পুনাক শিল্প ও বাণিজ্য মেলায় ঘোরাঘুরি-পর্ব ১|| 10% Beneficiary To @shy-fox 🦊
আসসালামু আলাইকুম বন্ধুরা
সবাই কেমন আছেন? আশা করছি মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
কিছুদিন আগে আমি কুড়িগ্রাম এসেছি যা আমি আমার আগের এক পোস্টেই বলেছিলাম। এখানে এসে শুনেই মেলা হচ্ছে। কিন্তু আবহাওয়ার যে অবস্থা বৃষ্টি যেন থামেই না। এই বৃষ্টির জন্য মেলায় যাব যাব করে যাওয়াই হচ্ছিল না। গতকাল মানে বৃহস্পতিবার শুনলাম শুক্রবারই নাকি মেলা শেষ হয়ে যাবে। যদিও আজ আবহাওয়া খুব একটা ভালো ছিল না কিন্তু মেলার শেষ দিন তো মিস করা যায় না। তাই সন্ধ্যায় মামা, মামি, নানি, আম্মু ও মামাত ভাই বোন সহ চলে গেলাম মেলায় ঘুরতে।
![]() | ![]() |
---|
মেলায় গেটে পা রাখতেই তো চক্ষু চড়কগাছ। এত লোকজন হাটা চলার উপায় নেই। আসলে বৈরী আবহাওয়ার কারণে কেউই ভালোভাবে মেলায় ঘুরতে পারে নি আর আজ শেষ দিন বলে সবাই মেলা দেখতে ভিড় করেছে।
![]() | ![]() |
---|
মেলায় ঢুকে প্রথমেই চোখে পড়লো এই গ্যাস বেলুন গুলো । এছাড়াও বাবলস উড়ছিল, যা দেখতে অসাধারণ লাগছিলো। এই বাবলস এর প্রতি আমার এখনো আকর্ষণ আছে। বাবলস উড়তে দেখলেই খুব ভালো লাগে।
![]() | ![]() |
---|
মেলার প্রথম দোকানটিই ছিল খাবারের দোকান। এখানে বিভিন্ন রকমের ড্রাই ফুড আছে। এই ট্রাইপড গুলো আমার খুবই পছন্দের এখানে নারকেল নাড়ু আছে, বিভিন্ন রকমের মোয়া পাওয়া যায়। এছাড়া পিনাট বার ও সন্দেশ ও চিপস পাওয়া যায়। এখানকার নারকেল নাড়ু গুলো আমার খুবই ভালো লাগে খেতে তাই প্রথমেই দোকান থেকে কয়েক প্যাকেট নারকেল নাড়ু কিনে নিলাম।
![]() | ![]() |
---|
এরপরেই গেলাম একটি স্যান্ডেল ও জামার দোকানে। একটি দোকানেই এক সাইডে কিছু মেয়েদের জামা আছে ও আরএক সাইডে মেয়েদের স্যান্ডেল আছে।
কিন্তু এখানে জামা ও স্যান্ডেলের কোয়ালিটি গুলো আমার ভালো লাগলো না। তাই দেখেই বের হয়ে আসলাম।
এরপর শুধু ভিড়ের স্রোতে হাঁটছিলাম। মানুষকে এত ভিড় ছিল কোন দোকানে দাঁড়াবার মত সুযোগ ছিল না।
![]() | ![]() |
---|
এরপর একটি কসমেটিকসের দোকানে দেখলাম একটু ভিড় কম। সেখানে গিয়ে দাঁড়ালাম। এখানে চুড়িগুলো খুবই সুন্দর ছিল। চুড়ি কিনতে আমার খুবই ভালো লাগে যদিও খুব কম পরি। এখান থেকে বেশ কয়েক জোড়া সুন্দর সুন্দর চুড়ি আমি কিনেছি। মেলায় অনেক কম দামি কসমেটিকস পাওয়া যায় সেগুলো ব্যবহার না করাই ভালো। এর থেকে আমাদের স্কিনের ক্ষতি হতে পারে। তাই যে সকল কসমেটিক্স প্রোডাক্ট স্কিনে ব্যবহার করা হয় সেগুলো আমি মেলা থেকে কখনোই কিনি না।
এরপর একটি খেলনার দোকানে গেলাম। এখানে বিভিন্ন রকম প্লাস্টিকের খেলনা আছে বাচ্চাদের জন্য। কিন্তু দাম অনেক বেশি। তবুও মামা আমার মামাতো ভাই ও বোন কে কিছু খেলনা কিনে দিলো। কারণ তারা খেলনা না পেয়ে মন খারাপ করছিল। আসলে বাচ্চাদের জেদের কাছে বাবা-মাকে হার মানতেই হয়। এখানে আমার দেয়া ছবি ছাড়াও আরো অনেক খেলনা ছিল দোকানে। কিন্তু এতটাই ভিড় ছিল যে আমি ছবি তোলার কোন সুযোগই পাইনি।
![]() | ![]() |
---|
৬০ টাকার স্যান্ডেল। কি অবাক হচ্ছেন?
আমিও অবাক হয়েছিলাম। এই যুগেও ৬০ টাকায় স্যান্ডেল পাওয়া যায়। তবে দাম কম হলেও স্যান্ডেলগুলোও মোটামুটি ভালই ছিল। আম্মু আর নানী বেশ মনোযোগ দিয়ে স্যান্ডেলগুলো দেখছিল। আমি এতটা ফ্ল্যাট স্যান্ডেল পরিনা তাই এগুলো আর নেয়া হলো না। তবে দাম অনুযায়ী স্যান্ডেল গুলো দারুন ছিল।
মেলায় যদিও অনেক ভিড় ছিলো। পুরো মেলা ভালোভাবে ঘুরতে পারিনি। তবুও কম ঘুরেছি এটা বললে ভুল হবে। ১ পর্বেই সম্পূর্ণ মেলা বর্ণনা করলে পাঠকদের জন্য সম্পূর্ণটা পড়া একটু কষ্টকর হবে।
তাই আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে আমার বাণিজ্য মেলায় ঘোরার বাকি অংশটুকু আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে তা মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না।
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি ভিজিট করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
পুনাক শিল্প ও বাণিজ্য মেলায় ঘোরাঘুরি করতে। গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন
বৃষ্টির দিনে সমস্যা এটাই কোথায় বের হওয়া যায় না। সারাক্ষণ একটা ভয়ে থাকতে হয়। মেলায় লোকজনের উপস্থিতি টাও দেখছি বেশ ভালো ছিল। এবং বেশ ভালো ঘোরাঘুরি কেনাকাটা করেছেন। প্রতিটা মেলায় একটি আশ্চর্য থাকে এই মেলার আশ্চর্য হলো ৬০ টাকার স্যান্ডেল হি হি।।
60 টাকার এই স্যান্ডেল দেখে আমিও খুবই অবাক হয়েছিলাম। এ যুগেও 60 টাকার স্যান্ডেল পাওয়া যায়।
একদম ঠিক বলেছেন ভাইয়া। বৃষ্টির দিনে বের হলেই ভয় ভয় থাকতে হয় কখন যে বৃষ্টি আসে। মেলায় গিয়ে বৃষ্টিতে আটকে পড়েছিলাম। বেশ কিছুক্ষণ একটি দোকানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল।
এত মানুষের ভিড়প মনে হচ্ছে মেলায় ভালো সময় কাটিয়েছেন। আসলেই চুড়ির ছবিগুলো দেখে মনে হচ্ছে বেশ সুন্দর।আমার ও তেমন চুড়ি পরি না,তবে ভালো লাগে।ধন্যবাদ
যদিও খুব বেশি মানুষ ছিলো। মানুষের ভিড়ে হাঁটা খুবই কষ্টকর ছিলো। তবুও সময়টা খারাপ যায়নি। বেশ উপভোগ করেছিলাম।
Upvoted! Thank you for supporting witness @jswit.

আপু আপনি মেলায় গিয়ে খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন। তবে আমার মনে হয় মেলায় সব সময় ভিড় থাকে। খুব ভালো লেগেছে। কিন্তু আমার কাছে দেখে মনে হচ্ছে জামাগুলোর কোয়ালিটি ভালোই। জুতার থেকে আমার কাছে ভালো লেগেছে জামাগুলো। যাক আপনাকে ধন্যবাদ মেলায় ঘোরাঘুরি ছবিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
আবহাওয়া খারাপ থাকার কারণে এবার মেলায় খুব একটা ভীড় হয়নি। তাই আজ শেষ দিন হওয়ায় অনেক মানুষের ভিড় ছিল।
জামাগুলোর কোয়ালিটি দূর থেকে দেখে ভালই মনে হচ্ছিলো। কিন্তু যখন কাছে গিয়ে হাতে নেড়ে দেখলাম তখন বুঝলাম কোয়ালিটি একেবারেই ভালো না।
আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
Twitter link
দেখেই বোঝা যাচ্ছে বাণিজ্য ও শিল্প মেলায় ঘোরাঘুরি সময় অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। সুন্দর মুহূর্ত করার পাশাপাশি সুন্দর সুন্দর ফটোগ্রাফি ও শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, শেয়ার করার জন্য ধন্যবাদ।
বাপরে! মামা মামী, নানী সবাইকে নিয়ে চলে গেলেন দেখছি মেলায়। বৃষ্টির দিনে মেলা উপভোগ করা যায় না তেমন। আর মেলা তো আপনাদের জন্য । আপনাদের সব আইটেম মেলায় পাওয়া যায়। ৬০ টাকা দিয়ে ভালোই স্যান্ডেল কিনেছেন দেখছি। এতো কম দামে কিনলেন কিভাবে? অফার ছিল নাকি আপু। যায়হোক, ভালো লাগলো পড়ে।
মেলার শেষ দিন হওয়ার কারণে কিছুটা ডিসকাউন্ট এ স্যান্ডেল গুলো বিক্রি করেছিল। পরিবারের সবাইকে নিয়ে ঘুরতেই তো মজা।
বেশ ভালো লোক সমাগম হয়েছে তো মেলাতে। মেলাতে অবশ্য এরকম লোকজন না হলে ভাল লাগেনা। আমার সবচেয়ে বেশি ভালো লাগলো ছোট বাচ্চাদের খেলনা নিয়ে স্টলটা। আর এরকম কম দামে ভালো স্যান্ডেল শুধু মেয়েদেরই কেন হয় ! ছেলেদের বেলায় এই রকম অফার কেন দেখা যায় না 🤔🤔।
মেলায় লোক বেশি হলেই ভাল লাগে। তবে আজ লোকজন এতটা বেশি হয়েছিল কোন জায়গায় দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না।
ছেলেদের ও স্যান্ডেল ছিলো। আগে বললে আপনার জন্য এক বস্তা কিনে আনতাম। 😛