পুঁটি মাছের টক রেসিপি❤️

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

InShot_20241206_141954868.jpg

আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো মজাদার একটি রেসিপি পুঁটি মাছের টক রেসিপি। অসাধারণ সুন্দর ও মজাদার রেসিপিটি অনেক আগে খেয়েছিলাম। আপনারা হয়তো অবাক হবেন মাছের আবার টক হয় না কি হ্যাঁ হয় তবে অন্য কোন মাছের নয় পুঁটি মাছের টক হয়।
আমাদের পুকুর সেচেছে আর সেই পুকুরে অনেক গুলো পুঁটি মাছ পাওয়া গেছে দেশি পুঁটি খুব বড়ো সাইজের না হলেও মোটামুটি ভালোই। পুকুর থেকে তুলে আনা তরতাজা পুঁটি মাছ গুলো দেখেই ভেবে নিলাম পুঁটি মাছের টক করবো।

শরীর টা ভালো যাচ্ছে না মুখটা তেঁতো হয়ে থাকে এবং জ্বর জ্বর ভাব ও সর্দি লেগেছে তাই ভাবলাম পুঁটি মাছের টক খেলে রুচি ফিরবে মুখের।

পুঁটি মাছের টক খেতে আমার তো অনেক ভালো লাগে।
তো চলুন দেখা যাক পুঁটি মাছের টক রেসিপিটি
কেমন।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzysttswxAwteuzG8k7rigLpUdPiKeJwnc7J9ZRi5o4eRGMFdxRJ63oSBiZecnou8XKhBzucKKDZQoxauc.png

১.দেশি পুৃঁটিমাছ
২.তেঁতুল
৩.গোটা সরিষা
৪.হলুদ
৫.লবন
৬.ভোজ্য তেল
৭.সরিষার তেল
৪.শুকনা মরিচ

PhotoCollage_1733471949618.jpg

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1TV9DE9h5gxv6UVYWS3V1nVGdqPkduRYi4sVgkWAktaKrKvQbfbEFsDN9u2DT35iDwjR8QTk3Ni9zAoKc.png

প্রথম ধাপ

প্রথমে আমি দেশি পুঁটিমাছ গুলো কেটে ধুয়ে পরিস্কার করে নিয়েছি।

InShot_20241206_140105038.jpg

দ্বিতীয় ধাপ

এখন পুঁটিমাছ গুলোতে হলুদ লবন দিয়ে মেখে নিয়েছি।

InShot_20241206_140333892.jpg

তৃতীয় ধাপ

এখন চুলায় একটি কড়াই বসিয়েছি ও তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি ও পুঁটিমাছ গুলো ভালো করে ভেজে নিয়েছি।

PhotoCollage_1733472349050.jpg

চতুর্থ ধাপ

এখন কড়াইয়ে সরিষার তেল দিয়েছি ও তাতে শুকনা মরিচও গোটা সরিষা ফোঁড়ন দিয়েছি।

PhotoCollage_1733472489036.jpg

পঞ্চম ধাপ

এখন তেঁতুলের পেষ্ট কড়াইয়ে দিয়েছি ও তাতে লবন হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1733472644378.jpg

ষষ্ঠ ধাপ

এখন কষানো তেঁতুলের পেষ্ট গুলোতে আগে থেকে ভেজে রাখা পুঁটিমাছ দিয়েছি ও কষিয়ে নিয়েছি। কষানো মাছে পরিমাণ মতো জল দিয়েছি

PhotoCollage_1733472707321.jpg

সপ্তম ধাপ

এখন কিছু সময় জ্বাল করে নিয়েছি ও হয়ে গেলে তা নামিয়ে নিয়েছি।

InShot_20241206_141524580.jpg

IMG_20241206_141705.jpg

পরিবেশন

InShot_20241206_142010390.jpg

InShot_20241206_141954868.jpg

InShot_20241206_141954868.jpg
এই ছিলো আমার আজকের মজাদার সুস্বাদু পুঁটিমাছের টক রেসিপিটি। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1P2b8TFnHAXJZz4yTkRky1WRY9Vk9TAHyLGLeyh1MbqsZonPr2gkYD2tXt46LCF9Yn5Gk9dgMj3RWnWXp.png

IMG_20241125_232927.png

Sort:  
 3 months ago 

দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু, টক দিয়ে পুটি মাছের রেসিপি দেখতে খুবই দারুন লাগছে। পুটি মাছ নানাভাবে খাওয়া হয়েছে কিন্তু টক দিয়ে পুটি মাছ রান্না করে কখনো খাওয়া হয়নি। দেখে বোঝা যাচ্ছে রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছে ধন্যবাদ অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 2 months ago 

অনেক অনেক শুকরিয়া আপু ভালোবাসা রইলো

 3 months ago 

পুটিমাছ অনেক খেয়েছি কিন্তু টক খাওয়া যায় তা আমার জানা ছিল না। আপনার রেসিপি দেখে শিখে নিলাম একদিন অবশ্যই তৈরি করে দেখবো।নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন।কালারটা দারুণ এসেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

খেয়ে দেখবেন আপু বানিয়ে পুটিমাছের টক বেশ ভালো লাগবে।

 3 months ago 

পুটি মাছের রেসিপি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তৈরি করা যায়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পুটি মাছের টক রেসিপি তৈরি করেছেন। আসলে এখন পর্যন্ত কোন দিন পুটি মাছের টক রেসিপি খাওয়া হয়নি। আপনার তৈরি করা পুটি মাছের টক রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে জন্য।

 3 months ago 

আপনার এই রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি আপনি পুটি মাছের অসাধারণ রেসিপি তৈরি করে দেখিয়েছেন। অনেক অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই রেসিপি তৈরি করতে দেখে। একটু ব্যতিক্রমধর্মী হয়েছে আপনার রেসিপি।

 3 months ago 

আমার রেসিপি টি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

Screenshot_2024-12-06-16-17-02-09_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2024-12-06-16-13-53-44_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-06-15-37-02-48_6604d2525654b46e33aa2968a0a78870.jpg

Screenshot_2024-12-06-15-16-54-37_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-06-15-16-04-63_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

 3 months ago 

পুঁটি মাছের তেঁতুল টক আমারও খুব প্রিয়। আমি আবার কালো তেঁতুলের ভক্ত বেশি৷ মানে পুরনো তেঁতুল। আগে খুব খেতাম। এখন অতোটা হজম করতে পারি না। তোমার এই টক নিশ্চই দারুণ হয়েছিল খেতে৷

 3 months ago 

আমি গতবছর তেঁতুল কিনে তা বাক্সে করে ফ্রীজে নরমালে রেখেছিলাম।খেতে অনেক ভালো হয়েছিলো।

 3 months ago 

আসলে জ্বর জ্বর ভাব থাকলে কিছুই খেতে তেমন ভালো লাগে না। আপনি দারুন একটা খাবার তৈরি করেছেন। পুঁটি মাছের টক আমিও খেয়েছি, খেতে অসাধারণ লাগে। আপনি চমৎকার একটি রেসিপি উপহার দিয়েছেন আপু।

 3 months ago 

পুঁটি মাছে টক আপনিও খেয়েছেন জেনে খুব ভালো লাগলো।

 3 months ago 

বেশ ভালো একটি রেসিপি শেয়ার করলেন আজকে। সবচেয়ে বেশি পুঁটি মাছের টক রেসিপিটি অনেক ভালো লাগলো। মজাদার রেসিপি গুলো আমার কাছে দেখতে বেশ ভালো লাগে। আমি নিজেও কয়েকবার এই রেসিপিটি তৈরি করেছিলাম বাড়িতে। আজকে আপনার কাছে রেসিপিটি দেখে আরো ভালো লাগলো। এত সুন্দর রেসিপি সব সময় মতো গুছিয়ে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 months ago 

পুঁটিমাছের টক আপনিও কয়েকবার করেছিলেন জেনে ভালো লাগলো।

 3 months ago 

শীতের সময় পুকুর গুলো থেকে এই ধরনের পুটি মাছ পাওয়া যায়। যখন পুকুরের পানি খুবই কম থাকে সেচের মাধ্যমে মারা হয়। আগে কখনো পুটি মাছের টক রেসিপি খাওয়া হয়নি। ভিন্ন ধরনের রেসিপি দেখতে পেলাম আপু অনেক ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96484.42
ETH 2765.60
SBD 0.65