ঈদ আনন্দ ||
আসসাামুআলাইকুম / আদাব 🩵
সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক ।
সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি । আমি বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ থাকায় পোস্ট করতে পারি নাই । ঈদের মাঝে অসুস্থতা খুব বিরক্তিকর। তবে এখন আল্লাহর রহমতে সুস্থ হয়েছি। আজকে আমার ঈদের বিশেষ কিছু মুহুর্ত আপনদের সাথে শেয়ার করতে যাচ্ছি ।
ঈদ মানে আনন্দ ,ঈদ মানেই খুশি । ঈদ আসলে সবাই উৎসব আনন্দে মেতে উঠে । আমিও তার ব্যাতিক্রম নই। তবে সাময়িক অসুস্থতা আমাকে কিছুটা বেদনা দিয়েছে । তবুও ঈদের দিনটা পরিবার ও বন্ধুদের সাথে আনন্দের সহিত কাটিয়েছি ।ঈদের দিন সকালে মিষ্টি মুখ করে সবার সাথে ঈদগাহে ঈদের সালাত আদায় করেছি । ঈদের সালাত নয়টায় থাকায় যেতে বেশি কষ্ট হয়নি । নামাজ শেষে সবার সাথে কুশল বিনিময় করে সবাই একসাথে ছবি তুলেছি।
ছবিতে আমাদের পরিবারের সবাই আছে । আমার ভাই,চাচা,দাদা,ভাতিজা, ভাগিনা সবাই । এরপর সবাই আমরা নিজ নিজ বাড়ির দিকে রওনা দেই । সবাই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক গল্প অনেক কথা ।
সবাই আমাদের মসজিদের সামনে এসে আবার একটি ছবির ফ্রেমে অবদ্দ হই। দিনটিইও ভালোই ছিল ।বেশি গরমও ছিল না । খুব আরামেই ঈদের দিনটি কাটানো গেছে।তারপর সবাই বাড়ি চলে আসি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করি এরপর একটু ছবি তুলতে বের হই। ভাই, চাচা মিলে একটু ছবি তুলি ।
রাতে বন্ধুদের সাথে দেখা করতে ফুলবাড়ীয়া যাই। আসলে আমার আব্বুর অফিস ফুলবাড়ীয়া ছিল বিধায় আমার সব বন্ধু ফুলবাড়ীয়া থাকে । আমাদের গ্রামের বাড়ি ফুলবাড়ীয়া থানার রাধাকানাই উপজেলায়। বন্ধুদের সাথে দেখা না হলে ঈদের দিনটা ঈদই মনে হয় না ।ঈদের আসল মজা শুরু হয় বন্ধুদের সাথে আড্ডার মাঝে ।বন্ধুরা সবাই একসাথে আড্ডায় বসলে সময় যে কোন দিক দিয়ে চলে যায় , তা বুজায় যায় না । সবাই কথায় কথায় সেই পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যাই । সবার মুখে একই কথা আগের দিনগুলো যদি ফিরে পেতাম । কিন্তু সেইদিন কি আর ফিরে পাওয়া যায় । রাত এগারোটার দিকে বাড়ি ফিরে আসছিলাম। এই ছিল আমার ঈদ আনন্দের ইতিকথা ।
সবাই ভালো থাকবেন । সবাই আমার জন্য দোয়া করবেন যেনো আমি নিয়মিত আমার বাংলা ব্লগে পোস্ট করতে পারি । সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানায়। সবার জন্য দোয়া রইলো সবার যেনো সুস্থ থাকেন ।
আপনার পোস্টটি পড়ে মনে হচ্ছে এবার ঈদে আপনি খুবই আনন্দ উপভোগ করেছেন এবং চমৎকারভাবে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছেন। আসলে ঈদ মানেই তো আনন্দ। আর ঈদে এরকম আনন্দ করার মধ্য দিয়েই যথার্থভাবে ঈদ উদযাপন সম্ভব হয়। যাহোক আপনার লেখাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পোষ্টটি পড়ার জন্য। জ্বি আপনি যথার্থই বলছেন ঈদে আনন্দ করার মধ্যে দিয়েই ঈদ যথার্থভাবে উদযাপন / পালন করা সম্ভব । ঈদের সময়ের আনন্দগুলোই আমরা সারা বছর মনে রাখি । আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা , ঈদ মুবারাক।