মিথ্যে আশ্বাস

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মাঝেমধ্যে কিছু কিছু ব্যাপার খুব বেশি খারাপ লাগে। এতোটাই খারাপ লাগে যে কোনো কিছু প্রকাশ করার ভাষাটাও আর থাকে না। অর্থাৎ বলা চলে মুখের ভাষা বন্ধ হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা। অর্থাৎ ভাষা তো আর বন্ধ হয় না। কিন্তু কথা বলার ইচ্ছেটাই ভেতর থেকে মরে যায়। আর মন থেকে যখন কথা বলার ইচ্ছে মরে যায়। তখন আসলে কোনো কথা বলতেও ইচ্ছে করে না।

কিছু কিছু মানুষ দেখবেন আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ জায়গায় থাকে। অর্থাৎ বলা চলে যে আমরা তাকে অনেক বেশি প্রায়োরিটি দেই। অর্থাৎ আমাদের প্রায়োরিটি লিস্ট এর টপ এ থাকে।কিন্তু ওই মানুষগুলো দেখবেন আমাদেরকে সব সময় ভরসা দেয় এবং আমরা কিন্তু একটানা একটা সময় ওই ভরসার উপরে খুব বেশি নির্ভরশীল হয়ে পরি। অর্থাৎ ভালোবাসার মানুষের উপরে, প্রিয় মানুষের উপরে নির্ভরশীল হয়ে পরাটা অন্যায় কিছু নয়। হয়তো অন্যায় কিন্তু আদতে ওটাই হয়ে যায়। অর্থাৎ আমরা যাকে ভালোবাসি, তার উপরেই ধীরে ধীরে নির্ভরশীল হয়ে পরি।

কিন্তু তারা আমাদেরকে যে আশ্বাসগুলো দেয়। সেগুলো যখন কোনো ভাবেই আর পূরণ করে না। অর্থাৎ বলা চলে মিথ্যা আশ্বাস দেয়। তখন যেনো একেবারে খড়কুটার ঘরের মতো ঝড়ের বাতাসের সাথে ভেঙে যায় আমাদের মন। কারণ মিথ্যা আশ্বাস প্রচন্ড ভয়ংকর। আপনি একটা মানুষকে কোনো একটা কথা দিচ্ছেন মানে সে কিন্তু একটা আশ্বাস নিয়ে বেড়ে উঠে এবং তার যতো দিন যাচ্ছে, ততো তার বিশ্বাস গভীর হচ্ছে। তাই মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলা কিংবা আশ্বাস রক্ষা না করাটা সত্যিই খুব অন্যায়।

কারণ আপনি যখন কোনো মানুষকে একটার পরে একটা মিথ্যে আশ্বাস দিতে থাকবেন। একটা সময় গিয়ে কিন্তু সে আপনার আর কোনো কথাই বিশ্বাস করবে না এবং শুধু বিশ্বাস করবে না তা নয়। তার মনের মধ্যে একটা চাপা কষ্ট সৃষ্টি হবে। হয়তো সেই কষ্ট আপনাকে দেখাবে না, কিন্তু সৃষ্টি অবশ্যই হবে। তাই আমি মনে করি কোনো কিছু করতে না পারলে, কাউকে কোনো কিছু দিতে না পারলে সেটা সরাসরি বলে দেওয়া উচিত। অন্তত মিথ্যা আশ্বাস দেওয়া উচিত নয়।

ABB.gif

Sort:  
 last month 

মনের মত একটি পোস্ট শেয়ার করেছেন। আসলে কখনো কখনো কিছু ঘটনা এতটাই কষ্ট দেয় যে, কথা বলার ইচ্ছেটাও মরে যায়। আমরা যাদের ভালোবাসি, তাদের ওপর নির্ভরশীল হওয়া স্বাভাবিক, কিন্তু যখন তারা মিথ্যা আশ্বাস দেয়, তখন সেই বিশ্বাস ভেঙে যায়। মিথ্যা আশ্বাস মনে গভীর কষ্ট তৈরি করে, যা সে প্রকাশ না করলেও মনের ভেতরে থেকে যায়। তাই আমি মনে করি যা সম্ভব নয়, তা নিয়ে মিথ্যা আশ্বাস না দিয়ে সত্য বলা শ্রেয়।

 last month 

লেখাটি গভীর অনুভূতির প্রকাশ। মানুষের বিশ্বাস, ভরসা এবং মিথ্যা আশ্বাসের প্রভাব খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সত্যিই, প্রতিশ্রুতি রক্ষা না করা কেবল একজনকে কষ্ট দেয় না, বরং সম্পর্কের ভিত্তিও নড়বড়ে করে তোলে। সোজাসাপ্টা সত্য বলা হয়তো কঠিন, কিন্তু মিথ্যা আশ্বাসের চেয়ে অনেক ভালো। গুরুত্বপূর্ণ ও বাস্তবিক এক আলোচনা।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.029
BTC 76316.87
ETH 1439.52
USDT 1.00
SBD 0.67