ভাইয়ের জন্য নতুন পাঞ্জাবি কেনা!(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়না?যখন কাউকে কিছু গিফট করে তার মুখে এক পসলা হাসি দেখা যায়।আর মানুষটা যদি হয় নিজের ভাই,তখন তো ব্যাপারটা আর বলার অপেক্ষা রাখেনা।
সামনেই ইদুল ফিতর।অনেকেই তার বাবা-মা,ভাই-বোনকে নতুন নতুন কাপড় কিনে দেন কিংবা বাবা-মা আপনাদের দেয়।সাধ্য থাকলে শুধু ছোট ভাইটাকে না,বাবাকেও একটা পাঞ্জাবি আর আম্মুকে একটা থ্রি-পিছ কিনে দিতাম।হয়তো খুশির মাত্রাটা আরো একটু বেশি হতো।
এ মাসের শুরুতে হাতে কিছু টাকা পেয়েছিলাম।নিজের যাবতীয় প্রয়োজন মিটিয়ে কিছু টাকা বেচেছিল।তো ভেবেছিলাম,ভাইকে দেওয়ার মতো কিছু দেইনি কখনো।একটা পাঞ্জাবি কিনে দিলে কেমন হয়।আমি ওর সাইজ ঠিকভাবে জানিনা।আমি চেয়েছি বিষয়টা টোটালি সারপ্রাইজ রাখতে,তাই আম্মুকেও জিজ্ঞাসা করিনি ওর সাইজ কেমন।আন্দাজ করে একটা পাঞ্জাবি কিনেছি,জানিনা হবে কিনা!তবে আশা করা যায়,এটা হবে।
IMG20220405130052.jpg

IMG20220405130041_01.jpg

IMG20220405130045.jpg

এসব ক্ষেত্রে ওর আর আমার মাঝে বিস্তর ফারাক।মানে,ওর বয়সে থাকতে কাপড়চোপড়ের প্রতি খুব একটা ইন্টারেস্ট ছিলনা আমার।যত আগ্রহ,কৌতূহল সব ছিল খেলনা নিয়ে।বিশেষ করে,বেন টেন-এর ঘড়ি নিয়ে😂।
কিন্তু ও ব্যাটা একদম আলাদা।খেলনা ভালোবাসলেও কাপড়চোপড় তার থেকে অতিরিক্ত বেশি ভালোবাসে।বলতে গেলে,সাজগোজ করতে একটু বেশি ভালোবাসে।

IMG_20220207_212506.jpg

এইতো আমি আর ইশাম।এমনিতে ওর সাথে আমার দা-কুমড়া সম্পর্ক।একটা মুহুর্ত বনিবনা হয়না😑।আমিই বেশি মার খাই যখন ওর সাথে লাগতে যাই।কেবোল পড়ে ক্লাস ৩-এ।ছাত্র হিসেবে খারাপ না তবে দুষ্টর এক শেষ।
ইদের ছুটিতে বাড়ি গেলে যখন পাঞ্জাবিটা ওকে দেবো হয়তো খুশি হবে।কিন্তু মাপে মেলে কিনা সেটাই তো বুঝছিনা🥺।

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.11/04/22

Sort:  
 3 years ago 

ভাই আপনার ছোট ভাই অনেক কিউট। আপনার ছোট ভাইকে পাঞ্জাবীটা গিফট করা হয় অনেক খুশি হয়েছে বোধহয়। ঈদ উপলক্ষে অনেকেই অনেক জনকে পাঞ্জাবি গিফট করে থাকে। আপনি আপনার ছোট ভাইকে সুন্দর একটি পাঞ্জাবি গিফট করেছেন। পাঞ্জাবি কিনতে যাওয়ার মুহূর্তটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়ের জন্য নতুন পাঞ্জাবি কিনার অভিজ্ঞতার গল্প পড়ে ভালই লাগলো ।অনেক ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছেন ‌।আপনার ভাই খুবই খুশি হবে ।আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনার একটি কথা আমার খুবই ভালো লাগছে যে এটা কাউকে যদি কোন কিছু গিফট করে তার মুখের একটি হাসি পাওয়া যায় তাহলে আসলে খুবই ভালো লাগে। আপনি আপনার ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনছেন। এটা আসলে খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আমাদের মাঝে শেয়ার করার জন্য

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.031
BTC 82032.52
ETH 1781.68
USDT 1.00
SBD 0.66