কয়েকটি ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি।
শীতকালে খুব সুন্দর সুন্দর ফুল ফোটে। যা দেখে চোখ জুড়িয়ে যায়। ফুল মানেই সুন্দর সেটা যেই ফুলই হোক না কেনো। আজ আমি সেরকমই কয়েকটি ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো।
গতকাল কলেজে গিয়ে এই ফুলগুলোর ফোটোগ্রাফি করেছিলাম। ক্লাস শুরু হতে বেশ কিছুটা সময় দেরি ছিল তাই কলেজের সামনের ফুলগাছ গুলোর ফোটোগ্রাফি করে নিলাম। যদিও নেট দিয়ে ঘেরা থাকায় ভিতরের ফুলগুলোর ছবি আমি তুলতে পারিনি। তাই চারপাশের ফুলগাছ গুলোর ছবি তুলেছিলাম শুধুমাএ।
চলুন তবে দেখে নেওয়া যাক ফুলগুলোর ফোটোগ্রাফি।

IMG20230216111857.jpg

IMG20230216111851.jpg

প্রথমেই চলে আসি চন্দ্রমল্লিকা ফুলের ছবিতে। এই ফুল আমরা সকলেই দেখেছি এবং আমাদের সকলেরই খুবই পরিচিত এই ফুলটি।

IMG20230216111932.jpg

IMG20230216111928.jpg

এই ফুলের নাম আমার জানা ছিল না। গুগল থেকে খুঁজে দেখলাম এর ইংরেজি নাম থুনবেরগিয়া ফ্রাগরান্স আর বাংলা নাম নীলবনলতা।

IMG20230216111938.jpg

এর নামও আমার জানা ছিল না।আজ জানলাম কাঁটা জবা এই সুন্দর ফুলটির নাম।

IMG20230216111523.jpg

IMG20230216111500.jpg

IMG20230216111621.jpg

এটি হলো রক্তকাঞ্চন ফুল। খুবই সুন্দর এই ফুলটি দেখতে।

IMG20230216111642.jpg

IMG20230216111633.jpg

এটি হলো লাল পাতা উদ্ভিদ।

IMG20230216111443.jpg

IMG20230216111435.jpg

IMG20230216111428.jpg

IMG20230216111415.jpg

IMG20230216111408.jpg

এই গুলো হলো কসমস ফুলের ছবি। এখানে হলুদ আর কমলা দুইরকম এর কসমস ফুলের ফোটোগ্রাফি আমি করেছিলাম। এই দুটো রঙের ফুলই আমার খুব ভালো লেগেছে।

ডিভাইসrealme 8i
ফটোগ্রাফারপূজা ঘোষ
সময়সকাল ১১টা
স্থানবনগাঁ

আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন।

Sort:  
 2 years ago 

সবগুলো ফুলের ফটোগ্রাফি দেখতেই চমৎকার লাগছে।প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর ক্যাপচার করেছেন আপনি।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago (edited)

আপনার কলেজের ক্যাম্পাসটা অনেক সুন্দর নিশ্চয়ই। এত সুন্দর বাগান যেখানে আছে সেটা সুন্দর হতে বাধ্য। অনেক আগে একবার নাটোরের বনগা গিয়েছিলাম আপনার বাড়ি কি নাটোরে নাকি কলকাতায় বুঝতে পারলাম না। ছবিগুলো অনেক সুন্দর তুলেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

কলকাতায় ভাই।

 2 years ago (edited)

আসলে ফুলের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। ফুলের পাপড়ির রংবেরঙের নান্দনিক সৌন্দর্য আমাদের হৃদয়ে গেঁথে যায়। চন্দ্রমল্লিকা এবং কসমস ফুলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। ফুল বাগানে আপনিও নিশ্চয় খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

তবে ফুল সম্পর্কে আরো কিছু বণনা উপস্থাপন করলে খুবই ভালো লাগতো।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

আসলে ফুলের নাম আমি বিশেষ মনে রাখতে পারিনা, তবে আপনার কলেজে তোলা ফুলের ছবিগুলো ভীষণ ভালো লেগেছে। কয়েকটি ফুল মনে হলো প্রথম দেখলাম। ছবিগুলো ভীষণ সুন্দর তুলেছেন। দোয়া রইল আপু।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

খুবই চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন, বর্তমান সময়ে এত এত ফুল এই এত এত ফুলের মধ্যে ফুলের নাম মনে রাখাটাই অনেক বেশি কষ্টসাধ্য বলে মনে হয় আপনার ক্ষেত্রে দেখছি তাই ঘটেছে। যদিও আমিও আপনার মত তেমন একটা ফুলের নাম মনে রাখতে পারি না তবে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে অসাধারণ লেগেছে দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

ফুল আমার খুবই পছন্দের তাইতো আমিও করেছি একটি ফুলের বাগান খুব শখের।। যদিও সবগুলো ফলের নাম মনে রাখতে পারি না তারপরও সৌন্দর্য দেখে বারবার মুগ্ধ হই।।
আপনার ফটোগ্রাফিতে প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে ফটোগ্রাফি গুলা দেখেই বোঝা যাচ্ছে আপনি ভালো একজন ফটোগ্রাফার সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।

 2 years ago 

বাহ্ আপনার ফুলের বাগান আছে জেনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

ফুল সব সময় সুন্দর, আরে ফুল কে সবাই ভালোবাসে।আজকে আপনি খুবই সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনি বেশ কিছু ভিন্ন ভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন খুব সুন্দর বর্ণনাও করেছেন আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কিছু ফুলের ফটো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.031
BTC 81466.13
ETH 2149.10
USDT 1.00
SBD 0.64