"ঈদ মোবারক ডিজাইন অঙ্কন"
নমস্কার
ঈদ মোবারক ডিজাইন অঙ্কন:
আজ ঈদ মোবারক।তাই সকল মুসলিম ভাই-বোনদের জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই যেকোনো আর্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে।আজ একটি ঈদের আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।অনেকদিন পর ঈদ মোবারক উপলক্ষে একটি ডিজাইন অঙ্কন করলাম।আর চাঁদ ছাড়া ঈদ পরিপূর্ণতা লাভ করতে পারে না,তাই চাঁদ একে দেওয়ারও চেষ্টা করলাম।যদিও আমি এই চাঁদের বিশেষত্ব সম্পর্কে খুব একটা কিছু জানি না।যাইহোক মোম রংয়ের সাহায্যে আমি অঙ্কনটি করেছি।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।তো চলুন শুরু করা যাক---
উপকরণসমূহ:
2.কালো বলপেন
3.রঙিন মোম রং
4.কাঁটা কম্পাস ও
5.পেন্সিল
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি কাঁটা কম্পাস ও পেন্সিলের সাহায্যে অর্ধবৃত্ত একে নিলাম দুটি দাগ কেটে।তারপর কালো রঙের বলপেন দিয়ে দুটি দাগের মাঝখান দিয়ে ঢেউ একে নিলাম এবং নীচে কয়েকটি সরু দাগ কেটে নিলাম।
ধাপঃ 2
এবারে ঢেউয়ের ডিজাইন গাড় করে একে নিলাম।তারপর সরু দাগে পাতার ডিজাইন একে হালকা-গাড় পিঙ্ক ও ব্লু মোম রং দিয়ে কালার করে নিলাম।
ধাপঃ 3
এরপর বৃত্তের উপরে ফাঁকা অংশ কালো রঙের বলপেন দিয়ে ফুল পাতা একে নিলাম।
ধাপঃ 4
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের সাহায্যে।বৃত্তের উপরে একপাশে চাঁদ একে নিলাম।
ধাপঃ 5
এবারে হলুদ ও সবুজ রঙের পাতা একে নিয়ে গোলাপি ও হালকা-গাড় ব্লু রঙের সমন্বয়ে ফুল একে নিলাম।ফুলের উপর বিভিন্ন রঙের সমন্বয়ে চাঁদ একে নিলাম।
শেষ ধাপঃ
সবশেষে ডিজাইনের মধ্যে ঈদ মোবারক লিখে তার নিচে আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।তো আমার অঙ্কন করা হয়ে গেল "ঈদ মোবারক ডিজাইন"।এটি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিলো অঙ্কনের পর।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
টুইটার লিংক
আপনি মুসলমান জাতির পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুবই সুন্দর একটি ঈদ মোবারক ডিজাইন অঙ্কন করেছেন। আপনার ডিজাইন টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে ডিজাইন টি অঙ্কন করেছেন। আশা করছি আজকের দিন সকলের অনেক ভালো কাটবে।
আপনার কাছে অঙ্কনটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।
আপু আপনাকেউ প্রথমে অনেক অনেক শভেচ্ছা জানায় এবং ইদ মোবারক। খুব সুন্দর একটি ইদ মোবারকের ডিজাইন একেছেন দেখতে খুবই চমৎকার লাগছে।প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো।
ধন্যবাদ, আপনার সুন্দর মতামতের জন্য।
ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা রইলো দিদি। ঈদ মোবারক ডিজাইন অঙ্কন দেখতে অনেক সুন্দর লাগতেছে। ফুল গুলো তৈরি করাতে চমৎকার ফুটে উঠেছে। ঈদকে কেন্দ্র করে চমৎকার একটি আর্ট পোস্ট উপহার দিয়েছেন। আপনার আর্ট দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।
ঈদ মোবারক আপু। ঈদ মোবারক ডিজাইন আর্ট করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। আপনার ঈদ মোবারক ডিজাইন আর্ট খুবই নিখুঁত হয়েছে। ঈদ মোবারক ডিজাইন আর্ট বেশ সুন্দর হয়েছে। আপনার আর্ট দেখে ভালো লাগলো। আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ঈদ মোবারক ভাইয়া আপনাকে ও।আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।
ঈদ মোবারক আপু ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।ঈদ উপলক্ষে দারুন একটি ডিজাইন অঙ্কন করেছেন আপু। আপনাদের করা ডিজাইনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি ডিজাইন তৈরি করেছেন।দেখতে বেশ দারুন লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনাকেও ঈদের শুভেচ্ছা আপু।আপনাদের কাছে ভালো লাগলেই আমার কাজ করা সার্থক।ধন্যবাদ আপু।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Thank you so much.💝
কয়েকদিন থেকে আমাদের এদিকে গরম অনেকটাই কমেছে আপু। আপু আপনি ঈদ উপলক্ষে এত সুন্দর একটি আর্ট করেছেন দেখে সত্যিই ভালো লাগলো। সত্যিই আপু আপনার আর্ট অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু দারুন একটি আর্ট শেয়ার করার জন্য।
আপনাদের ওখানে গরম কমেছে ,তাহলে তো বেশ ভালোই।ধন্যবাদ আপু।
বোন, তুমি তো খুব সুন্দর একটা আর্ট অঙ্কন করেছো। ঈদ উপলক্ষে তৈরি করা তোমার এই আর্টটি জাস্ট অসাধারণ হয়েছে। আর্টটিতে তুমি চাঁদ এঁকে বেশ ভালই করেছো। কারণ এই চাঁদ ছাড়া ঈদের পরিপূর্ণতা আসে না, এটা একদম ঠিক কথা বলেছো। ধাপে ধাপে এই আর্ট তৈরির প্রক্রিয়াটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ বোন তোমাকে।
দাদা,আমার আর্ট তোমার আর্টের কাছে খুবই নগণ্য।তবে তোমার প্রশংসাভরা মন্তব্য পড়ে অনেকখানি অনুপ্রেরণা পেলুম, অসংখ্য ধন্যবাদ দাদা।
বোন, তুমি যে চেষ্টা করে আর্ট টা করেছো, সেটাই সবথেকে বড় ব্যাপার।
💝😊