ফালুদা খাওয়ার উদ্দেশ্যে
বন্ধুরা,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
একদিন হঠাৎ সন্ধ্যায় আমার এক ফেসবুক পরিচিত বান্ধবী যে খুলনায় থাকতো, সে আমাকে ফোন করে এবং খুলনার একটি স্পেশাল জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কোথায় নিয়ে যাবে কিন্তু প্রথমে সে কোন কিছু আমাকে জানায় নি ।সে বলেছিল দেখা হওয়ার পরই জানাবে। যাই হোক সন্ধ্যার সময় আমি ও আমার দাদা বের হয়েছিলাম সেই স্পেশাল জায়গায় যাওয়ার জন্য যার কথা আমার বান্ধবী আমাকে বলেছিল। সন্ধ্যায় তার দেওয়া এড্রেস অনুযায়ী আমি পৌঁছে যাই এবং সেখানে যাওয়ার পর সে আমাকে জানায় খুলনার একটা স্পেশাল ফালুদা আমাকে সে খাওয়াবে। সত্যি কথা বলতে আমি কলকাতার ফালুদা কয়েকবার টেস্ট করেছি কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি । সেই জন্য আমি খুব একটা আগ্রহ দেখাচ্ছিলাম না ফালুদা খাওয়ার ব্যাপারে কিন্তু আমার বান্ধবী আমাকে বলে এটা নাকি সত্যিই অনেক ভালো । এছাড়া বাংলাদেশের ফালুদা কেমন হয় সেই জিনিসটা টেস্ট করার ইচ্ছা হচ্ছিল।
যাহোক বান্ধবীর কথায় চলে যাই তার পরিচিত সেই ক্যাফেটিতে। ক্যাফেটির পরিবেশটা বেশ সুন্দর ছিল ।যেহেতু সেই সময় রোজার মাস ছিল তাই কোনো ভিড় ছিল না আমরা যে সময় গেছিলাম সেই সময়টাতে। সেখানে যাওয়ার পর আমরা বসে কিছু সময় গল্প করি এবং তারপরেই আমার সেই বান্ধবী যায় আমাদের জন্য ফালুদা অর্ডার করার জন্য। সে সেখান থেকে দুটি ফালুদা আমাদের দুজনের জন্য এবং তার নিজের জন্য একটি কোল্ড কফি অর্ডার করেছিল। অর্ডার করার প্রায় ১৫ মিনিটের মধ্যেই আমাদের টেবিলে ফালুদা এবং কোল্ড কফি চলে আসে। বাংলাদেশের ফালুদা প্রথমবার খেতে গিয়ে ভেবেছিলাম কি না কি হয় কিন্তু এক চামচ খাওয়ার পরেই আমার ধারণা বদলে গেল। সে এক অসাধারণ টেস্ট! যা ভুলে যাওয়ার মত নয়। আমি তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছিলাম সেখানকার ফালুদা খেয়ে। সত্যিই অনেক বেশি ভালো লেগেছিল। ফালুদার টেস্ট অনেক ভালো হওয়ার কারণে আমার সেই বান্ধবীকে অনেক অনেক ধন্যবাদও জানাই এত সুন্দর ফালুদা আমাদের খাওয়ানোর জন্য। ফালুদা এবং কফি খেতে খেতে আমরা তিনজনে সেখানে অনেকটা সময় আড্ডা দিই । বেশ সুন্দর একটা পরিবেশ থাকার কারণে ওইখানে বসে আড্ডা দিতেও অনেক ভালো লাগছিল । আমরা সেখানে বসে সুখ দুঃখের অনেক গল্প করি । পরবর্তীতে খাওয়া-দাওয়া শেষ হলে যে যার মত করে গন্তব্যে ফিরে আসি।
পোস্ট বিবরণ
শ্রেণী | জেনারেল পোস্ট |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | খুলনা, বাংলাদেশ। |
বাংলাদেশের ফালুদার টেস্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ফালুদা আমার ভীষণ পছন্দের খাবার। আপনার মত আমিও নতুন নতুন জায়গায় গেলে সেখানকার নতুন নতুন খাবার টেস্ট করতে পছন্দ করি। ক্যাফের পরিবেশটা আসলেই খুব সুন্দর। আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো।
আমার কাছে ফালুদা আগে ভালো লাগতো না কিন্তু বাংলাদেশ থেকে ফালুদা খেয়ে আসার পর থেকেই ফালুদার উপর একটা আলাদা ভালো লাগা কাজ করেছে। আমার শেয়ার করা পোস্টটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু।