মেলাঃবহুমুখী পাট পণ্য মেলা।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ আপনাদের সামনে হাজির হয়েছে পাট পণ্য মেলায় যাওয়ার অভিজ্ঞতা নিয়ে। পাট আমরা সবাই চিনি। এই পাট দিয়ে কত রকমারি প্রয়োজনীয় জিনিস তৈরি হয় না জানলে বা না দেখলে বিশ্বাস করা কঠিন।

1.jpg

ঢাকার সেগুনবাগিচার শিল্পকলা প্রাঙ্গনে চলছে বহুমূখী পাট পণ্যের মেলা । বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজন করেছে এ মেলার।গত ১২ মার্চ শুরু হয়ে চলবে ১৬ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই মেলা।

2.jpg

আয়োজকদের সাথে কথা বলে জানতে পারলাম,৭২টি উদ্যেক্তা প্রতিষ্ঠান ,২৮২ টি দৃষ্টিনন্দন পাটপণ্যের পসরা সাজিয়েছেন তারা এই মেলায়। আমি ঘুরেঘুরে স্টল গুলো দেখে মুগ্ধ। উদ্যোক্তরা জানালেন মানুষের সাড়া ভালই পাচ্ছেন। স্টল ঘুরে ঘুরে প্রয়োজনীয় পণ্য কিনছেন মানুষ।

4.jpg

5.jpg

তারা বহুমুখী পাট পণ্যের পসরা সাজিয়েছেন। বহুমুখী পাটপণ্যের উদ্যোক্তারা ২৮২ ধরনের দৃষ্টিনন্দন পাট পণ্য উৎপাদন করছেন। প্রদর্শণীতে পাটের প্রায় সব পণ্য রয়েছে।

6.jpg

আপনার প্রয়োজনীয় সব কিছুই পাট পণ্য মেলায় পাওয়া যাচ্ছে। বিশেষ করে পাটের বিভিন্ন ফ্রেব্রিক্স,দড়ি-সুতা,ব্যাগ,ক্যাপ,ঝুড়ি,টব ঝোলানোর হ্যাঙ্গার, ল্যাম্প শেড, ফাইল অর্গানাইজার, পেপার বক্স, পেন হোল্ডার, কার্ড হোল্ডার, ম্যাগাজিন ও ফাইল বক্স, পেনসিল কেস, টি বক্স, টেবিল ক্লথ, কার্পেট, পর্দা, চেয়ারের কভার, ফ্লোর ম্যাট, টেবিল রানার ইত্যাদি।

7.jpg

আমাদের সোনালী আশ পাট। পাট পণ্য শুধু দেশীয় ঐতিহ্য -সংস্কৃতি রক্ষাই করছেনা! পচনশীল বলে শতভাগ পরিবেশ বান্ধব।

উদ্যোক্তারা জানালেন দেশে যেমন পাট পণ্যের চাহিদা বাড়ছে তেমনি বিদেশেও রয়েছে প্রচুর চাহিদা।

8.jpg

9.jpg

10.jpg

গতকাল কিছু সময়ের জন্য মেলায় ঢু মেরেছিলাম। ভাল কেটেছে সময়টা। আগামীকাল পর্যন্ত চলবে। ঢাকার বন্ধুরা, সময় করে আমার মত ঢু মেরে আসতে পারেন। কথা দিচ্ছি ভাল লাগবে আপনাদের।

3.jpg

পাট পণ্যের প্রচার ও প্রসার বৃদ্ধি ঘটুক। উদ্যোক্তারা সফল হোক। আয়োজকদের ধন্যবাদ। পাটের সুদিন ফিরুক।

11.jpg

12.jpg

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

মোবাইল ফটোগ্রাফিঃ স্যামসং এ১০।
Sort:  
 2 years ago 

বহুমুখী পাট পণ্য মেলায় দেখছি অনেক ধরনের পাটের জিনিস পাওয়া যাচ্ছে। এই ধরনের মেলার পণ্যগুলো আমরা দেশে ও যেমন সারা ফেলছে তেমনি বিদেশেও রপ্তানি করে থাকি।এ ধরনের মেলা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আপনি খুবই সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন মনে হচ্ছে মেলায় । আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96170.07
ETH 2806.40
SBD 0.67