আমার পছন্দের ফুল নয়নতারা 🌸🌸ভিডিওগ্রাফি
সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ভিডিও পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আশাকরি আমার আজকের ভিডিও পোস্ট টি আপনাদের ভালো লাগবে।
নয়নতারা ফুল তার স্নিগ্ধতা, সুন্দর রঙ এবং সূক্ষ্ম সৌন্দর্য নিয়ে আমাদের মনকে আকর্ষণ করে। এই ফুল আমাদের চারপাশে সহজলভ্য হলেও এর বিশেষ গুণ এবং গভীরতা জীবনের বিভিন্ন রূপকে আমাদের সামনে তুলে ধরে। নয়নতারার মিষ্টি সৌন্দর্য আমাদের দৈনন্দিন জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়।
নয়নতারা ফুলের গাছ লাগানোর বিশেষ কোনো ঝামেলা নেই এটি সব ঋতুতেই সমানভাবে ফুল দিয়ে থাকে তাই এই গাছকে আমার খুবই বেশি ভালো লাগে। আর এর বিশেষ কোনো যত্ন নেওয়ার ও প্রয়োজন পড়ে না সব মিলিয়ে ঝামেলা বিহীন একটি অসাধারণ সুন্দর ফুলের গাছ।আমার বাসায় সব সময় নয়নতারা ফুল গাছ থাকে!মাস দুয়েক আগে ১৫-২০ দিনের জন্য বাসার বাহিরে ঘুরতে গিয়েছিলা,তখন জলের অভাবে প্রায় সবগুলো গাছ একসঙ্গে মারা যায়! বাসায় এসে দেখেই তো মনটা খারাপ হয়ে গেলো।কি আর করার এখন তো আর কিছু করার নেই তাই ভাবলাম সবকিছু নতুন করে লাগাতে হবে।এই ভেবে একদিন বাসা থেকে বেড়িয়ে বগুড়া সাতমাথা ফুল পট্টিতে চলে গেলাম।ওখানে কয়েকটা ফুল গাছের দোকান আছে সেখানে মোটামুটি সব ধরনের ফুল গাছ পাওয়া যায়।সেখান থেকে নিজের পছন্দসই কয়েকটা গাছ কিনলাম সাথে আমার সবচেয়ে পছন্দের তিনটা নয়ন তারা ফুল গাছ কিনে নিলাম।চারা গুলো এতোই ছোট ছিলো ভেবেছিলাম বাসায় আনার পর হয়তোবা বাঁচবে না!তারপরেও আশা নিয়ে গাছগুলো লাগালাম প্রথমদিকে খুব একটা উন্নতি হচ্ছিলো না,তখন আশা ছেড়েই দিয়েছিলাম যে মনে হয় আর বাঁচবে না!
অসুস্থতার কারণে সপ্তাহখানেক ছাদে উঠতে পারিনি! তারপর একদিন হঠাৎ ছাদে উঠে দেখি আমার সবগুলো গাছ একদম তরতাজা হয়ে বেড়ে উঠেছে এবং সেই সাথে দুই একটা ফুলের কলিও দেখা যাচ্ছে! দেখেই তো মনটা ভরে গেলো।আমি অসুস্থ থাকার কারণে ছোট মেয়ে প্রতিদিন নিয়মিত দুই বেলা গাছে জল দিয়েছিলো,সেজন্য গাছগুলো সুন্দর হয়ে বড় হয়ে উঠেছিলো।আর এখন তো প্রতিটি গাছে নিয়মিত ফুল ফুটছে।আজ ছাদে উঠে গাছগুলো দেখে চোখ এবং মন দুটোই জুড়িয়ে গেলো,তাই ভাবলাম সে দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি।সেই চিন্তাধারা থেকেই আজকের এই আমার ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করা।আশাকরি আপনাদের অনেক ভালো লাগবে!
ভিডিও
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ফুল মানেই সুন্দর সেটা যে ফুল ই হোক না কেন। আমার কাছে নয়ন তারা ফুল খুবই ভালো লাগে। নয়নতারা ফুলের অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন আপনি। সাদা কালার নয়ন তারা ফুল দেখতে খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।
ভিডিওগ্রাফিটি খুব সুন্দর হয়েছে আসলে নয়নতারার মধ্যে সাতটি জাত এবং সাতটি কালার রয়েছে। আর আমি সবগুলোই দেখেছি। যাইহোক আপনার ভিডিওগ্রাফিটি বেশ ভাল ছিল।কয়েক জাতের নয়ন তারা ফুল দেখতে পেলাম । ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
নয়নতারা আমার অনেক ভালো লাগে। পুরো গাছ ভর্তি করে কি সুন্দর করে ফুটে থাকে। তবে আপনি এখানে দেখছি বিভিন্ন রং এর নয়নতারা ফুল আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি যদিও এত রকমের নয়নতারা এর আগে দেখিনি, আমাদের বাড়িতে শুধু গোলাপি রঙের নয়নতারা আছে। আপনার এই পোষ্টের মাধ্যমে এত সুন্দর কিছু নয়নতারা ফুল দেখার সৌভাগ্য হয়ে গেল।
অসুস্থতার পরে যখন এত সুন্দর করে নিজের হাতে লাগানো গাছ গুলো বেড়ে ওঠা দেখলেন তখন হয়তো অনেকটাই ভালো লেগেছিল আপু। নিজের হাতে লাগানো গাছ থেকে ফুল, ফল পেলে সত্যি ভীষণ ভালো লাগে। আপনার নয়নতারা ফুল পছন্দ জেনে ভীষণ ভালো লাগলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনার ছাদ বাগানে ফুলগুলো দেখতে সত্যি অসম্ভব ভালো লাগছে।