বৈরিতা নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্কই কাম্য !
03-12-2024
১৮ই অগ্রহায়ণ , ১৪৩১ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো থাকার চেষ্টা করছেন। ভালো থাকার চেষ্টা করাটাই স্বাভাবিক। দেশের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। এমতাবস্থায় ভালো না থাকাটায় স্বাভাবিক। একটা সময় দেশকে নিয়ে কখনোই ভাবনা চিন্তা হতো না। আর এখন পুরো তরুন প্রজন্ম যেন দেশকে নিয়েই ভাবছে। কিছুদিন ইস্কন প্রধানকে গ্রেফতার করার পর দেশের পরিস্থিতির অবনতির দিকেই যাচ্ছে। বাংলা দেশ ও ভারতে অবস্থিত অনেক উগ্র জনগোষ্ঠী উঠে পরে লেগেছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির। কিন্তু কিছু মানুষ সেটা না বুঝেই সেখানে পা দিচ্ছে। ভারত আমাদের প্রতিবেশি দেশ। ভারতের সাথে আমাদের সম্পর্ক অনেক আগে থেকেই। সেই মুক্তিযুদ্ধ থেকে ভারতের সাথে আমাদের সম্পর্ক। কিন্তু ইদানীং ভারতীয় গণমাধ্যম মিথ্যা অপপ্রচার করছে একের পর এক! বিজেপি নেতা শুভেন্দু অলরেডি বাংলাদেশের মানুষকে ভারতে চিকিৎসা সেবা নিতে নিষেধ করেছে। আর বাংলাদেশের মানুষ তার কথা গায়ে লাগিয়ে উগ্রতা তৈরি করছে। যার ফলশ্রুতিতে সবাই পতাকা অবমাননা করার মতো একটা ট্রেন্ডে লিপ্ত হয়ে গিয়েছে। যেটা মোটেও কাম্য নয়।
আমরা চাই শান্তি, আমরা চাই সম্প্রতি। পতাকা একটি দেশের পরিচয় বহন করে না, বহন করে পুরো একটি জাতির। যারা এমন অগৃহিত কাজ করছে তাদের মানসিকতায় সমস্যা রয়েছে। আমরা শান্তিতে বিশ্বাস করি। আজকে ভারতের হাই কমিশনারের সাথে বৈঠক হয়েছে। হাই কমিশনার পজিটিভ রিভিউই দিয়েছে। ভারতও চাই আমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক বজায় থাকুক। প্রতিবেশি দুদেশ যেন সবকিছু ভুলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কাজ করতে পারে সেটাই কাম্য। দিনশেষে আমরা মানুষ! এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা বেশিদিন থাকবো না। কেন শুধু শুধু সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার দরকার। সকলের সুবুদ্ধির উদয় হোক এমনটাই আশা করছি।
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
twitter share
Upvoted! Thank you for supporting witness @jswit.
ছোটবেলা থেকে শুনে আসছি ভারত বাংলাদেশ দুই বন্ধু দেশ।ছোটবেলা থেকেই এই বিশ্বাস লালন করে আছি।সম্প্রীতিকালে যেসব ঘটনা ঘটছে এটা মোটেই কাম্য নয়।আবারো ফিরে আসুক সাম্প্রদায়িক সম্প্রীতি।সাম্প্রদায়িক সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তুলতে চাই।অনেক ভালো লিখেছেন আপনি।কথাগুলো পড়ে বেশ ভালো লাগলো।
আসলেই ভাই যেসব ঘটনা ঘটছে সেগুলো মোটেও কাম্য নয়।
বেশ ভালোই লিখেছেন। দুই দেশের মধ্যে কোন খারাপ কিছু নয় আমরা চাই সম্পর্ক অটুট থাকুক। সুখে শান্তি হয়ে থাকুক ভারত বাংলাদেশের সম্পর্ক। আমরা চাই কোন পতাকার অবমাননা নয়। আমরা চাই দুই দেশের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসা।
আমরাও চাই অটুট থাকুক আপু।