আমার বাংলা ব্লগ কমিউনিটি
আমি একটা স্কুল এ পড়তাম এটার নাম কি ছিলো জানি না, কিন্তু সবাই এটাকে ব্রাক স্কুল বলে চিনতো। ঐই ব্রাক স্কুল থেকে আমার ১ ২ ক খ A B শেখা। ঐই ব্রাক স্কুলে একজন মাত্র শিক্ষক ছিলেন, প্রতি সপ্তাহে ১ দিন গান, নাচ,কবিতা, প্রতিযোগিতা আরো অনেক কিছু ছিলো। আমাদের ব্রাক স্কুলে একটা কক্ষ ছিলো যেখানে আমরা সবাই এক সাথে পড়তাম, আমাদের এখানে আমরা ছিলাম ৩৫ জন ছাত্র সবার একটা একটা দল আছে ৫ জন করে একটা দল, দলের নাম ছিলো, শাপলা, সূর্যমুখী,গোলাপ,গাদা,আরো ছিলো মনে করতে পারছি না কিন্তু আমি সূর্যমুখী ছিলাম আমার খুব মনে আছে। আমার দলের লিডার ছিলো একটা মেয়ে তার নামটা তানজিনা। সব মিলিয়ে ঐই সময়টা জীবনের সবচাইতে বেস্ট ও সুন্দর সময় ছিলো যেখানে ছিলো না, কোনো চিন্তা টেনশন,ভালোবাসা, ফ্যামিলির চাপ,চিলো শুধু পড়া আর শয়তানি মজা মাস্তি আর বিশাল শান্তি
আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম। আপনার পরিচয় মূলক পোস্ট আমার ভালই লেগেছে। খুব সুন্দর করে উপস্থাপন করলেন আমাদের মাঝে। আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি দিকনির্দেশনা নিয়ম সেগুলো সম্পর্কে অবগত থাকেন সেটাই কামনা করি ধন্যবাদ।
thanks
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনি আপনার কাজের মাধ্যমে আশা করছি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে অনেক ভাল কিছু উপহার দেবেন। এভাবেই সকলের সাথে থাকুন এবং কাজ করুন এই প্রত্যাশাই করছি। আপনার জন্য শুভকামনা রইল।
আপনাকে আমাদের প্রিয় কমিউনিটিতে স্বাগতম। কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে সামনের দিকে এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার সম্পর্কে অনেক তথ্য জানলাম আপনার পোস্ট থেকে। আপনার পোস্ট ছিলো খুবই কোয়ালিটি সম্পন্ন। আসলে এই কমিউনিটিতে কাজ করতে হলে নিয়ম মেনে কাজ করতে হবে।
@mehedy2526
আপনার পরিচিতিমুলক পোস্ট খুবই সুন্দর হয়েছে। অনেক সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন। তবে আমার বাংলাব্লগ কমিউনিটিতে এখন নিউ মেম্বার নেয়া হচ্ছে না। আমরা প্রতি মাসে কিছু সময়ের মধ্যে নিউ মেম্বার নিয়ে থাকি।
আমি আপনাকে আমাদের discord server এর link দিচ্ছি আপনি discord এ জয়েন করুন।
discord link: https://discord.gg/5aYe6e6nMW
নিউ মেম্বার নেয়ার সময় সবাইকে discord এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। ধন্যবাদ আপনাকে।
আপনি কি আমার বাংলা ব্লগ কমিউনিটির মেম্বার হতে ইচ্ছুক??? তবে
আপনার জন্যে একটি সুখবর রয়েছে,
👇
আজ ২৯/০৪/২০২২ থেকে আগামী ৫/৫/২০২২ তারিখ পর্যন্ত আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নতুন মেম্বার নেয়া চালু থাকবে। যদি আপনি আগ্রহী হোন তবে এই সময়ের ভেতর কমিউনিটির সকল নিয়মকানুন মেনে পরিচিতিমূলক পোস্ট করুন।
পরিচিতিমূলক পোস্ট করার নিয়ম জানতে ফলো করুন,
👉 Link: https://steemit.com/hive-129948/@rme/4pwnok
ধন্যবাদ আপনাকে ।