পছন্দের প্রসাধনী প্রথম পর্ব ❤️

in আমার বাংলা ব্লগyesterday (edited)

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।

IMG_20250222_002233.jpg

PhotoCollage_1740137027211.jpg

আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো আমার পছন্দ প্রসাধনী কেনার অনুভূতি । আশা করছি আপনাদের ভালো লাগবে।

আমরা মানুষ সুন্দরের পূজারি।সৌন্দর্য ধরে রাখতে আপ্রাণ চেষ্টা আমাদের। সৌন্দর্য বৃদ্ধি করতে আমরা নানান রকমের দেশি বিদেশি প্রডাক্ট ব্যাবহার করে থাকি।আদিম যুগেও সৌন্দর্য বৃদ্ধি করতে মাটির ব্যাবহার হতো।এখনো মূলতানি মাটি দিয়ে আমরা রূপচর্চা করে থাকি।

আসলে নিজেকে পরিপাটি রাখলে মন ভালো থাকে।সবাই যেমন দেশি বিদেশি প্রসাধনী ব্যাবহার করে থাকে তার আমিও ব্যাতিক্রম নই।আমি যখন যা ভালো লাগে তাই কিনে ফেলি আর তা কয়েক দিন ব্যাবহার করে বাদ দিয়ে দেই এবং নতুন অন্য প্রডাক্ট কিনি।এক প্রডাক্ট আমার বেশিদিন ব্যাবহার করতে ভালো লাগে না এটা আমার খুবই বদ অভ্যাস।
ইদানীং ফেসবুকে আড়োংয়ের প্রডাক্ট কেনার খুবই ইচ্ছে হলো কিন্তুু দুঃখের বিষয় গাইবান্ধায় আড়োংয়ের কোন শোরুম নেই।এগুলো কিনতে হলে হয় বগুড়া নয়তো রংপুর যেতে হবে।

রংপুর গিয়ে কেনার ইচ্ছে থাকলেও রাত আটটা বেজে গেছে জন্য আর কেনা হয়নি।রাত আটটায় বন্ধ হয়ে যায় আড়ং এর সব কার্যক্রম। ফেসবুক পেজে নক দিয়ে রিপ্লাই পেলাম না কেন জানি কিন্তুু আমার মাথায় তো আরং এর ভুত চেপেছে না কিনলে মানসিক শান্তি পাচ্ছি না।@bristychaki একদিন আড়ংয়ের সম্পর্কে বল্লো এবং তিনিও ব্যাবহার করে এবং খুব ভালো জানালো।বল্লো যে সেও না কি আড়ংয়ে যাবে আমিও বল্লে ফেল্লাম আমার জন্য যেন হেয়ার প্যাক,ফেস প্যাক,ফেসওয়াস,গোট মিল্ক সাবান ও কফি স্ক্রাব পাঠায়।

কফি স্ক্রাব

কয়েকদিনের মধ্যে পাঠিয়ে দিলো কুরিয়ারের মাধ্যমে।হাতে পেয়ে বেশ ভালোই লাগলো।শুরু করলাম ব্যাবহার।ব্যাবহার করে বেশ ভালোই লাগছে।সব থেকে বেশি ভালো লাগছে। কফি এবং অলিভ অয়েল স্ক্রাব হিসেবে চমৎকার যা মুখ এবং শরীর উভয়ের জন্য বিশেষ উপযোগী। শুধু মুখে নয় চাইলে শরীরেও ব্যবহার করা যাবে এই স্ক্রাবটি। ত্বকের কোর্সগুলোকে ঝেড়ে ফেল মৃত এবং এটি ত্বকের বন্ধ থাকা লোমকূপ গুলোকে পরিষ্কার করতে সাহায্য করে। ব্রণের পর যে মুখে প্রদাহ হয় তা কমাতে সাহায্য করে। এটি ত্বকের শুষ্কতা কমাতে ভূমিকা পালন করে। যাদের ড্রাই স্কিন তাদের জন্য ভীষণ উপকারী এই স্ক্রাবটি।
এই স্ক্রাব টি ত্বকের শুষ্ক জায়গায় ব্যবহার করলে ভীষণ ভালো ফল পাওয়া যায়। তবে অবশ্যই সাবধানতার সাথে ব্যবহার করতে হবে এটি কোন ভাবেই ত্বকের ক্ষত জায়গায় এর ব্যবহার করা যাবে ন। অবশ্যই সরাসরি চোখে ব্যবহার থেকে বিরত থাকতে হবে।আমার তো ভীষণ ভালো লেগেছে স্ক্রাব টি।

InShot_20250221_193845563.jpg

অরেঞ্জ পিল স্ক্রাব

অরেঞ্জ পিল ফেস প্যাক এটি এখনো ব্যাবহার শুরু করিনি তাই কেমন হবে তা বলতে পারছি না।ফরেন স্টীল পাউডার, স্যাল্ডালইউ,আলমন্ড পাউডার মসুর ডাল,মেথি,নিম অয়েল এবং মুলতানি মাটি দিয়ে তৈরি এই অরেঞ্জ পিল ফেসপ্যাকটি।এই ফেস প্যাকটি না কি ত্বককে উজ্জ্বল ও তারুণ্যদীপ্ত করে।অরেঞ্জ ফিল ফেসপ্যাক মূলত ভিটামিন সি সমৃদ্ধ পাউডার ক্লিনজার।এই ফেসপ্যাকটি পরিমাণ মতো ঠাণ্ডা জলের সাথে তৈলাক্ত ও স্বাভাবিক ত্বকের জন্য আর শুষ্ক ত্বকের জন্য ২ তিন চামচ মিশিয়ে ব্যবহার করতে হবে। জন্য দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে সপ্তাহে। এলার্জির সম্ভাবনা এড়াতে ব্যবহারের পূর্বের পরিমাণ ত্বকে লাগিয়ে রেখে এলার্জি হয় কিনা তা পরীক্ষা করে নিলে ভালো হবে।

InShot_20250221_200121968.jpg

হানি ফেসওয়াস এন্ড স্ক্রাব

নিজের সুন্দর্য ধরে রাখতে আমাদের নিত্য দিনের প্রয়োজন হলো হানি ফেস ওয়াস এন্ড স্ক্রাব।যুগের পর যুগ মধু সৌন্দর্য চর্চায় ব্যাবহার হয়ে আসছে।এই ফেস ওয়াসে মধু আছে জন্য ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।মৃত কোষ দূর করে এবং ত্বককে পূনরুজ্জীবিত করে।এটি এক সাথে ফেসওয়াস এবং স্ক্রাব।এই ফেসওয়াসটি ত্বকের ভীতরে থাকা মৃত কোষ,ময়লা ও দাগ দূর করে।

এটি ব্যাবহার করার নিয়ম হলো জল দিয়ে মুখ ভিজিয়ে নিয়ে পরিমান মতো স্ক্রাব মুখে মেখে নিয়ে কিছু সময় ম্যাসেজ করে জল দিয়ে ধুয়ে নিতে হয়।আমি নিয়মিতই এই ফেসওয়াস স্ক্রাবটি ব্যাবহার করে থাকি।

IMG_20250221_195942.jpg

এই ছিলো আমার আজকের আমার পছন্দের আড়ং প্রডাক্ট নিয়ে কিছু কথা। আমি ব্যাবহার করি এবং আমার আরো কিছু পছন্দের প্রসাধনী কেনা ও ব্যাবহার সম্পর্কে আলোচনা করবো।
আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনার সাথে। আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী আমার পছন্দের প্রসাধনী নিয়ে কিছু কথা।
সবাই ভালো থাকবেন সুস্থ ও নিরাপদ থাকবেন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif

IMG_20250215_190537.png

IMG_20250213_164535.png

Sort:  
 yesterday 

PhotoCollage_1740156547487.jpg

 11 hours ago 

আড়ং-এর প্রসাধনী আপনি ব্যবহার করেন জেনে ভালো লাগলো। আমি অবশ্য আড়ং এর প্রসাধনী গুলো ব্যবহার করি না। তবে এগুলোর বেশ ভালো ভালো রিভিউ শুনেছি। ভালো লাগলো আপনার আজকের পোস্ট দেখে। স্কিন কেয়ার এর জন্য অনেক কিছুই কিনেছেন। পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96677.33
ETH 2767.67
SBD 0.65