আতঙ্ক মানেই ভয়

haunted-house-7508035_1920.jpg

Source

আপনারা অনেকেই মনে করবেন আতঙ্ক হয়তো কোন একটি বিষয়ের আভাস প্রদান করে। কিন্কু এর অর্থই হচ্ছে ভয়। ভয় এমন একটি বিষয় যা সবার মাঝেই থাকে তবে কেউ প্রকাশ করে কেউ করে না। আমাদের আশেপাশে এমন কিছু বিষয় প্রতিনিয়ত এমন কিছু বিষয় ঘটে যার কোন ব্যাক্ষা আমাদের কাছে নেই। আমরা যারা ৯০ দশকে বড় হয়েছি তাদের কাছে ভূত নামটাই ছিল একটি আতঙ্কের বিষয় এবং এই ভূত জীন কিংবা যাই বলেন না কেন, যে যেভাবে বিশ্বাসী এসব বিষয়ের বেশ ঘটনা ঘটতো আগে আমাদের আশেপাশেই।

আমি ব্যক্তিগতভাবে ও কয়েকবার এই বিষয়ের সাক্ষী হয়েছি। যদিও ঘটনাগুলো বেশ ভয়ানক জানিনা সেটা আমার ব্যক্তিগত মনের ভুল নাকি বাস্তবেই সেসব বিষয় আমি দেখেছি তবে সেসব বলছি না। বর্তমানে আমাদের আশেপাশেও এমন কিছু প্যারালাল অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে যেটার কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ পর্যন্ত বিজ্ঞানীরা দিতে পারেনি। তবে এসবের পিছনে অনেক বড় ধরনের রহস্য আছে বলেও এটা অনেকেই বিশ্বাস করেন।

আপনারা কি কেউ এই বিষয়গুলো বিশ্বাস করেন? বিশ্বাস করে থাকলে অবশ্যই মন্তব্যে জানাতে ভুলবেন না কিন্তু। এই তো আজকে ঢাকার বাহিরে থেকেই আসলাম আসার পরেই এমন একটা আতঙ্ক মনের মধ্যে কাজ করছিল যেটা আসলে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল আমার আশেপাশে কেউ একজন আছে তবে সেটা অনেকবার বিচক্ষণতার সাথে চেক করেও বুঝতে পারলাম আশেপাশে কেউ নেই। এই যে একটা আতঙ্ক এর নামেই হচ্ছে ভয়। আর এই বিষয়গুলো থেকে কিভাবে বের হতে পারব সেটাও হয়তো আমার জানা নেই। তবে এই অভিজ্ঞতাটা অনেকটাই ভয়ানক। আপনারা কি মনে করেন তা অবশ্যই লিখতে পারেন মন্তব্যে ধন্যবাদ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.031
BTC 83796.44
ETH 1877.16
USDT 1.00
SBD 0.76