পরিবার।

in আমার বাংলা ব্লগ4 years ago

###পরিবার###

মানুষ একা বাস করতে পারে না তাইতো আমরা সবাই সমাজবদ্ধ হয়ে বাস করি। সমাজের অনেক পরিবার । এই পরিবারের রয়েছে কত না ঘটে যাওয়া ঘটনা।এই পরিবারে জীবিকা চালানোর জন্য কাউকে-না-কাউকে সংসারের দায়িত্ব নিতে হয়। এই দায়িত্ব পালন করেন সে হচ্ছে বাবা। এমন একটা সময় ছিল সংসারের দায়িত্ব শুধুমাত্র বাবাকে নিতে হতো কিন্তু আজ আমাদের নারী সমাজ জাগ্রত হয়েছে। আর পাচ দশটি ছেলে পারলে আমি কেন পারব না। যুগের বিবর্তনে আমাদের ধ্যান-ধারণা চিন্তাশক্তির সব পরিবর্তন এসে গেছে। আমাদের সমাজে এখন প্রায় বেশিরভাগ নারী কর্মে যুক্ত আছে। সেই সমাজের পরিবার থেকে কাউকে না কাউকে অবসর নিতে হয় সেটা সৃষ্টিকর্তার বা বিধাতার নিয়মে হোক বা শয্যাশায়ীতো হোক। তারপর পরিবারের দায়িত্ব ছেলে হোক অথবা মেয়ে হোক নিতে হয়। একজন চলে গেলে সেই পরিবারকে তো আর শেষ করে দেওয়া যায় না। কাউকে না কাউকে সেই পরিবারের দায়িত্বে মনোনিবেশ করতে হয়। প্রতিটি পরিবারে মা, বাবা, ভাই, বোন নিয়ে একটি শান্তিপূর্ণ সংসার থাকে। কিন্তু কেউ চলে গেলে সেই সংসারটা কেন আগের মতো সচল থাকে না।

received_214295570528101.jpeg

আমাদের জীবনে যেমন মাকে দরকার তেমনি বাবাকেও। বাবা ছাড়া এই পৃথিবীটা অচল। মানুষকে বোঝার ধারণা ও চিন্তা-চেতনার সবই আমরা বাবার থেকে পাই এবং বাবার মাধ্যমে আমরা বাহিরের জগতটা কে জানতে পারি। আমার লেখার প্রধান উৎস হল পরিবার। এই পরিবারে এক সময় থাকে শান্তি অন্য সময় সেটা উড়ে কোথায় যে চলে যায় তাকে আর ধরা যায় না।আমরা সবাই মিলে আমাদের পরিবারে শান্তি শৃঙ্খলা সমঝোতা বোঝার ক্ষমতা যেন রাখতে পারি। পরিবারে একে অন্যের সহযোগিতায় মিলবে আদর্শ পরিবার।

Sort:  
 4 years ago 

আপু ব্লগ উপস্থাপনার স্টাইলটা আপনার পরিবর্তন করতে হবে, আমি আগেও আপনাকে বলেছি, অন্যদের পোষ্ট দেখে কিছুটা আইডিয়া নেয়ার জন্য। একটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

নিজের পরিবারের কারো ছবি শেয়ার করলে সেটার বিষয়ে কিছু শেয়ার করার অনুরোধ রইল।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.032
BTC 83774.63
ETH 2103.61
USDT 1.00
SBD 0.63