"গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ2 days ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি:

GridArt_20250413_185949007.jpg

চলছে বসন্তকাল।আর এই বসন্তকালেই গাছে গাছে নানা ফুল,ফল আর ডালে ডালে কচি পাতা দেখা যায়।তেমনি বিভিন্ন ফুলের সমারোহের মাঝে এই সময়ে আমার বাগানে গন্ধরাজ ফুল ফুটেছে।জবা,নয়নতারা,মিনি টগর,শ্বেতকাঞ্চন ও বেলি ফুলের মাঝেও আমার দুটি গন্ধরাজ ফুল গাছ ফুলে ভরে গিয়েছে।একটি নয় দুটি নয়,পুরো গাছ ফুলে ফুলে ছেয়ে গিয়েছে।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250413_185139.jpg

গন্ধরাজ ফুল সকাল সন্ধ্যা গন্ধ ছড়াচ্ছে।গন্ধরাজ ফুলের গন্ধে সারা বাড়ি ম-ম করে।তবে রাত যতই গভীর হয় ততই সুগন্ধের মাত্রা বেড়ে যায়।সাদা রঙের ধবধবে এই ফুলটি আমার কাছে খুবই প্রিয়।তাইতো অনেক যত্নে ছোট্ট একটি ডাল পুঁতে আজ এত বড় ফুলের গাছ হয়ে গিয়েছে।

IMG_20250413_185121.jpg

গাছগুলো যখন ফুলে ফুলে ভরে গিয়ে গন্ধ ছড়ায় আর সেই গন্ধ নাকে এসে লাগে তখন একটা অদ্ভুত ভালো লাগার অনুভূতি কাজ করে মনে।বাগানে কিংবা ছাদে যেকোনো জায়গায় টবে খুব ভালোভাবে এই ফুল গাছ লাগানো যায়।

IMG_20250413_185154.jpg

IMG_20250413_185424.jpg

এই ফুলগুলির কুঁড়ি দেখতে অনেক সুন্দর।অনেকগুলো পাপড়ির সমন্বয়ে গঠিত ফুলটি।আর ফুলের ঠিক মাঝবরাবর হলুদ রঙের অংশ থেকে সুগন্ধটি নির্গত হয়।গন্ধরাজ ফুল দিয়ে বিভিন্ন পারফিউম, রেসিপি ইত্যাদি তৈরি করা হয়ে থাকে।

IMG_20250413_185227.jpg

IMG_20250413_185250.jpg

গন্ধরাজ ফুল গাছে একসঙ্গে অনেকগুলো কুঁড়ি থাকে তারপর একসঙ্গে অনেকগুলি ফুল ফোটে।ফুলগুলির রং একদিন পর থেকেই পরিবর্তন হতে থাকে।প্রথমে সাদা রঙের থাকলেও তারপর হলুদ রঙের হয়ে ধীরে ধীরে তামাটে বর্ন ধারণ করে।যখন ফুলগুলি একেবারেই শুকিয়ে যায় তখন তামাটে রংয়ের হয়ে যায়।

IMG_20250413_185348.jpg

তাছাড়া আমি এই ফুলগুলি তুলে নিয়ে জামা -প্যান্টের কাছে রেখে দিই।যাতে পুরো সুগন্ধ ঘরে ও আলমারির মধ্যে ছড়িয়ে যায়।আমি অবশ্য এক ঝাঁকি সদ্য ফোঁটা ফুল তুলেছিলাম।


আশা করি আমার আজকের ফুলের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

আপু আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। অনেক দিন হলো গন্ধরাজ ফুল দেখা হয় না। আপনার ফটোগ্রাফি এর মাধ্যমে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 yesterday 

এখন দেখে ফেললেন আপু, ধন্যবাদ আপনার সাবলীল মতামতের জন্য।

 yesterday 

বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। আমার কাছে আপনার প্রতিটি ফটোগ্ৰাফি ভালো লেগেছে। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।

 yesterday 

না না ভাইয়া, আমি প্রফেশনাল ফটোগ্রাফার নই।চেষ্টা করি শখের বশে আরকি,ধন্যবাদ আপনাকে উৎসাহ দেওয়ার জন্য।

 yesterday 

এই সময় গন্ধরাজ ফুল গাছের মধ্যে অনেক ফুল ফোটে। আজকে আপনি দেখছি গন্ধরাজ ফুলের চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। তবে এটি ঠিক গন্ধরাজ ফুলের সু ঘ্রাণ সকাল সন্ধ্যা ছড়িয়ে পড়ে। আর এই ফুলগুলো আমার খুব পছন্দ। এবং এই ফুলগুলো বাড়ির মধ্যে রোপন করলেও সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। আর এটা শুনে ভালো লাগলো আপনাদের বাড়িতে গন্ধরাজ ফুল গাছ আছে আপনার। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 15 hours ago 

হ্যাঁ আপু,আমার নিজ হাতে লাগানো গাছগুলো।একটি নয় দুটি ,ধন্যবাদ আপনাকে।

 14 hours ago 

ফুলের মধ্যে এই গন্ধরাজ ফুলটা আমার সবচাইতে বেশি পছন্দের। বিশেষ করে এটার সুন্দর শুভ্র সাদা রঙ এবং গন্ধের জন্য। দারুণ লাগল আপনার ফটোগ্রাফি গুলো আপু। খুবই সুন্দর করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.25
JST 0.031
BTC 84188.26
ETH 1605.00
USDT 1.00
SBD 0.78