পারভিন আপুর গায়ে হলুদ
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার,২৭ জানুয়ারী ২০২৪ ইং
আপনারা ইতোমধ্যেই টাইটেল দেখে বুঝে গিয়েছেন, আজকে আমি কী বিষয় নিয়ে পোস্ট করতে যাচ্ছি। আজকে আমি পারভিন আপুর হলুদ অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো।পারভিন আমার এক ফুফাতো বোন।সে আমার বয়সে অনেক বড়। আমার নিজের বোন না থাকায় সে আমাকে সব সময় নিজের ভাইয়ের মতো কাছে কাছে রাখতো।সে তার বাস্তব জীবনের সকল ইতিহাস আমার সাথে শেয়ার করে সব সময়। কিন্তু একদিন হঠাৎ শুনতে পারলাম তার শুভ বিবাহ ঠিক হয়ে গেছে।তার বিবাহ তারিখ ০১/২৪/২০২৪ ইং।তো আমরা সকলে বিবাহের একদিন আগে পারভীন আপুর বাসায় চলে যায়।কারণ বিয়ের আগের সন্ধ্যায় তার হলুদ অনুষ্ঠান।তাই আমরা আমাদের পরিবারের সকল সদস্য একদিন আগেই তাদের বাসায় পৌঁছে যাই।
সন্ধ্যা নয়টার মধ্যে পারভিন আপুর সকল বন্ধু বান্ধব এবং পরিবারের সকল সদস্য একত্র হয়ে যায়। এরপর পারভিন আপুর সকল বান্ধবীরা তাকে তার রুম থেকে বের করে স্টেজের মধ্যে নিয়ে আসে। কিছুক্ষণ এর মধ্যেই পারভিন আপুর সকল ভাবীরা আনুষ্ঠানিক ভাবে হলুদ অনুষ্ঠান শুরু করে দেয়। অনুষ্ঠানে বেশ অনেক লোক উপস্থিত ছিল। প্রথমে আমার ফুফু (পারভিন আপুর মা) তাকে হলুদ দিয়ে দেয়।
এরপর এক এক করে অনেকেই পারভিন আপুর গায়ে হলুদ দিয়ে দেয়। আমি হলুদ অনুষ্ঠান টি খুব সুন্দর করে উপভোগ করছিলাম। অনুষ্ঠান টি আমার অনেক বেশি ভালো লাগছিলো। কিছুক্ষণ পর আমার আম্মু হলুদ দিতে যায়, তাই আমি আমার আম্মুর কয়েকটি ফটোগ্রাফী করলাম, সাথে আমার দাদি ও ছিল। কয়েক জন ক্যামেরা ম্যান ছিল। ক্যামেরা ম্যান প্রত্যেক জনের হলুদ দেয়ার দৃশ্য ক্যামেরা বন্দি করছেন।ক্যামেরার মাধ্যমে আমিও বেশ অনেক গুলো ছবি উঠাইছি।
বিয়ের স্টেজ গুলো অনেক সুন্দর ভাবে সাজিয়ে তুলেছে। সম্পূর্ণ গেইট টি মরিচ বাতি দিয়ে সাজিয়েছে, রাতের বেলা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিলো।তাই আমি ভাবলাম কয়েক টি ফটোগ্রাফী করি।পরে আমি আমার এক খালাতো ভাইয়ের মাধ্যমে বেশ কয়েকটি ফটোগ্রাফী করি, ফটোগ্রাফী গুলো বেশ দারুন হয়েছে। এরপর আমি আমার আমার খালাতো ভাইয়ের কয়েকটি ফটোগ্রাফী করে দিলাম।তার ফটোগ্রাফী গুলো বেশ ভালো হয়েছিল।
কিছুক্ষণ পর আবার আমি হলুদ অনুষ্ঠানের স্টেজের নিচে গিয়ে দেখতে পারলাম, এখন ও অনুষ্ঠান চলমান রয়েছে।তাই আমি ও ভাবলাম আমি ও আমার আপুর গায়ে হলুদ দিবো। কিছুক্ষণ এর মধ্যেই আমিও সোপার মধ্যে উঠে আপু কে একটি কেক খাওয়াইলাম এবং গালের মধ্যে সামান্য হলুদ লাগিয়ে দিলাম।ক্যামেরা ম্যান আমার বেশ কয়েকটি ফটোগ্রাফী করে নিলো।স্টেজ থেকে উঠে আসার সময় আমি আমার আপুর হাতে কিছু টাকা সেলামি দিয়ে চলে আসলাম। কিছুক্ষণ এর মধ্যেই হলুদ অনুষ্ঠান শেষ হয়ে যায়।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
https://twitter.com/riyad_xx2/status/1751263315433800068?t=iA7a3Ij7Leaks08d3vza6w&s=19
বিয়ে বাড়ি মানে অনেক মজা অনেক আনন্দ। তার পাশাপাশি খাওয়া-দাওয়া তো আছেই। আপনার ফুফাতো বোনের বিয়ে উপলক্ষে হলুদের দিনে দারুন সময় কাটিয়েছেন । সে দৃশ্য গুলো দেখে সত্যিই ভালো লাগলো । মাঝে মাঝে এরকম অনুষ্ঠানের সময় কাটাতে পারলে ভালই লাগে। আরো সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন সেটাই প্রত্যাশা করি।