শুরু হয়েছিল বিকাল ৪ টায়, তাই প্রথম অর্ধেক বাবার সাথে ঘরে বসেই দেখেছিলাম।একটা গোল আর্জেন্টিনা ততখনে তো দিয়েছিল আর তিনটা হয়েছিল অফসাইড।তো স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায়,আর্জেন্টিনার জয় সুনিশ্চিত।
জার্সি পরে ছোট ভাইকে নিয়ে হাফেনারের পর গেলাম বড় পর্দায় খেলা দেখতে।
সেখানে গিয়ে দেখি অধিকাংশই ব্রাজিল সাপোর্টার আর তাই তারা আজকে সৌদি আরব সাপোর্ট করছে।আচ্ছা যাইহোক,খেলা ভালোই চলছিলো।বিনোদনও ভালোই হচ্ছিলো।
হঠাৎ করে আরবের একটা গোল হলো আর সবাই চিৎকার করে উঠলো।ভাবলাম এবার খেলায় একটু টুইস্ট আসবে।ও বাবা,প্রথম গোল হওয়ার কিছুক্ষনের মধ্যেই আবার দ্বিতীয় গোল হয়ে গেল সৌদির।
ওরা সবাই নাচানাচি করলেও আমি প্যারা নেইনি।কারণ, যে সময় ছিল তাতে গোল শোধ দিয়েও দুই তিনটা দেওয়া যেতো।
খেলার সময় এগোচ্ছিলো ঠিকই কিন্তু গোলের দেখা নেই।অথচ,সৌদি তাদের বেস্ট খেলাটা দিচ্ছিলো।ডিফেন্স আর গোলকির অবদান এখানে অতুলনীয়।
ওদিকে তখন ডিসকর্ডেও অনেকে মজা নিচ্ছিলেন আমার এই করুণ অবস্থায়🙂।সময় শেষের দিকে।বেশ অনেকগুলো এটাক করেছিলো আর্জেন্টিনা। বাট ওদের ডিফেন্স আর গোলকির কারণে কোনোটাই সফল হয়নি।শেষমেশ ২-১ এ খেলা শেষ হয়ে গিয়েছিল।

আমার অবস্থা তখন বেজায় খারাপ ছিল।আর কিছুক্ষন ওখানে থাকলে হয়তো আমার জার্সি ওরা সবাই মিলে টেনে ছিড়তো।
ভাই আগেই চলে এসেছিল। খেলা শেষে আমি আর দুইজন এক দৌড় দিয়ে ওখান থেকে চলে এসেছিলাম।বাসায় এসে দেখি বাবারও গালে হাত! বাবার ফ্রেন্ডরা বাবাকে ফোন করে খেপাচ্ছে।
আর এদিকে ফেসবুকে তো তোলপাড় চলছেই এখনো।ব্রাজিলদের মনে হয় ইদের দিন।
অবস্থা এখনো বেগতিক।আপাতত সবখানে নোটিফিকেশন অফ করে রেখেছি।এখন আশাবাদী নেক্সট দুই ম্যাচ নিয়ে।ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবো আমরাই💙🤍।
cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.22/11/22
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

সৌদি আরবের গোলকি টা আসলে অনেক দারুন ছিল। খুব ভালো গোল সেভ দিয়েছে। এখন ফেসবুকে ঢুকলেই সাপোর্টারদের মধ্যে বেশ একটা যুদ্ধ বেধে গেছে। আপনি আর্জেন্টিনার সাপোর্ট করেন জেনে ভালো লাগলো। শুভকামনা রইল আপনার টিমের জন্য।
সত্যি বলতে সৌদি এই জয় ডিজার্ভ করে। ধন্যবাদ আপনাকে।
বলেন কি ভাইয়া,খেলার শুরু থেকেই পালিয়ে বাঁচা।যদিও কলেজ থেকে পরীক্ষা দিয়ে এসে শেষ অর্ধেক খেলা দেখেছি।তবে আর্জেন্টিনা একটি গোল দিয়েছে সেটাও সুযোগ পেয়ে।যাইহোক অনেক চেষ্টা করেছিল কিন্তু সৌদি আরবের গোলকি দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।হতাশ হবেন না,এখনো অনেক বাকি খেলার।
আপনাদের তো খেলা মেবি ২৪ তারিখে।ইনশাল্লাহ ভাল কিছু হবে।
শুভ কামনা জানাই।
ভাই খেলায় এমন হার জিত চলতেই থাকে। প্রতি বিশ্বকাপে এমন হয় যেখানে বড়ো দল গ্রুপ লিগ থেকে ছিটকে যায়। এতে অবশ্য এই দলের অনুরাগীদের খুব কষ্ট হয়। আমারও এমন অভিজ্ঞতা হয়েছে। তাই আমি এখন আর কোনো দলের সমর্থক নই। আপনার প্রিয় দলের জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ ভাইয়া।
না না,তাই বলে গ্রুপ লিগ থেকেই ছিটকে যাওয়ার কথা উঠবেনা।ইনশাআল্লাহ সামনের ম্যাচগুলো ভালো হবে।
খেলাধুলায় বিনোদনের সাথে হতাশা ব্যাপারটা থাকবেই। আমরা যে দল সাপোর্ট করবো সেই দল যদি না জিততে পারে আমরা স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়বো। আপনি আপনার পোস্টে খেলা সম্পর্কে দেখলাম টুকটাক বিবরণ দিয়েছেন যেহেতু আমি খেলাটা দেখেছি তাই এই নিয়ে আর কিছু বললাম না। ব্রাজিলের সাপোর্টাররা অনেক হ্যাপি হয়েছিল সে ব্যাপারটা আমিও বুঝতে পারছিলাম সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায়।
হ্যাঁ ভাইয়া,কথা সত্য।
ইনশাল্লাহ পরবর্তী ম্যাচগুলো ভাল হবে।
অপেক্ষায় রইলাম ভাই দেখা যাক কি হয়!
সবাই শুধু ওই একই কথা বলছে যে ব্রাজিল সাপোর্টারদের আজকে ঈদের দিন। আসলে ব্যস্ততার কারণে আজকের খেলা দেখতে পারিনি তবে ফেসবুকে আসার পরে পুরো বিষয়টা জানতে পারলাম। তবে আমার মনে হয় আপনি ঠিক কাজ করেছিলেন সেখান থেকে চলে এসে কারণ অন্যরা সবাই আপনাকে নিয়ে অনেক বেশি ট্রোল করত।
আপনি দেখি ট্রলেই আটকে আছেন,আমার যে জার্সিটা ছেড়েনি সেটাই আমার সাত-কপালের ভাগ্য😄।
ধন্যবাদ ভাইয়া 🥰
ভাইয়া আজকে আর্জেন্টিনা একদম বাজে খেলেছে। আমিও দেখেছিলাম তবে আমার কাছে সৌদি আরবের খেলা খুব ভালো লেগেছে। বড় পর্দায় সবাই মিলে এক সাথে খেলা দেখার মজাই আলাদা। তবে এটা ঠিক বলেছেন যারা বার্জিল সাপোর্ট করে তারা সবাই আজকে সৌদিআরবের পক্ষে ছিল। চিন্তা করবেন না পরের বার জিতে যাবে।
ইনশাল্লাহ আপু,সামনের ম্যাচগুলো অবশ্যই ভালো খেলবে।