পুঁটি মাছের টক রেসিপি❤️
হ্যালো
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো মজাদার একটি রেসিপি পুঁটি মাছের টক রেসিপি। অসাধারণ সুন্দর ও মজাদার রেসিপিটি অনেক আগে খেয়েছিলাম। আপনারা হয়তো অবাক হবেন মাছের আবার টক হয় না কি হ্যাঁ হয় তবে অন্য কোন মাছের নয় পুঁটি মাছের টক হয়।
আমাদের পুকুর সেচেছে আর সেই পুকুরে অনেক গুলো পুঁটি মাছ পাওয়া গেছে দেশি পুঁটি খুব বড়ো সাইজের না হলেও মোটামুটি ভালোই। পুকুর থেকে তুলে আনা তরতাজা পুঁটি মাছ গুলো দেখেই ভেবে নিলাম পুঁটি মাছের টক করবো।
শরীর টা ভালো যাচ্ছে না মুখটা তেঁতো হয়ে থাকে এবং জ্বর জ্বর ভাব ও সর্দি লেগেছে তাই ভাবলাম পুঁটি মাছের টক খেলে রুচি ফিরবে মুখের।
পুঁটি মাছের টক খেতে আমার তো অনেক ভালো লাগে।
তো চলুন দেখা যাক পুঁটি মাছের টক রেসিপিটি
কেমন।
১.দেশি পুৃঁটিমাছ |
---|
২.তেঁতুল |
৩.গোটা সরিষা |
৪.হলুদ |
৫.লবন |
৬.ভোজ্য তেল |
৭.সরিষার তেল |
৪.শুকনা মরিচ |
প্রথম ধাপ
প্রথমে আমি দেশি পুঁটিমাছ গুলো কেটে ধুয়ে পরিস্কার করে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
এখন পুঁটিমাছ গুলোতে হলুদ লবন দিয়ে মেখে নিয়েছি।
তৃতীয় ধাপ
এখন চুলায় একটি কড়াই বসিয়েছি ও তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি ও পুঁটিমাছ গুলো ভালো করে ভেজে নিয়েছি।
চতুর্থ ধাপ
এখন কড়াইয়ে সরিষার তেল দিয়েছি ও তাতে শুকনা মরিচও গোটা সরিষা ফোঁড়ন দিয়েছি।
পঞ্চম ধাপ
এখন তেঁতুলের পেষ্ট কড়াইয়ে দিয়েছি ও তাতে লবন হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি।
ষষ্ঠ ধাপ
এখন কষানো তেঁতুলের পেষ্ট গুলোতে আগে থেকে ভেজে রাখা পুঁটিমাছ দিয়েছি ও কষিয়ে নিয়েছি। কষানো মাছে পরিমাণ মতো জল দিয়েছি
সপ্তম ধাপ
এখন কিছু সময় জ্বাল করে নিয়েছি ও হয়ে গেলে তা নামিয়ে নিয়েছি।
পরিবেশন
এই ছিলো আমার আজকের মজাদার সুস্বাদু পুঁটিমাছের টক রেসিপিটি। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু, টক দিয়ে পুটি মাছের রেসিপি দেখতে খুবই দারুন লাগছে। পুটি মাছ নানাভাবে খাওয়া হয়েছে কিন্তু টক দিয়ে পুটি মাছ রান্না করে কখনো খাওয়া হয়নি। দেখে বোঝা যাচ্ছে রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছে ধন্যবাদ অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করেছেন জন্য।
অনেক অনেক শুকরিয়া আপু ভালোবাসা রইলো
পুটিমাছ অনেক খেয়েছি কিন্তু টক খাওয়া যায় তা আমার জানা ছিল না। আপনার রেসিপি দেখে শিখে নিলাম একদিন অবশ্যই তৈরি করে দেখবো।নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন।কালারটা দারুণ এসেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
খেয়ে দেখবেন আপু বানিয়ে পুটিমাছের টক বেশ ভালো লাগবে।
পুটি মাছের রেসিপি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তৈরি করা যায়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পুটি মাছের টক রেসিপি তৈরি করেছেন। আসলে এখন পর্যন্ত কোন দিন পুটি মাছের টক রেসিপি খাওয়া হয়নি। আপনার তৈরি করা পুটি মাছের টক রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।
ধন্যবাদ ভাইয়া আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে জন্য।
আপনার এই রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি আপনি পুটি মাছের অসাধারণ রেসিপি তৈরি করে দেখিয়েছেন। অনেক অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই রেসিপি তৈরি করতে দেখে। একটু ব্যতিক্রমধর্মী হয়েছে আপনার রেসিপি।
আমার রেসিপি টি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
পুঁটি মাছের তেঁতুল টক আমারও খুব প্রিয়। আমি আবার কালো তেঁতুলের ভক্ত বেশি৷ মানে পুরনো তেঁতুল। আগে খুব খেতাম। এখন অতোটা হজম করতে পারি না। তোমার এই টক নিশ্চই দারুণ হয়েছিল খেতে৷
আমি গতবছর তেঁতুল কিনে তা বাক্সে করে ফ্রীজে নরমালে রেখেছিলাম।খেতে অনেক ভালো হয়েছিলো।
আসলে জ্বর জ্বর ভাব থাকলে কিছুই খেতে তেমন ভালো লাগে না। আপনি দারুন একটা খাবার তৈরি করেছেন। পুঁটি মাছের টক আমিও খেয়েছি, খেতে অসাধারণ লাগে। আপনি চমৎকার একটি রেসিপি উপহার দিয়েছেন আপু।
পুঁটি মাছে টক আপনিও খেয়েছেন জেনে খুব ভালো লাগলো।
বেশ ভালো একটি রেসিপি শেয়ার করলেন আজকে। সবচেয়ে বেশি পুঁটি মাছের টক রেসিপিটি অনেক ভালো লাগলো। মজাদার রেসিপি গুলো আমার কাছে দেখতে বেশ ভালো লাগে। আমি নিজেও কয়েকবার এই রেসিপিটি তৈরি করেছিলাম বাড়িতে। আজকে আপনার কাছে রেসিপিটি দেখে আরো ভালো লাগলো। এত সুন্দর রেসিপি সব সময় মতো গুছিয়ে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
পুঁটিমাছের টক আপনিও কয়েকবার করেছিলেন জেনে ভালো লাগলো।
শীতের সময় পুকুর গুলো থেকে এই ধরনের পুটি মাছ পাওয়া যায়। যখন পুকুরের পানি খুবই কম থাকে সেচের মাধ্যমে মারা হয়। আগে কখনো পুটি মাছের টক রেসিপি খাওয়া হয়নি। ভিন্ন ধরনের রেসিপি দেখতে পেলাম আপু অনেক ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
@tipu curate
Upvoted 👌 (Mana: 3/7) Get profit votes with @tipU :)