ইতিহাস মুছে দেয় কারা?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
বর্তমানে বাংলাদেশের অবস্থা কতোটা শোচনীয়। সেটা হয়তো আমরা সকলেই জানি। অন্তত বাংলাদেশিরা সকলেই জানি। কিন্তু মাঝেমধ্যে কিছু ব্যাপার লক্ষ্য করা যায়, যেই ব্যাপারগুলো নিয়ে আসলে কথা বলতে ইচ্ছে করে। মনের মাঝে কোথাও না কোথাও বারবার মনে হয় যে, একটু লেখালেখি করা উচিত। কারণ নিজের বিবেক বারবার নিজেকে প্রশ্ন করে যে কেনো এই ভয় পাওয়া? কেনো এই মুছে ফেলা? কেনো এই চুপ থাকা?কারণ সবকিছুর পিছনে কিন্তু কোনো না কোনো কারণ রয়েছে। আর আমরা যখন চুপ থাকি। তখন কিন্তু সেটার পিছনেও কোনো না কোনো কারণ থাকে।
আসলে কিছু কিছু ব্যক্তিকে দেখেছি তারা ইতিহাস মুছে দিতে খুব তৎপর। অর্থাৎ তারা তাদের মূল লক্ষ্যটাকে এগিয়ে নিয়ে যায়। আর তাদের মূল লক্ষ্য হলো ইতিহাস মুছে দেওয়া। আসলে কে কি করেছে, করেনি সেগুলো জানি না। অর্থাৎ সেগুলো মাথায় আনার প্রশ্ন ওঠেনা। কিন্তু আমাদের দেশের জন্য যে মানুষগুলো প্রাণ দিয়েছেন। তাদের যখন অপমান করা হয়। তাদের যখন ছোট করা হয়। তাদের যখন হেও করা হয় এবং তাদেরকে যখন গুরুত্বহীন ভাবা হয়। তখন সত্যিই খারাপ লাগে।
ব্যাপারটি কেমন তার একটি উদাহরণ আমি দেই। উদাহরণটি হলো, ধরুন আপনার বাবা বহু বছর আগে আপনাদের জন্য অনেক কষ্ট করেছেন। নিজের ঘামকে পানি করে সে আপনাদের জন্য টাকা ইনকাম করে আপনাদেরকে বাঁচিয়ে রেখেছেন। শুধু বাঁচিয়ে রাখেননি, আপনাদেরকে খুব ভালো রেখেছেন। এর পরবর্তীতে পরের জেনারেশনে আপনিও ঠিক তাই করলেন। এখন আপনি একই কষ্টটি করেছেন বলে যে আপনার বাবার কষ্টটি একেবারে তুচ্ছ হয়ে যাবে, এমন কিছু নয়! অর্থাৎ আপনার কষ্ট যেমন অনেক বেশি দামি। আপনার বাবার কষ্ট টাও কিন্তু ঠিক দামী।
আশা করি আমি কি বুঝাতে চাইছি, সেটা আপনারা বুঝতে পারছেন। আমি জানি না কারা এই ইতিহাস মুছে দেয় এবং এই ইতিহাস মুছে দেওয়ার পিছনে কাদের হাত সেটাও আমি জানিনা। কারন ক্ষুদ্র মস্তিষ্কে এতো কিছু ভাবাটাও একটু কষ্টকর। কিন্তু সত্যিই খারাপ লাগে।আর কষ্ট হওয়াই উচিত, কারণ তখন মনে হয় আমরা বেইমানি করছি।