"গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি"
নমস্কার
গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি:
চলছে বসন্তকাল।আর এই বসন্তকালেই গাছে গাছে নানা ফুল,ফল আর ডালে ডালে কচি পাতা দেখা যায়।তেমনি বিভিন্ন ফুলের সমারোহের মাঝে এই সময়ে আমার বাগানে গন্ধরাজ ফুল ফুটেছে।জবা,নয়নতারা,মিনি টগর,শ্বেতকাঞ্চন ও বেলি ফুলের মাঝেও আমার দুটি গন্ধরাজ ফুল গাছ ফুলে ভরে গিয়েছে।একটি নয় দুটি নয়,পুরো গাছ ফুলে ফুলে ছেয়ে গিয়েছে।
গন্ধরাজ ফুল সকাল সন্ধ্যা গন্ধ ছড়াচ্ছে।গন্ধরাজ ফুলের গন্ধে সারা বাড়ি ম-ম করে।তবে রাত যতই গভীর হয় ততই সুগন্ধের মাত্রা বেড়ে যায়।সাদা রঙের ধবধবে এই ফুলটি আমার কাছে খুবই প্রিয়।তাইতো অনেক যত্নে ছোট্ট একটি ডাল পুঁতে আজ এত বড় ফুলের গাছ হয়ে গিয়েছে।
গাছগুলো যখন ফুলে ফুলে ভরে গিয়ে গন্ধ ছড়ায় আর সেই গন্ধ নাকে এসে লাগে তখন একটা অদ্ভুত ভালো লাগার অনুভূতি কাজ করে মনে।বাগানে কিংবা ছাদে যেকোনো জায়গায় টবে খুব ভালোভাবে এই ফুল গাছ লাগানো যায়।
এই ফুলগুলির কুঁড়ি দেখতে অনেক সুন্দর।অনেকগুলো পাপড়ির সমন্বয়ে গঠিত ফুলটি।আর ফুলের ঠিক মাঝবরাবর হলুদ রঙের অংশ থেকে সুগন্ধটি নির্গত হয়।গন্ধরাজ ফুল দিয়ে বিভিন্ন পারফিউম, রেসিপি ইত্যাদি তৈরি করা হয়ে থাকে।
গন্ধরাজ ফুল গাছে একসঙ্গে অনেকগুলো কুঁড়ি থাকে তারপর একসঙ্গে অনেকগুলি ফুল ফোটে।ফুলগুলির রং একদিন পর থেকেই পরিবর্তন হতে থাকে।প্রথমে সাদা রঙের থাকলেও তারপর হলুদ রঙের হয়ে ধীরে ধীরে তামাটে বর্ন ধারণ করে।যখন ফুলগুলি একেবারেই শুকিয়ে যায় তখন তামাটে রংয়ের হয়ে যায়।
তাছাড়া আমি এই ফুলগুলি তুলে নিয়ে জামা -প্যান্টের কাছে রেখে দিই।যাতে পুরো সুগন্ধ ঘরে ও আলমারির মধ্যে ছড়িয়ে যায়।আমি অবশ্য এক ঝাঁকি সদ্য ফোঁটা ফুল তুলেছিলাম।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক---
https://x.com/green0156/status/1911564209269191020
https://x.com/green0156/status/1911565277550047705
https://x.com/green0156/status/1911566572361052334
https://x.com/green0156/status/1911568745094341072
https://x.com/green0156/status/1911569713513058548
https://x.com/green0156/status/1911571630049861706
আপু আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। অনেক দিন হলো গন্ধরাজ ফুল দেখা হয় না। আপনার ফটোগ্রাফি এর মাধ্যমে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এখন দেখে ফেললেন আপু, ধন্যবাদ আপনার সাবলীল মতামতের জন্য।
বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। আমার কাছে আপনার প্রতিটি ফটোগ্ৰাফি ভালো লেগেছে। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।
না না ভাইয়া, আমি প্রফেশনাল ফটোগ্রাফার নই।চেষ্টা করি শখের বশে আরকি,ধন্যবাদ আপনাকে উৎসাহ দেওয়ার জন্য।
এই সময় গন্ধরাজ ফুল গাছের মধ্যে অনেক ফুল ফোটে। আজকে আপনি দেখছি গন্ধরাজ ফুলের চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। তবে এটি ঠিক গন্ধরাজ ফুলের সু ঘ্রাণ সকাল সন্ধ্যা ছড়িয়ে পড়ে। আর এই ফুলগুলো আমার খুব পছন্দ। এবং এই ফুলগুলো বাড়ির মধ্যে রোপন করলেও সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। আর এটা শুনে ভালো লাগলো আপনাদের বাড়িতে গন্ধরাজ ফুল গাছ আছে আপনার। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু,আমার নিজ হাতে লাগানো গাছগুলো।একটি নয় দুটি ,ধন্যবাদ আপনাকে।
ফুলের মধ্যে এই গন্ধরাজ ফুলটা আমার সবচাইতে বেশি পছন্দের। বিশেষ করে এটার সুন্দর শুভ্র সাদা রঙ এবং গন্ধের জন্য। দারুণ লাগল আপনার ফটোগ্রাফি গুলো আপু। খুবই সুন্দর করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।