পতাকা 💝

in আমার বাংলা ব্লগ3 months ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ মঙ্গলবার। ০৩ ই ডিসেম্বর, ২০২৪ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

indian-flag-3607410_1280.jpg

Source



international-2690863_1280.jpg

Source



সুপ্রিয় বন্ধুগণ, একটি স্বাধীন দেশের গৌরবের প্রতীক হলো সেই দেশের পতাকা। তাই একটি দেশের সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উর্ধ্বে সেই দেশের পতাকার অবস্থান। যেমন আমাদের লাল সবুজের পতাকা সব সময় সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উর্ধ্বে অবস্থান করে। ঠিক তেমনি অন্যান্য সকল স্বাধীন দেশের পতাকা একইভাবে সম্মানিত। আমরা যেমন যে কোন সরকারি- বেসরকারি অনুষ্ঠানে আমাদের জাতীয় পতাকা কে অত্যন্ত শ্রদ্ধার সাথে সম্মানিত করি। ঠিক একই ভাবে অন্যান্য স্বাধীন দেশের জনগণ তাদের দেশের পতাকাকে একইভাবে শ্রদ্ধার সাথে সম্মানিত করে। কারণ একটি স্বাধীন দেশ তার গৌরবের প্রতীক পতাকাকে অর্জন করতে অনেক ত্যাগ স্বীকার করে।



যাহোক বন্ধুগণ, আমরা হয়তো সকলেই অবগত আছি ২০২৪ সালের ০৫ই আগস্টের পর থেকে আমাদের স্বাধীন দেশে এক ধরনের পরাধীনতার ছায়া নেমে এসেছে। বর্তমানে আমাদের দেশের সব কিছুতে অস্থিরতা এবং অরাজগতা সৃষ্টি করেছে মৌলবাদী ও উগ্রবাদীরা। এমনকি বর্তমান সময়ে আমরা দেখতে পারছি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে অবমাননা করার পায়তারা করছে আমাদের দেশের কিছু সংখ্যক মানুষ। শুধু তাই নয়, ২০২৪ সালের পাঁচই আগস্ট থেকে শুরু করে আমাদের দেশের মহান মুক্তিযুদ্ধোর যতগুলো স্মৃতি ছিল এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যতগুলো মূর্তি ছিল সবগুলোই ভেঙে দেওয়া হয়েছে। যেটা আমাদের বাঙালি জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক।



এই সমস্ত অরাজকতার ধারাবাহিকতায় আমরা গত কয়েকদিন আগে দেখলাম, আমাদের সবথেকে বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র ভারতের পতাকাকে অবমাননা করা হলো। ভারতের পতাকাকে যারা অবমাননা করলো, ভারতের পতাকা কে যারা অসম্মানিত করলো--সেই সমস্ত ব্যক্তিবর্গরায় আজ বাংলাদেশের সমস্ত কিছুতে অস্থিরতা সৃষ্টি করছে, বাংলাদেশ কে একটি সাম্প্রদায়িক দেশে পরিণত করার চেষ্টা করছে। যেটা আমাদের বাঙালি সংস্কৃতির জন্য অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত অপমানজনক। যাহোক বর্তমান সময় খুব একটা ভালো যাচ্ছে না, যার কারনে অনেক সত্য বিষয় জানা সত্ত্বেও লেখা অসম্ভব হয়ে যাচ্ছে। কারণ বর্তমান সময়ে আমরা অনেকটাই নিরাপত্তা হীনতায় ভুগতেছি।



তারপরও আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের পতাকাকে যে সমস্ত মৌলবাদী উগ্রপন্থী বাঙালিরা অবমাননা করেছে, অসম্মানিত করেছে--এর জন্য আমি তীব্র নিন্দা প্রকাশ করছি এবং এই অপকর্মের প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে সকলের নিকট আহ্বান জানাচ্ছি, এরকম ঘৃণিত কাজ যেন কেউ না করে সেদিকে যেন সকলেই সচেতন থাকে। যাহোক অনেক কিছুই লেখার ইচ্ছা ছিল কিন্তু লিখতে পারলাম না। আসেন আমরা সকলে অন্যায় কাজকে ঘৃণা করি এবং যারা অন্যায় করে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি। একই সাথে মৌলবাদী উগ্রবাদীদেরকে পরাজিত করে আমরা সকলেই সাম্য প্রতিষ্ঠা করি আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের পৃথিবীর বুকে। স্যালুট জানাই পৃথিবীর সকল স্বাধীন দেশের পতাকা কে।





আমার পরিচয়।

IMG_20220709_132030_108.jpg



আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।



Sort:  
 3 months ago 
 3 months ago 

আজকের কাজ সম্পন্ন।

Screenshot_20241203-214049.jpg

Screenshot_20241203-213914.jpg

Screenshot_20241203-214208.jpg

 3 months ago 

সারা পৃথিবীতে মৌলবাদ নিপাত না গেলে সভ্যতার অগ্রগতি সম্ভব নয়। আপনি সুন্দরভাবে সেই মেসেজটি পোষ্টের মাধ্যমে দিলেন ভাই। ভারত বাংলাদেশ মৈত্রী সম্পর্ক আমাদের বজায় রেখেই চলা উচিত সব সময়। এই দুই দেশের বন্ধুত্ব আজ নতুন নয়। শুধুমাত্র স্বার্থ চরিতার্থ করবার জন্য এই সম্পর্ক যখন খারাপ হয় তখন খুব খারাপ লাগে।

 3 months ago 

অনেক সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96335.91
ETH 2788.63
SBD 0.67