আমি বোকা হতে চাই!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আমি বোকা হতে চাই সম্প্রতি ফেসবুক সহ পুরো স্যোসাল মিডিয়া জুড়ে বাচ্চা ছেলের এই কথাটা ভেসে বেড়াচ্ছে। কথাটা শুনে আমার আপনার মনে হতে পারে বড় হয়ে কেউ বোকা আবার হতে চাই নাকী। হ্যা ঐ ছেলে চাই। ছেলেটার নাম রিক। বয়স এই ৮-৯ বছরের মতো হবে। তো শিক্ষক ক্লাসে সবাইকে জিজ্ঞেস করছিল কে কী হতে চাই। কেউ বলছিল ডাক্তার কেউ শিক্ষক কেউ ইঞ্জিনিয়ার এসব বলছিল। আমাকে আপনাকে ছোটবেলা কেউ এটা জিজ্ঞেস করলে আমাদের চিন্তা ভাবনা ঐ ডাক্তার ইঞ্জিনিয়ার এর মধ্যেই সীমাবদ্ধ থাকত। কিন্তু শিক্ষক যখন বাচ্চা টাকে জিজ্ঞেস করল তুমি কী হতে চাও বড় হয়ে তখন সে খুব সাধারণ ভাবে উওর দিল "আমি বোকা হতে চাই"। পরবর্তীতে শিক্ষক তাকে বলল তুমি বড় হয়ে বোকা হতে চাও তাহলে তো সবাই তোমাকে ঠকাবে।
শিক্ষকের কথাটা শুনে ছেলেটা হেসে উওর দিল আমি তো কাউকে ঠকাব না। কী অসাধারণ একটা জবাব। কী অসাধারণ ছেলেটার ভাবনা। একবার ভাবতে পেরেছেন। সে কাউকে ঠকাতে চাই না এইজন্যই সে বোকা হতে চাই। অন্যরা তাকে ঠকালে তার কিছু আসে যায় না। এইটুকু বয়সে এই ছেলে প্রমাণ করে দিয়েছে অতি সাধারণ ভাবে বাঁচা যায়। এবার বতর্মান সময়ের কথায় আসি। আমি আপনি আমরা তো অন্যকে ঠকাতে ব্যস্ত। আমরা তো সুযোগ পেলে কাউকে ছাড় দেয় না। এই কথাটা কিন্তু সত্যি। হ্যা হতে পারে আপনার জায়গা থেকে আপনি কম। অথবা আপনি চেষ্টা করেন আপনি যেন কাউকে না ঠকান। কিন্তু এখনকার জেনারেশনের মধ্যে ধোঁকা দেওয়া ঠকানোর প্রবৃওি টা অনেক অনেক বেশি। কিন্তু কেউ ঠকতে চাই না। সবার ধারণা সে ঠকাই সে বুদ্ধিমান এবং ঠকে যায় সে বোকা।
কিন্তু না আমার মতে যে ব্যক্তি কাউকে ধোঁকা দেয় কাউকে ঠকায় দিনশেষে সে নিজে ঠকে যায় সেই বোকা। কিন্তু যে ব্যক্তি নিজে ঠকে সে অনেক কিছু শেখে। সেখানে সে হেরে যায় না বরং সে জিতে যায়। সে নিজের কাছে জিতে যায় সে তার বিবেকের কাছে জিতে যায়। যে আমি তো ঠকাইনি। সর্বোপরি যে ব্যক্তি ঠকে যায় সে কিন্তু ভালো থাকে শান্তিতে থাকে। কিন্তু যে ঠকায় তার জীবনে সুখ শান্তি থাকে না। হ্যা সাময়িক সময়ের জন্য তাকে সুখী মনে হতে পারে। তবে সেটা ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী হয় না। এখন একটা কথা বলি। বতর্মান সময়ে ভালোবাসা প্রেম এগুলোর মধ্যে ব্রেকাপ হয় প্রচুর পরিমাণ। আবার অল্প যে কজন লয়্যাল ছেলে মেয়ে আছে এর ভয়ে তারা রিলেশনে যেতে চাই না। তাদের ভাবনা টা এমন কী দরকার একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে নিজের জীবন টাকে নষ্ট করার। এমন ভাবনা খারাপ না।
কিন্তু যখন কাউকে ভালো লেগে যায় তখন এই কথাগুলো আর স্মরণে থাকে না। তো তাদের উদ্দেশ্যে আমার কথা আপনার পার্টনার যদি আপনাকে ঠকিয়ে বা ধোঁকা দিয়ে চলে যায় তবে যেতে দিন দুঃখ পাবেন না। বরং আপনি খুশি হন। যে একজন ভুল মানুষ আপনার জীবন থেকে চলে গেল অর্থাৎ একজন সঠিক মানুষ আপনার জীবনে আসার রাস্তা তৈরি হলো। এইক্ষেএে আমি ঠকে যাব এটা চিন্তাতেই নিয়ে আসবেন না। নিজের দিক থেকে কোন গ্যাপ রাখবেন না সর্বোচ্চ টা দিবেন। এরপরও যদি চলে যায় বা আপনাকে ঠকিয়ে যায় ভাববেন সে আপনার যোগ্য ছিল না। ব্যাপার টা কিন্তু আসলেই তাই। ঐ ছোট ছেলেটার মতো করে যদি সবাই ভাবতে পারত তাহলে চারিদিকে এতো নিষ্ঠুরতা এতো কঠোরতা আর দেখা লাগত না। একটা কথা ঠিক বোকা রা হয়তো ঠকে বেশি কিন্তু দিনশেষে তারা অনেক শান্তিতে থাকে। অথচ যারা ঠকায় যারা বুদ্ধিমান তাদের কপালে সুখ শান্তি কম থাকে। সেজন্য আমি নিজেও বলতে চাই আমি রিকের মতো বোকা হতে চাই।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমি বোকা হতে চাই বাচ্চার এই কথাটি স্যোসাল মিডিয়া জুড়ে ভেসে বেড়াচ্ছে। আসলেই সে কাউকে ঠকাতে চায় না সেজন্য সে বোকা হতে চায়। এমন ধারণা হয়তো খুব কম মানুষেরই হয়ে থাকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য।