বিভিন্ন ফুলের সৌন্দর্য

in আমার বাংলা ব্লগ8 months ago


আসসালামু আলাইকুম

আজ
রবিবার

২৮ জুলাই,
২০২৪


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেশ কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে। যেখানে ফুলের সৌন্দর্য ও বর্ণনা তুলে ধরবো। আশা করব আমার এই সুন্দর সব ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং ভালো লাগবে আমার অনুভূতি।

GridArt_20240728_205814160.jpg




ফুল ভালোবাসে না এমন মানুষ খুব কম রয়েছে। আমি তো ছোট থেকে খুবই ফুল পছন্দ করে থাকি। যেকোনো ফুল দেখলেই আমার খুবই ভালো লাগে। তবে বিশেষ করে যে সমস্ত ফুল গুলো বেশ আকর্ষণীয় হয়ে থাকে তার প্রতি আমার অন্যরকম ভালোলাগা। সেই ছোট থেকে নিজের বাড়িতে ফুলের বাগান তৈরি করেছি অনেকবার। টবে ফুল লাগিয়ে রেখেছি যত্ন নিয়েছি। তবে বেশিরভাগ সময় গাঁদা ফুল মোরগ ফুল দুবলা ফুল সহ অন্যান্য ফুল গাছ বেশ লাগিয়েছি আমি। তাই এখন যদি কোথাও ভ্রমণ করতে যাই সেই স্থানে যদি ফুলের গাছ লক্ষ্য করি অবশ্যই সেখান থেকে ফুলের ফটো ধারণ করার চেষ্টা করি। এখানে আমি আপনাদের মাঝে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি যেমন দেখতে পাচ্ছেন রঙ্গন ফুল থেকে শুরু করে রাস্তার পাশে এমনিতেই হয়ে থাকা ফুল গাছের ফুল এখানে রয়েছে। এছাড়াও এখানে রয়েছে ফল গাছের ফুল। আবার রয়েছে শাক সবজির ফুল। এতে বুঝতে পারছেন আমি বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে যখন যেখানে ফুলের গাছে ফুল ফুটে থাকতে দেখেছি সুযোগ হয়েছে ফটো ধারণ করে রাখার চেষ্টা করেছি। কারণ এটায় ফুলের প্রতি ভালোবাসা। আরে ভালোবাসা যেন আরো গভীর করে তুলেছে আমার বাংলা ব্লগ।

IMG_20240517_093045.jpg

IMG_20240517_092852.jpg

IMG_20240502_182647.jpg

IMG_20240401_172345.jpg


কারণ এখানে যুক্ত হওয়ার পরে আমি লক্ষ্য করে দেখেছি অনেকে খুব সুন্দর সুন্দর ভাবে ফুলের ফটোগ্রাফি শেয়ার করে থাকে। প্রত্যেকটা ফুলের বর্ণনা প্রকাশ করে থাকে। ঠিক তেমনি ভাবে আমিও প্রত্যেকটা ফুলের বর্ণনা প্রকাশ করেছি এ তো পূর্বের পোস্টে। তবে এখন একটু ভিন্ন আঙ্গিকে লেখার চেষ্টা করলাম। কারণ এখানে যে সমস্ত ফুলগুলো রয়েছে কম বেশি আপনারা চেনেন। তাই প্রত্যেকটা ফুলের বর্ণনা শেয়ার না করে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। কারণ এই ফুলগুলো সারা বছরের বিভিন্ন সময়ের ফোটা ফুল। আর এ ফুলগুলো আমি ধারণ করেছি কোন শহর বা বিশেষ বিশেষ কোন স্থান থেকে নয় পথে যেতে বিশেষ প্রয়োজনে কোথাও যেতে সামনের যেখানেই বেধেছে, সেখান থেকে ধারণ করেছিলা। এই যে ফুলের ফটো ধারণ করার প্রতি অন্যরকম এক মনোভাব সৃষ্টি হয়েছে তা কিন্তু এই কমিউনিটির জন্য।

IMG_20240102_124427.jpg

IMG_20240409_140140.jpg

IMG_20231124_081930.jpg


আমি সবজি বাগানে যখন সবজি উত্তোলন করতে যেতাম তখন সেখানে ফুটে থাকা সবজির ফুলগুলো মোবাইলে ধারণ করতাম। সবজির ফুলের পাশাপাশি আমি লক্ষ্য করেছি সেখানে এমন কিছু ফুল ফুটে রয়েছে যেগুলো বন জঙ্গলের মধ্যে এমনিতেই হয়েছে সবজি গাছের পাশাপাশি। তাই বলতে পারা যায় এখানে কৃত্রিমভাবে তৈরি করা তেমন কিছু নেই। হয়তো কিছু প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে ফুল গাছ লাগানো হয়েছিল সেই ফুল গাছের ফটো;আবার সবজি বাগানে সবজির জন্য যে সমস্ত সবজি গাছগুলো লাগানো হয়েছিল সেই গাছ থেকে ধারণ করা ফুলের ফটো; আবার একদম প্রাকৃতিক ভাবে মহান সৃষ্টিকর্তা এই সমস্ত গাছের মধ্যে দিয়ে দিয়েছে এমন কিছু ফুল গাছের ফুল রয়েছে আমার এই পোস্টে। তাই আমি এই সমস্ত পর্যায়ের ফুলগুলো আলাদা দৃষ্টিতে দেখি নাই সব ফুলেরই পাশাপাশি অবস্থান দেখেই শুধু মনের এই অনুভূতিটাই প্রকাশ করতে চাইলাম তা হচ্ছে, সব ফুলের মাঝে রয়েছে অন্যরকম সৌন্দর্য এবং ভালোলাগার। আমরা হয়তো টবে বা বাগানে যেই ফুল গাছগুলো লাগিয়ে থাকি সেগুলো বেশ যত্ন নেই এবং তার সৌন্দর্য খুব মনোযোগ সহকারে উপভোগ করি। কিন্তু রাস্তার পাশে বন জঙ্গলে ফুটে থাকা ফুলের মধ্যেও অন্যরকম সৌন্দর্য থাকে। হয়তো সেগুলো আমরা যত্ন নেই না মনোযোগ সহকারে দেখি না। যারা উপলব্ধি করেছে মনোযোগ দিয়ে একমাত্র তারাই এর সৌন্দর্য বোঝে।

IMG_20240102_124312.jpg

IMG_20231205_085951.jpg

IMG_20231123_091525.jpg

IMG_20231121_160135.jpg

Camera: Huawei P30 Pro-40mp/Infinix Hot 11s-50mp
What3words location Gangni


পোস্ট বিবরণ


ফটোগ্রাফিফুল
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাHuawei P30 Pro-40mp/Infinix Hot 11s-50mp
লোকেশনGangni-Meherpur
ফটোগ্রাফারসিমরান
দেশবাংলাদেশ

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYsppmXccekHQtuRnvumd4YXJL6tgu3HeQ9kVdaMY7Ztny91Kmy6WbCfuPPL5AaxDjDtXQqm2QqLmK5DNCPD34.png


ব্লগটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 8 months ago 

এই ধরনের সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে আর ইচ্ছে করেনা। ইচ্ছে করে শুধু এক নজরে তাকিয়ে থাকি ফটোগ্রাফি গুলোর দিকে। তেমনি আপনার আজকের ফটোগ্রাফি গুলো ও অনেক বেশি সুন্দর ছিল। যেগুলো আমি যত দেখছিলাম ততই ভালো লাগছিল। সুন্দর সুন্দর ফটোগ্রাফি যেমন শেয়ার করেছেন, তেমনি বর্ণনা ও শেয়ার করেছেন। যার কারণে এগুলো সম্পর্কে অনেক ধারণা নিতে পারলাম। নিশ্চয়ই আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই ফটোগ্রাফি গুলো করেছেন।

 8 months ago 

অনেক খুশি হলাম ভাইয়া

 8 months ago 

অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ভালো লেগেছে আপনার এই ফুল গুলো দেখে। বেশ বিভিন্ন ফুলের দেখা মিলল একই পোস্টে। ফুলের ফটোগ্রাফি মুলক পোস্ট আমারও খুবই ভালো লাগে। আশা করব আগামীতে ঠিক এমন আরো অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখতে পারবো।

 8 months ago 

আশা করি এভাবে পাশে থাকবে।

 8 months ago 

একটি ফটোগ্রাফি পোস্টে বিভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি দেখতে ভালই লাগে।এতে করে বিভিন্ন রকমের ছবির সৌন্দর্য উপভোগ করা যায়।আপনার এই পোষ্টের মাধ্যমে অনেকগুলো ফুলের সৌন্দর্য উপভোগ করলাম।প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি ছিল অসাধারণ।প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।

 8 months ago 

আপনার মন্তব্য দেখে অনেক ভালো লেগেছে।

 8 months ago 

অনেক সুন্দর হয়েছে তোমার ফুলের ফটোগ্রাফি গুলো। বেশ দারুন ভাবে বর্ণনা করেছো ফুল সম্পর্কে। আসলে ফুল আমারও খুব ভালো লাগে ছোটবেলায় আমিও অনেক ফুলের গাছ লাগাতাম আমাদের বাড়ির পাশে। তবে আমাদের বাড়ির মাটি তেমন ভালো না এই কারণে গাছ শুধু মারা যেত।

 8 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ

 8 months ago 

বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটা ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। গোলাপ ফুল ও ঢেঁড়স ফুলের ফটোগ্রাফিটি দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

আমাদের সবজি বাগানের ফুল।

 8 months ago 

ফুল মোটামুটি সবাই খুব পছন্দ করে। ফুলের সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। আপনি আজকে অনেকগুলো ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ‌ অসাধারণ হয়েছে আপনার ক্যাপচার করা প্রত্যেকটা ফটোগ্রাফি। সাদা রঙের কলমি ফুলের ফটোগ্রাফি এবং ঢেঁড়সের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে এত মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 8 months ago 

খুব ভালো লাগলো আপু আপনার মন্তব্য

 8 months ago 

ফুলের সৌন্দর্য সবাই উপভোগ করতে চাই। আজকে আপনি ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি করেছেন। এই ধরনের ফটোগ্রাফি গুলো যতই দেখি ততই ভালো লাগে। কারণ ধৈর্য ধরে ফটোগ্রাফি করলে ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগলো। সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন তাই ধন্যবাদ।

 8 months ago 

অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.030
BTC 77462.47
ETH 1485.61
USDT 1.00
SBD 0.64