পেছনে লাগা

in আমার বাংলা ব্লগ7 months ago
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি। আজ আপনাদের সাথে কিছু দু:খ শেয়ার করব।

সোর্স

আমি নির্ঝঞ্ঝাট মানুষ। নিজের চরকার নিজে তেল দেওয়া ব্যক্তি। কারো সাতেপাচে থাকি না।আমি মনে করি আমি কারো পিছে না লাগলে কেউ আমার পিছে লাগবে না।তবে মাঝে মাঝে আমি ভুলে যায় আসলে আমি মানুষ আর মানুষের সাথেই বসবাস করি।আমি যতই ভালভাবে থাকি তাতে আমার পাশের মানুষ যে ভাল হয়ে যাবে তা সম্ভব না।

ছোট থেকেই মা শিখিয়েছিল "নিজ ভাল তো জগৎ ভাল"। আমিও ভাবতাম সেটাই বুঝি,কিন্তু এখন বুঝি কথাটা কতটা ভুল।আপনি যত ভাল হয়ে থাকবেন মানুষ তত আপনার পিছে লাগবে।আপনার ভদ্রতাকে আপনার দুর্বলতা ভেবে নিবে।এখন আসি আসল ব্যাপারে। কেন এত ভনিতা। অনেকেই জানেন না হয়ত আমাদের পরিবার টা বেশ বড়।কারন আমার বাবার কাকাতো ভাই বোনদের মাঝেও অনেক ভাল সম্পর্ক এখনো বিদ্যামান।সেই ধারা থেকে আমাদের ও কাজিন দের মাঝে অনেক ভাল সম্পর্ক।

এমনই এক কাজিন হল জ্যোতি দিদি। আমার পিসতুতো বোন। কিছুদিন আগেই ওর বিয়ে হয়েছে। আমরা সবাই সেই বিয়েতে গিয়েছিলাম।এমনকি ওর বিয়ের পুরো পরিবেশন এবং সেই সাথে বরযাত্রী আপ্যায়ন এর দায়িত্ব ছিল আমার উপর।আমার একটা বদ অভ্যাস হলো আমি কাউকে ফোন দেইনা।তাই সবার সাথেই যোগাযোগ একটু কম। আজ হঠাৎ দিদি আমাকে মেসেজ দেয় দুপুরে।কোন ভালমন্দ জিজ্ঞাসা নয়,সরাসরি জেরা।

প্রথম মেসেজই হল,তুই কি এগুলা বলছিস? ওর মেসেজ দেখে আমার মাথায় বজ্রপাত। কারন আমি এগুলো বলি নাই৷ দিদিকে জানালাম সে কথা। কিন্তু ও বুঝতে চাইল না।এক ধার থেকে বকা দেওয়া শুরু করেছে। এক পর্যায়ে আমারো মেজাজ খারাপ হল। কিন্তু তারপরেও মাথা ঠান্ডা রাখলাম, কারন আমার প্রথম কাজ নিজেকে ক্লিয়ার করা। ওর বকাবকি শেষ হলে ওকে কিছু লজিক দিলাম।তারপর বুঝালাম যে ওর সাথে আমার কথাই হয়না,তাইলে ওর নামে আমি কিছু বলবই বা কেন।

পরে আমি লজিক দিলে ও বুঝল।তারপরেও সরি বললাম,তারপর দিদি বলল বিষয়টা ক্লিয়ার হল।এখন আস্তে আস্তে আমি খোজ নেওয়া শুরু করলাম যে কে সেই বিভীষণ তারপর পেয়েও যাই অবশ্য তাকে।এখন আমি ধারনাই করতে পারি নি , এমন লোক এই অকাজ করেছে। তাকে ধরলাম সে কেন এমন করল? আমি কবে তাকে এগুলা বলেছি। এগুলার কোন সদুত্তর সে দিতে পারল না। তারপর দিদির সাথে সরাসরি কথা বলিয়ে দিলাম।অত:পর নিজের নাম ক্লিয়ার করে মনটা শান্ত হল,মাথাটাও ঠান্ডা হল।।একটু ঝামেলা পোহালেও জীবন থেকে একটা সাপ কমল এই ভেবে নিজেকে শান্তনা দিলাম।মজার ব্যাপার কি জানেন,যে বলেছে তার সাথেও আমার দিদির বিয়ের পর থেকেই যোগাযোগ নেই।

তাইলেই দেখুন যে আমি নিজে ভালভাবে থেকে লাভ কি হল? যার সাথে আমার যোগাযোগ নেই, কথা নেই সে দুর্নাম করে বসে৷ থাকল।তাই প্রথমেই বলেছিলাম, নিজ ভাল তো জগৎ ভাল কথাটা মোটেই ঠিক না।বরং যত চুপচাপ থাকবেন ততই সমস্যা।

আজকের পর্ব এপর্যন্তই। মনের ভেতরের কথা গুলো শেয়ার করে ভাল লাগল।বিরক্ত হলে দু:খিত।সেই সাথে ভুল ত্রুটি মার্জনীয়।ধন্যবাদ সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96239.49
ETH 2782.12
SBD 0.67