গ্রাম বাংলার প্রকৃতির সান্নিধ্যে কিছু সময়।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ-১৬ ই আগস্ট, শুক্রবার, ২০২৪ খ্রিঃ।
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি বর্তমানে লেভেল চারে আছি, আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে বরাবরই মুগ্ধ করে।প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর ইচ্ছে থাকলেও সব সময় সেটা হয়ে ওঠেনা। তবে এবার গ্রামে গিয়ে বেরিয়ে পড়েছিলাম গ্রামের মাঠ দেখতে। ফসলে ভরা মাঠ দেখতে অপূর্ব সুন্দর লাগছিলো। সেই অপূর্ব অনুভূতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো।
অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের বাংলাদেশ। প্রকৃতি যেন আপন হাতে মনের মতো করে এ দেশকে সাজিয়েছে। গ্রাম অঞ্চলে আমরা প্রকৃতিকে বিভিন্ন রূপে দেখতে পাই । যখনই সুযোগ পাই গ্রাম বাংলার প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর তখন সে সময়টাকে দারুন ভাবে উপলব্ধি করি।
এবার গ্রামে গিয়ে খুব ইচ্ছে করছিলো প্রকৃতির সান্নিধ্যে একটু সময় কাটানোর। তাই আমি আর বোন দুজনে মিলে বিকেলে মাঠে ঘুরতে গিয়েছিলাম। অনেকদিন পর প্রকৃতির মাঝে গিয়ে যেন নিজেকে হারিয়ে ফেলছিলাম। চারিপাশে সবুজে ঘেরা ,খোলা আকাশ, বিভিন্ন ধরনের খেত সবকিছু দেখতে অসম্ভব সুন্দর লাগছিলো।
আমরা হাঁটতে হাঁটতে যতই এগোচ্ছি ততই যেন মাঠের সৌন্দর্য দ্বিগুণ দেখতে পাচ্ছি। মাঠে এসময় ধানের চারাগাছ বেশি দেখতে পাওয়া যায়। একদিকে ধানের চারা গাছ অন্যদিকে কৃষকেরা ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করতে ব্যস্ত। অনেকে আবার জমিতে ধান লাগাতে ব্যস্ত। মনে হচ্ছিলো ছোট ছোট সবুজ চারাগাছ যেন প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।
চারিপাশে সবুজ প্রকৃতি আর মাথার উপর খোলা আকাশ।যতবার আকাশের দিকে তাকায় ততবার যেন আনমনা হয়ে যায়। প্রকৃতির অপরূপ দৃশ্য হৃদয়কে মুগ্ধ করে। বর্ষার আকাশে শরৎতের রং দেখতে অপূর্ব সুন্দর লাগছিলো।
গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বারবার শহরের যেকোনো সৌন্দর্যকে হার মানায়।সবুজ ক্ষেত এর মাঝ দিয়ে চলে গেছে মাটির রাস্তা। আর এসব সরু রাস্তা গুলো দিয়েই গ্রামীন কৃষকেরা মাঠে যাওয়া আসা করে। সবুজ শ্যামলে ভরা ধানের ক্ষেত তারপর আবার গ্রাম এমন অপরূপ দৃশ্য দেখে হৃদয় তৃপ্ত হয়ে যায়।
আমরা আদেশ কিছু সময় সবুজ শ্যামলের ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ঘুরে বেড়ালাম। তারপর আমার বোনের কয়েকটি ছবি তুললাম। অনেকদিন পরে দুই বোন মিলে সবুজ প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে বেশ ভালই লাগছিল। গ্রামে থাকার এটাই সুবিধা যে, প্রাকৃতিক সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করা যায়।
কংক্রিটের শহরে থেকে কখনো এ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা সম্ভব হয় না। আর এই কারণেই শহর আমার কাছে খুব একটা ভালো লাগে না, গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য আমাকে সবসময়ই মুগ্ধ করে। সূর্য ডুবে যাওয়ার পর আকাশে লাল আভা দেখা যাচ্ছিলো।
আমরা সন্ধ্যা পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সুন্দর সময় অতিবাহিত করে বাড়িতে চলে আসলাম। সেদিন বিকেলে এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে হৃদয় উৎফুল্লে ভরে গিয়েছিল। গ্রামে এসে গ্রামীন প্রাকৃতিক প্রকৃতির মাঝে এরকম ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে। প্রকৃতির সান্নিধ্যে থাকলে হৃদয় তৃপ্ত হয়ে যায়।
ছবির বিবরণ
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ১০ ই আগস্ট,২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


আপনি তো দেখছি প্রকৃতির সান্নিধ্যে গিয়ে প্রাকৃতি কে খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন, যেটি আসলে মন মুগ্ধকর ছিল। প্রাকৃতিক পরিবেশে ঘোরাফেরা করতে আমারও অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু ভালো থাকবেন।
প্রাকৃতিক পরিবেশে ঘোরাফেরা করতে আপনারাও অনেক ভালো লাগে জেনে ভালো লাগলো। আসলে প্রকৃতি এমন একটা জিনিস যাকে না ভালোবেসে পারা যায় না। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আমাদের গ্রাম বাংলার প্রকৃতি খুবই সুন্দর। বিশেষ করে শহরে থাকতে থাকতে যখন একদম ভালো লাগে না গ্রামে চলে যেতে ইচ্ছে করে। কারণ খোলামেলা পরিবেশে সবুজ প্রকৃতি গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনি প্রকৃতির সান্নিধ্যে খুব সুন্দর সময় কাটালেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো খুব ভালো লেগেছে দেখে।
সত্যি আপু শহরে থাকতে থাকতে যখন ভালো লাগে না তখন গ্রামে গেলে অনেক ভালো লাগে। আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু।
প্রাকৃতিক পরিবেশ থেকে ধারণ করা বেশ সুন্দর সুন্দর ফটো আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। অনেক অনেক ভালো লাগলো আপনার এই চমৎকার ফটোগুলো দেখে। আমিও প্রাকৃতিক পরিবেশ থেকে ফটো ধারণ করতে অনেক পছন্দ করি। খুব সুন্দর হয়েছে আপু আপনার এই ফটো ধারণ করা।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।
স্বাভাবিকভাবেই যারা প্রকৃতি পছন্দ করে তারা এরকম সবুজ ঘেরা সৌন্দর্য পেলে নিজেকে হারিয়ে ফেলে। প্রকৃতির সান্নিধ্যে দারুন সময় কাটিয়েছেন সেই সাথে প্রকৃতির কিছু অপরূপ সৌন্দর্য তুলে ধরেছেন আপনার জন্য অনেক শুভকামনা রইল দিদি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সবুজ প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে কার না ভালো লাগবে। খুবই ভালো লাগলো আপনার আজকের পোস্ট দেখে। প্রকৃতির মধ্যে দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন। ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই মুগ্ধ হলাম। ধন্যবাদ আপু এত দারুন কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য । আর ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ ছিল।
আসলেই আপু সবুজ প্রকৃতির মধ্যে সময় কাটাতে সবারই ভালো লাগে। আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
বিকেলবেলা এমন সবুজ মাঠের মধ্যে একটু ঘোরাঘুরি করতে ভীষণ ভালো লাগে। চারিদিকে ছোট ছোট সবুজ ধানের ক্ষেত তাছাড়াও কৃষকেরা আবারও ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করছে সব মিলিয়ে অনেক সুন্দর একটি পরিবেশ। আর বিকেল বেলা এরকম প্রাকৃতিক পরিবেশর মধ্যে একটু অন্যরকম অনুভূতি খুঁজে পাওয়া যায়। আপনারা সন্ধ্যা পর্যন্ত মাঠে ছিলেন জেনে ভালোই লাগলো। অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন আপু প্রাকৃতিক পরিবেশের মধ্যে ধন্যবাদ।
হ্যাঁ আপু বিকেল বেলা সবুজ মাঠের মধ্যে ঘুরতে ভীষণ ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
গ্রামীন পরিবেশে এসে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। গ্রামীন প্রকৃতি আমি অনেক পছন্দ করি। তুমি ছোট বোনকে নিয়ে বিকালের মনোরম পরিবেশে ঘোরাফেরা করেছো দেখে অনেক ভালো লাগলো। তোমার করা ফটোগ্রাফি গুলো সত্যিই সুন্দর লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।