আমার বাগান
আসসালামু আলাইকুম। আশাকরি আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন । আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি।স্টীমিট প্লাটফর্মের সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বাগান করার শখ অনেক ছোটোবেলা থেকে আমার মনে রয়েছে।তাই ছোটোবেলা থেকেই আমি বাগান করার চেষ্টা করছি।বর্তমানে আমি মাঝারি আকারের একটি বাগান তৈরি করেছি।প্রথমে আমি একটা সমতল জায়গা নির্বাচন করলাম।জায়গাটি আলো- বাতাসপূর্ন।এরপর সমতার জায়গাটি সুন্দর ভাবে কুপিয়ে পানি ও হালকা সার ছিটিয়ে দিলাম।কিছু দিন পরে জায়গাটির চারিদিকে বেড়া দিয়ে ঘিরে দিলাম।তারপর, নিজের পছন্দ মতো গাছ লাগালাম বর্তমানে আমার বাগানে কমলালেবু, লেবু,মাল্টা,বড়ুই,পেয়ারা, ডালিম,বেদানা, আমি,কাঠাল,তুলসীগাছ, ঘৃতকুমারী ও অন্যান্য গাছ রয়েছে।এরমধ্যে কিছু গাছে ফলমূল ধরেছে।আশাকরি,আমার বাগান আপনা দেন অনেক পছন্দ হবে। ধন্যবাদ সবাইককে৷
প্রথমে আপনার একটি পরিচিত মুলক পোস্ট করবেন। ওই পোস্টে আপনার সেল্ফি, সাদা কাগজে আমার বাংলা ব্লগ লেখা এবং তারিখ দিবেন।
Thank you very much, sir. Welcome to the Steemit platform. I will follow your advice properly. Please support me.
অবশ্যই আপনাকে পরিচিতি পোস্ট দিয়ে শুরু করতে হবে
Thank you very much, sir. I will follow your advice properly. Please support me.