কাতলা মাছের ঝাল রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর এই জন্যই আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে চলে এসেছি।
কাতলা মাছ আমরা প্রায় খেয়েই থাকি সকলে আর এই মাছ আমার খুব ভালো লাগে। আলু দিয়ে কাতলা মাছের ঝোলও অনেক ভালো লাগে। তবে বেশিরভাগ সময়ে আলু দিয়ে খাওয়া হয় বলে আজ আমার অনেক ইচ্ছে করছিল এইভাবে কাতলা মাছের ঝাল খেতে। তাই আজ আমি কাতলা মাছের ঝাল তৈরি করলাম । আর কীভাবে সেটা তৈরি করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো। হয়তো প্রায় সকলেই খেয়েছেন এইভাবে। তবে যারা খাননি তারা খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে।
চলুন তবে শুরু করি আমার আজকের রেসিপি।

IMG20230118143729.jpg

এটি হলো আমার আজকের রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ:

০১. কাতলা মাছ ( ৫ পিস )
০২. পেয়াঁজ ( ১ টি)
০৩. টমেটো ( ১ টি)
০৪. আদা ( ১ টুকরো)
০৫. রসুন ( ৬ কোয়া)
০৬. ধোনে পাতা ( ৫ টি ডাল)
০৭. কাঁচা লঙ্কা (৩ টি)
০৮. লবণ ( ১ চামচ)
০৯. হলুদ ( ১ চামচ)
১০. জিরে গুঁড়ো ( হাফ চামচ)
১১. ধোনে গুঁড়ো ( হাফ চামচ)
১২. লঙ্কা গুঁড়ো ( হাফ চামচ)
১৩. গরম মশলা ( হাফ চামচ)
১৪. সাদা তেল ( পরিমাণ মতো)

#প্রস্তুত প্রণালী:

IMG20230118134329.jpg

প্রথমে একটি প্লেটে নিয়ে নিয়েছি পেয়াঁজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, জিরে গুঁড়ো, ধোনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, লবণ, হলুদ, ধোনে পাতা, টমেটো।

IMG_20230119_230040.jpg

টমেটো ঘষে নিলাম।

IMG_20230119_230026.jpg

লঙ্কা কেটে নিলাম, পেয়াঁজ, আদা আর রসুন ঘষে নিলাম।

IMG20230118140813.jpg

ধোনে পাতা কুচি করে নিলাম।

IMG20230118134335.jpg

মাছ গুলো ধুয়ে রেখে দিয়েছি।

IMG20230118134531.jpg

IMG20230118134729.jpg

মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম।

IMG20230118134725.jpg

কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য।

IMG20230118141224.jpg

মাছ ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম।

IMG20230118141310.jpg

এবার ওই তেলে দিয়ে দিলাম ঘষে রাখা পেয়াঁজ ।

IMG20230118141313.jpg

দিয়ে দিলাম ঘষে রাখা রসুন ।

IMG20230118141453.jpg

দিয়ে দিলাম আদা বাটা। আর সব গুলোকে নাড়াচাড়া করে নিলাম।

IMG20230118141616.jpg

দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা।

IMG20230118141839.jpg

দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধোনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, লবণ আর হলুদ। ভালো করে মিশিয়ে নিলাম সব উপকরন।

IMG20230118142026.jpg

দিয়ে দিলাম ঘষে রাখা টমেটো।

IMG20230118142145.jpg

মশলা ভালো করে কষিয়ে নিলাম।

IMG20230118142324.jpg

কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল।

IMG20230118142425.jpg

দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরো গুলো।

IMG20230118143442.jpg

ঝোল ফুটে উঠেছে ধোনে পাতা দিয়ে নামিয়ে নিলাম।

IMG20230118143636.jpg

IMG20230118143719.jpg

তৈরী হয়ে গেল আমার আজকের রেসিপি।
ভালো থাকবেন সকলে। সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই শেষ করছি।

Sort:  
 2 years ago 

আপু আপনি খুব সুন্দর ভাবে কাতলা মাছের ঝাল রেসিপি তৈরি করেছেন। এত রাতে এমন মজাদার রেসিপি দেখে আবার খিদা লেগে গিয়েছে আর ইচ্ছে করছে আপনার রেসিপি দিয়ে ভাত খেতে। আপনার রেসিপি দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছে। ধন্যবাদ মজুমদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। চলে আসুন সকালে খেয়ে যান।

 2 years ago 

আমি মনে করি আলু দিয়ে যেকোনো ধরনের রেসিপি তৈরি করলে সেটা খেতে খুবই সুস্বাদু লাগে আর এই আলু দিয়ে যদি কাতলা মাছ তৈরি করা হয় তাহলে তো আর কোন কথাই নেই। আপনার এই কাতলা মাছের রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু ছিল। এরকম রেসিপি দেখলে নিজেকে কন্ট্রোল করা অনেক বেশি দুষ্কর হয়ে পড়ে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসুন তবে রেসিপি টেস্ট করে যান 😁।

 2 years ago 

কাতলা মাছের অনেক লোভনীয় রেসিপি প্রস্তুত করেছেন রেসিপি কালার দেখেই জিভে জল চলে আসলো।
ধাপগুলো সুন্দরভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম রেসিপিটি খেতে খুবই মজাদার হবে।।
মাছ আমার খুবই ফেভারিট যে কোন মাছ খেতে অনেক ভালোবাসি।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য। হ্যাঁ যে কোন মাছ খেতেই অনেক ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95500.34
ETH 2808.64
SBD 0.66