এক যুগের লড়াইয়ের সমাপ্তি!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
Mancity এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল হতে স্কিনশর্ট নেওয়া হয়েছে।
আচ্ছা কখনও কী এমনটা হয়েছে আপনার এবং আপনার প্রতিপক্ষের মাঝে বেশ লড়াই চলবে কে জিতে কে জিতবে এমন একটা অবস্থা। কিন্তু হঠাৎ দেখলেন আপনাদের দুজনকে টপকে তৃতীয় একজন লড়াই টা জিতে গেছে। তাহলে আপনার অনুভূতি টা কেমন হবে। গতকাল ঠিক এমনই হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লীগের প্রথম এবং দ্বিতীয় দলের লড়াই চলছে অর্থাৎ লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির মধ্যকার ম্যাচ। এটা এই সিজেনের বড় একটা ম্যাচ। এই ম্যাচ যে জিতবে সেই হবে টেবিল টপার এবং লীগ শিরোপা যাবে তার ঘরেই। কিন্তু ম্যাচ হলো ১-১ গোলে ড্র। ম্যাচ শেষে দেখা গেল সিটি রয়েছে তিনে, লিভারপুল রয়েছে দুইয়ে এবং টেবিল টপার আর্সেনাল। হ্যা সিটি এবং লিভারপুল এবং আর্সনাল এর মধ্যে পয়েন্ট ব্যবধান ছিল মাএ এক করে। গতকাল সিটি এবং লিভারপুলের মধ্যকার ম্যাচ ড্র হওয়াই উভয় দল এক পয়েন্ট করে পেলেও ম্যাচ জিতে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে আর্সেনাল।
সেই হিসেবে সবচাইতে বেশি পয়েন্ট নিয়ে টেবিল টপার এখন আর্সেনাল। তবে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। সেসব তো গেল। এখন আসি অন্য লড়াইয়ে। আমাদের জেনারেশন এর দুই সেরা কোচ পেপ গার্দিওয়ালা এবং ইয়্যুর্গান ক্লপ। এদের দুজনের লড়াই কিন্তু প্রায় একযুগের। তাদের লড়াই শুরু হয় বুন্দেসলীগা থেকে। তখন গার্দিওয়ালা ছিল বায়ার্ন মিউনিখ এর কোচ এবং ক্লপ ছিল বরুশিয়া ডটমুন্ট এর কোচ। পরবর্তীতে গার্দিওয়ালা ম্যানসিটির কোচ হয়ে আসলে ইয়্যুর্গান ক্লপ আসে লিভারপুল এর কোচ হয়ে। তারপর দুই মাস্টারমাইন্ড আর লড়াই আবার শুরু হয়। কিন্তু এই লড়াইয়ের শেষ হতে চলেছে। কারণ ক্লাপ ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এই সিজেনের পর সে লম্বা সময়ের জন্য বিরতিতে যাবে। অর্থাৎ দুজনের মধ্যে যে এক যুগের লড়াই সেটার শেষ ছিল গতকাল যেটা অপরাজিত থেকে শেষ করেছে দুজনই।
এখন আসি ম্যাচের কথায়। ম্যাচটা ছিল লিভারপুল এর হোম ম্যাচ। লিভারপুলের প্রধান গোলরক্ষক অ্যালিসন ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ছিল। যাইহোক চিরচেনা ৪-৩-৩ ফর্মেশনেই খেলতে নামে লিভারপুল অন্যদিকে ম্যানসিটির ফর্মেশন ছিল ৩-২-৪-১। এই ফর্মেশনটা আমার কাছে সবচাইতে বেশি অদ্ভূত লাগে। ম্যাচটা শুরু হয় বাংলাদেশ সময়ে রাত ৯:৪৫ এর সময়। ম্যাচের একেবারে শুরু থেকেই চলতে থাকে লড়াই। কোন দলই ছেড়ে দিচ্ছিল না। ম্যানসিটি একবার আক্রমণ করলে পরবর্তী আক্রমণ করে লিভারপুল। ম্যাচের ২৩ মিনিটে লিভারপুল ডিফেন্ডারদের কে বোকা বানিয়ে ডি ব্রুইনি এর অসাধারণ কর্নার কিক থেকে গোল করে স্টোনস। এবং ০-১ গোলে এগিয়ে যায় ম্যানসিটি। গোলটা খেয়ে যেন গোল করার জন্য আরও মরিয়া হয়ে উঠে লিভারপুল। খেলা শেষ হয় প্রথমার্ধের।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই ম্যাচের ৫০ মিনিটে একটা পেনাল্টি পায় লিভারপুল। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফিরিয়ে আনে ম্যাক অ্যালিস্টার। ম্যাচে তখন ১-১ গোলের সমতায়। ম্যাচের তখন ৫৬ মিনিট সিটি গোলরক্ষক এডারসন ইঞ্জুরড হয়ে মাঠ ছাড়লে অন্য গোলরক্ষক নামে মাঠে। আরেক দিক থেকে বলতে হয় লিভারপুল এর কপাল টা গতকাল খারাপ ছিল। নুনিয়েজ এবং দিয়াজ বেশ কিছু অনাকাঙ্খিত মিস করেছে যেগুলো স্কোর করা উচিত ছিল। কিন্তু কী আর করার। ম্যাচ শেষের বাঁশি বাজলে ম্যাচটা শেষ হয় ১-১ গোলের সমতায়। সমান ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিল টপার আর্সেনাল এবং সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ম্যানসিটি। গতবার আর্সেনালের থেকে লীগটা একপ্রকার ছিনতাই করে নেয় ম্যানসিটি। আমি চাই এবার অন্তত লীগটা আর্সেনালই জিতুক।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে খেলা তেমন একটা দেখা হয় না, যদিও একটা সময় অনেক বেশি দেখতাম।যাইহোক আজকে আপনার মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লীগের প্রথম এবং দ্বিতীয় দলের লড়াইয়ের বিষয়বস্তু দেখতে পারলাম। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায় এই কামনা করি।