||বরশি দিয়ে শোল মাছ ধরার স্মৃতি||

in আমার বাংলা ব্লগ25 days ago

আজ - বুধবার

২৪, অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
জানুয়ারি ২৯, ২০২৫ খ্রিষ্টাব্দ

🌺 চলুন শুরু করি 🌺

হিন্দু ভাইদের নমস্কার এবং মুসলমান ভাইদের কে সালাম জানিয়ে আজকের নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি..! আশা করি সবাই শেষ পর্যন্ত পাশে থাকবেন

সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে আবার নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন। বরশি দিয়ে মাছ ধরতে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দ করি। বরশি দিয়ে মাছ ধরার শুধুমাত্র এটা একটা স্মৃতি নয় এটা অনেক রোমাঞ্চকর একটা স্মৃতি কারণ অনেক ক্ষেত্রে এটা আমাদের শখ হয়ে দাঁড়াই ।তবে আমি বলব না যে এটা শুধুমাত্র শখ বরশি দিয়ে মাছ ধরার আর মাধ্যমে আমরা প্রকৃতির অনেক কাছে গিয়ে প্রকৃতির সঙ্গে নীরব সময়ে অতিবাহিত করতে পারি। যেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুন্দর জীবনে প্রাকৃতিক যে মুহূর্তগুলো রয়েছে এগুলো সবসময় আমার এবং আপনাদেরকে সবসময় মুগ্ধ করে থাকি। তাই বরশি দিয়ে মাছ ধরার মধ্য যখন আমরা সময় গুলো অতিবাহিত করি তখন প্রকৃতির সঙ্গে আমাদের একটা নিবিড় সম্পর্ক গঠিত হয়। বরশি দিয়ে মাছ ধরা মোটামুটি অনেকগুলো ধাপ রয়েছে। এর মধ্যে প্রথমে আপনাকে বলছি প্রস্তুত করতে হবে বিশেষ করে আমি যখন বসে প্রস্তুত করতাম তখন একটা শক্ত সুতো প্রথমে নির্বাচন করতাম। তারপরে ভালো মানের একটা বরশি নির্বাচন করতাম এবার একটা পাটকাঠির মাথা বা এমন কোন শক্ত দন্ড দিয়ে তার মাথায় সুতোটি বেঁধে দিলাম।

fisherman-8243131_1280.webp
Source
এবার যখন আমার বরশি প্রস্তুত হয়ে যেত তখন দ্বিতীয় ধাপ চলে আসে এবার আমাদেরকে টোপ নির্বাচন করতে হবে। কেমন চলে দেখা যাইও অনেক ক্ষেত্রে কিছু দিয়ে মাছ ধরে থাকে এছাড়াও টব হিসেবে উল্লেখযোগ্য মাছের ফিডের খাবার এবং অনেকে ময়দা দিয়ে মাছ ধরে থাকে। এবার তৃতীয় ধাপে আসি সবচেয়ে রোমাঞ্চকর একটা বিষয় সেটা হচ্ছে ধৈর্য ধরে বসে থাকা। আর আমার মনে হয় কারো জন্য অপেক্ষা করা বা বসে থাকা এটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজের মধ্যে উল্লেখযোগ্য ।আমি একেবারেই ধৈর্য ধরে বসে থাকতে পারি না তবে যদি আশেপাশের কয়েকটা ফ্রেন্ড থাকে তাদের সাথে গল্পগুজব করতে করতে কিন্তু অনেক সময়টা পার করা যায়। আর একটি নির্দিষ্ট সময় পার করার পরে যখন টপাটপ মাছ উঠে থাকে তখন কিন্তু বরশি দিয়ে মাছ ধরার মধ্য অন্যরকম একটা আনন্দ পাওয়া যায়। আমাদের ওদিকে কৈ মাছ অনেক বেশি পাওয়া যায় এবং যে হাওর বাওর গুলো রয়েছে ওগুলোতে বৃষ্টির সময় আসলেই বিভিন্ন রকম মাছ এর দেখা মেলে। আমি যখন গ্রামে থাকি তখন মাঝেমধ্যে বরশি দিয়ে এই মাছগুলো ধরার চেষ্টা করি। তখন বন্ধুরা মিলে একসঙ্গে হয়ে এবং অনেক গল্প গুজব করি। আর আপনার মধ্যে একটা বিষয় অবশ্যই উল্লেখ করবেন যে যখন নিবিড়ে আপনি বসে থাকবেন।

asia-1793406_1280.jpg
Source

তখন বিভিন্ন পাখির ডাক শীতল হাওয়া আপনার মনটাকে ঠান্ডা করে দিবে।এবং আপনি যেন অন্যরকম একটা অনুভূতি অনুভব করবেন। বরশি দিয়ে মাছ ধরার মতো কিন্তু একটা প্রতিযোগিতা রয়েছে। অনেক সময়ই যখন বন্ধুরা অনেকজন মিলে কোন হাওয়ার বাওয়রে সকালে ভোরে উঠে মাছ ধরতে চলে যায় তখন সবার মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছে ।কে কতটা মাছ ধরতে পারে। আমি যদিও মাছ তেমন একটা ধরতে পারি না। তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে কৈ মাছ কৈ মাছ যখন ভাজি করা যায় তখন এটি খেতে সবচেয়ে মজা লাগে আমার কাছে। আর আমাদের এই এলাকাতে ছোট মাছ বলতে কই মাছ, তেলাপিয়া মাছ, সিলভার মাছ এগুলোই হাওড়াতে পাওয়া যায়। আবার অনেকে দেখা যায় যে যখন বৃষ্টির পানিতে অনেক মানুষের পুকুর ডুবে যায় তখন ওই মাছগুলো এই হাওর বায়রে চলে যায়।‌ একদিক থেকে চাষির অনেক বেশি ক্ষতি হলেও অন্য দিক থেকে গ্রামে যে বাচ্চা-কাচ্চাগুলো রয়েছে তারা এই মাছগুলো বরশি দিয়ে ধরে প্রতিনিয়ত খেতে পারে। তবে সত্যি কথা বলতে আমাদের এলাকাতে মাঝে তেমন একটা কোন কমতি নেই।
fish-78577_1280.jpg

source

কারণ আমাদের এলাকাতে বিভিন্ন রকম সবজি ফসল এর চেয়ে মাছের উৎপাদন বেশি। অর্থাৎ আমাদের এদিকে যে মানুষগুলো রয়েছে তারা প্রায় ৬০% থেকে ৭০% মাছ চাষী আছে। মাছ চাষ করার মধ্যে কিন্তু অনেক বেশি স্বাধীনতা রয়েছে। মাছ চাষ করলে অনেক ভালো ভালো দিক এবং অনেক সুযোগ-সুবিধা পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য যদি আপনি নিজে একটা পুকুর নিয়ে থাকেন তাহলে আপনি পুকুরের আশপাশে কলা গাছ লাগাতে পারেন। বা যে অবশিষ্ট বা অতিরিক্ত ভেরিগুলো রয়েছে ওগুলোতে বিভিন্ন রকম সবজি আবাদ করতে পারেন। ওখান থেকে যে টাকাটা আসবে সেটা আপনি আপনার মহাজনকে দিয়ে দিলে আপনার খরচ করতে হবে না । আপনি যদি একটু মাথা খাটিয়ে বিভিন্ন রকম মাছ চাষ করতে পারেন সে ক্ষেত্রে লাভবান হওয়ার অনেক বেশি সুযোগ রয়েছে। যদিও এটা যেহেতু এক ধরনের ব্যবসা তাই এটাতে লাভ লস দুটোই রয়েছে। তবে রিক্স নিয়ে যদি আপনি এই ব্যবসাটা করতে পারেন সে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটি অনেক বেশি লাভ দিয়ে থাকে। আমি যদিও ডিপার্টমেন্টের একটা ছাত্র তাই এটা সম্পর্কে আরো বিস্তারিত আমি আপনাদেরকে বলতে পারব। তবে যেহেতু আজকের পোস্টটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তাই আমি এখানেই শেষ করছি।

woman-8021288_1280.jpg
Source

আগামীতে আপনাদের মাঝে আরো নতুন কিছু নিয়ে আমি হাজির হওয়ার চেষ্টা করব। যতক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 25 days ago 

আপনি মাছ ধরার খুব সুন্দর স্মৃতি স্মরণ করেছেন এবং এই স্মৃতি আমাদের মাঝে শেয়ার করেছেন। মাছ ধরার মজা আলাদা। আমিও মাঝেমধ্যে পুকুর থেকে মাছ ধরে থাকি। তবে কোনদিন শোল মাছ ধরা হয়নি।

 25 days ago 

বড়শি দিয়ে মাছ ধরতে আমিও খুবই পছন্দ করি। ছোটবেলা অনেক বড়শি দিয়ে মাছ ধরেছি। আপনার গল্পটি পড়ে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96459.90
ETH 2752.56
SBD 0.67