আমি নাকি বোকা।
###আমি নাকি বোকা###
সবাই আমাকে দেয় ধোকা,
আমি কি বোকা?
রাস্তায় চলতে গিয়ে
ধাক্কা খেয়ে পড়ে গেলে,
বুঝতে পারিনা কি করে,
পড়ে গেলাম অমনি করে,
চটকরে অমনি উঠে,
এদিক ওদিক দেখে।
মনে মনে ভাবি,
কি করব এখন আমি।
বাসায় গিয়ে দেখি,
ফোনের ভিতরে কেন আমি,
এই বলে ফোনটা দিলাম ভেঙে।
আমাকে আমি আনবো সামনে,
কোথায় ফোনে তো আর নেই আমি,
অনেক বাকা হবে এটা আমি জানি।
বকার বস্তা সঙ্গে নিয়ে,
যাচ্ছি আমি পাশের ঘরে,
শুনতে পেলাম কে যেন বলছে বোকা এলোরে।
আমি কি বোকা?
শুধু তো ভেঙেছি ফোনটি,
এখনো আছে ল্যাপটপটি,
ল্যাপটপে আমার ছবি এলে,
ভিজিয়ে দিব জলে,
আর করব না আগের মত ভুল,
ভেঙে যাবে ল্যাপটপের কুল,
এবার ভিজাবো জলে,
ছবি অমনিই আসবে চলে,
খাব না আর বকা,
কেউ দেবেনা ধোকা।
কবিতার ছন্দে ছন্দে অনেক কিছু বুঝিয়েছেন, ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ ভাই।
শুভ কামনা আপু।
অসংখ্য ধন্যবাদ ভাই।
রিদয় ছোয়া কবিতা।
ধন্যবাদ ভাই।