ফুড ফটোগ্রাফি।।০৯ ডিসেম্বর ২০২৩

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি। আজকে একটু ফটোগ্রাফি পোস্ট করতে চলেছি।খাবারের ফটোগ্রাফি আসলেই দারুণ।দেখতে খুব সুন্দর হয়।আসুন তাহলে দেখি কেমন লাগে আমার ফটোগ্রাফি।

আলোকচিত্র:০১:বাসন্তী পোলাও

IMG-20231208-WA0053.jpg

এই বাসন্তী পোলাও টা বার্বিকিউ নেশনের মেইন কোর্সের মূল আকর্ষণ ছিল।দেখতে যেমন সুন্দর ছিলো আর খেতে ও তেমনি অসাধারণ ছিলো।

আলোকচিত্র:২ : খুদে গোলাপ জাম

IMG-20231208-WA0052.jpg

সত্যি কথা বলতে এই মিষ্টি টা খুব ভালো লাগে আমার খেতে।আর এটা বার্বিকিউ মেশিনের একটা স্পেশাল ডিশ।খেয়ে অতুলনীয়।তবে আমার মতে এটা একটু কম মিষ্টি হলে বেশি ভালো হতো।

আলোকচিত্র: ৩: মাল্টি স্বাদের কুলফি

IMG-20231208-WA0051.jpg

সব কিছু খাবার শেষে এই আইটেম টা না খেলে খাওয়া অসম্পূর্ণ থেকে যায়। পান স্বাদের কুলফি টা আসলেই ইউনিক।

আলোকচিত্র:০৪: ক্রিসপি কর্ন

IMG-20231208-WA0050.jpg

স্টার্টার আইটেমের মধ্যে এটা খুবই প্রিয় একটা খাবার আমার।একটু ঝাল স্বাদের এই খাবার টা খুবই খেতে ভালো লাগে।

আলোকচিত্র:০৫:ফ্রুট কাটিং

IMG-20231208-WA0049.jpg

খাবারের শেষে এটা খাওয়া আমার বাধ্যতামূলক।বিশেষ করে তরমুজ টা আমার ভীষণ প্রিয়।


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 last year 

বাপরে বাপ কত রকমের ফুড ফটোগ্রাফি যে করলেন দাদা। সবই তো লোভনীয় খাবার । এত সুন্দর সুন্দর খাবার গুলো দেখলে তো পেটটাই কুচমুচ করতে থাকে। তাও যদি সাথে থাকে মজাদার কুলফি আর গোলাপ জং। আমার তো দেখেই মনে হচেছ এখান থেকে দু একটি নিয়ে খেয়ে নি। হি হি হি। ধন্যবাদ দাদা চোখের ক্ষুধা মিটানোর জন্য।

 last year 

পান স্বাদের কুলফি টা আসলেই ইউনিক দেখতে লাগছে, আমি কখনো খাইনি। মাল্টি স্বাদের কুলফি আইসক্রিমটা খেতে পারলেই হতো।😋
এতগুলো লোভনীয় খাবার দেখে লোভ সামলানো কঠিন। এত লোভনীয় খাবারের ফটোগ্রাফি দেখলে খিদে এমনিতেই লেগে যায়।

 last year 

দাদা এই সকাল সকাল মজার মজার সব খাবারের ফটোগ্রাফি দেখে অনেক বেশি লোভ লেগেছে এবং খেতে ইচ্ছে করছে। বাসন্তী পোলাওয়ের ফটোগ্রাফি দেখে ইচ্ছে করছে খেয়ে নিতে। দাদা এতসব খাবারের ফটোগ্রাফি যে দেখবে তার খেতে ইচ্ছে করবে। বিশেষ করে আমার একটু বেশি ইচ্ছে করতেছে। খাবারের ফটোগ্রাফি করলে দেখতে সুন্দর হয় এটা ঠিক, তবে দেখলে তো লোভ লেগে যায়। প্রত্যেকটা খাবারের ফটোগ্রাফি অনেক সুন্দর করে করেছেন আপনি। আমার কাছে সবগুলো খাবারের ফটোগ্রাফি দেখতে ভালো লেগেছে দাদা।

 last year 

বাহ্! বেশ লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন দাদা। গোলাপ জাম এবং মাল্টি স্বাদের কুলফি দেখে তো লোভ সামলাতে পারছি না। গোলাপ জাম তো অনেক খাওয়া হয়েছে, তবে এমন কুলফি খাওয়া হয়নি কখনো। ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করেছেন। সবমিলিয়ে ভীষণ ভালো লাগলো পোস্টটি দেখে। যাইহোক এতো মজাদার খাবারের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 last year 

আমরা ভালো আছি দাদা আপনি কেমন আছেন? আপনার সময় কেমন অতিবাহিত হচ্ছে জানালে ভালো লাগবে। সত্যি খাবারের ফটোগ্রাফি গুলো দেখলে খুবই ভালো লাগে। প্রাই সময় আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখি ভীষণ ভালো লাগে। আপনার প্রতিটি খাবারের ফটোগ্রাফি দারুণ ছিল। শেষ করে পান স্বাদের কুলফি আমার খুব পছন্দ হয়েছে। এছাড়াও মিষ্টি জাতীয় খাবার খেতে খুব ভালো লাগে। অন্যান্য খাবারের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল।

 last year 

প্রিয় দাদা আপনি খুবই সুস্বাদু কিছু খাবারের চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। মিষ্টি খাবারের ফটোগ্রাফিটি এবং তরমুজ খাবারের ফটোগ্রাফিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ এ দুটি খাবার আমার অত্যন্ত প্রিয়। অত্যন্ত লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

এই রাতের বেলা ফুল ফটোগ্রাফি গুলো দেখে মনে হয় খুদা হাজার গুনে বৃদ্ধি পেয়ে গেল দাদা। প্রথম ফটোগ্রাফি টাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে , বাসন্তী পোলাও এবং এটাই মূল আকর্ষণ ছিল জেনে অনেক ভালো লাগলো। মাল্টি স্বাদের কুলফি ছবি থেকে তো ছোখ সরাতে পারছিলাম না দাদা। প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে দাদা। ধন্যবাদ আপনাকে।।

 last year 

সকাল সকাল মজার মজার খাবারের ফটোগ্রাফি দেখে ক্ষুধা পেয়ে গেলো দাদা।আপনি চমৎকার বর্ননার মাধ্যমে ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন। আমার কাছে আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি ই দারুন লেগেছে। ইচ্ছে করছে একটি কুলফি নিয়ে খেতে শুরু করি।👌 অসংখ্য ধন্যবাদ দাদা মজার মজার ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য।

 last year 

চমৎকারভাবে বিভিন্ন খাবারের ফটোগ্রাফি করেছেন আপনি, প্রত্যেকটা লোভনীয় রেসিপি ফটোগ্রাফি করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো। যেখানে রেসিপি গুলোর নাম উপস্থাপন করেছেন, পাশাপাশি সুন্দর বর্ণনা।

 last year 

সবগুলো আইটেমই দারুণ স্বাদের দাদা, সত্যিই কোনটা রেখে কোনটার কথা যে বলি, হি হি হি। তবে হ্যা, এই বিষয়ে আমিও আপনার সাথে সহমত খাবারের শেষে কিছু কমন আইটেম আছে সেগুলো ছাড়া খাবারটাই অপূর্ণ থেকে যায়। পান স্বাদের কুলফি আমার কাছেও ইউনিক কিছু মনে হয়েছে। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 95780.50
ETH 2701.26
SBD 0.68