অনুভূতি

IMG20210804181126.jpg

        অনুভূতি 
    ~আলমগীর কবির

অনুভূতি তুমি তো পুস্পের ন্যায় কমল।
তুমি তো সুভ্রুর ন্যায় আকর্ষণীয়। 
অনুভূতি তুমি তো তুষারের চেয়েও হিম।

অনুভূতি তুমি সত্যিই বড় অদ্ভুত 
তাই তোমার তাড়নায় মন,
 ছুটে চলে দিশেহারা হয়ে।

তোমার সাধনায় মনে যাগে, 
অচেনাকে নিয়ে হাজার স্বপ্ন।
তোমার ছোয়ায়,
মনে জাগে ভালোবাসা।

অনুভূতি তুমি তো তুষারকেও হার মানিয়ে,
ভালোবাসাকে কর ধন্য।
অনুভূতি তোমার টানে, 
জেগে ওঠে অঙ্কুরিত বৃক্ষ।

অনুভূতি তুমি জাগাও বেচে থাকার স্বপ্ন। 
কাওকে হারিয়ে, 
ভোলার চেস্টা তুমি কর ব্যর্থ।
তুমি সত্যিই এক যোদ্ধার অস্ত্র।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.031
BTC 88017.37
ETH 2069.71
USDT 1.00
SBD 0.75