রঙ্গিন কাগজের সুন্দর বিড়াল তৈরি পদ্ধতি ❤️
হ্যালো,
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদেরই সাথে ভাগ করে নেবো রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি বিড়াল বানানো পদ্ধতি।
বৃষ্টি হচ্ছে কি আর করা বসে বসে বানাতে শুরু করলাম বিড়ালটি।সকাল থেকে ফোনে ও টিভিতে বন্যার খবর দেখে খুব খারাপ লাগছে।আসলে প্রকৃতিক দুর্যোগ নেমে আসলে জনজীবন অনেক কষ্টে পড়ে যায়। খবরে দেখলাম চারদিকে থৈথৈ করছে জল। গবাদিপশু গুলোর কষ্ট সহ্য করার মতো না।সৃষ্টিকর্তা ছারা কারো শক্তি নেই এই দুর্যোগ থেকে রক্ষা করতে পারার। বন্যা কবলিত এলাকার মানুষজন ও শিশু ও বৃদ্ধদের সীমাহীন কষ্টের শেষ নেই। সৃষ্টি কর্তা সবাইকে রক্ষা করুক সেই প্রত্যাশা করছি।
তো চলুন দেখি কেমন করে বানালাম রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর বিড়াল
রঙিন কাগজ |
---|
সাইনপেন |
প্রথম ধাপ
প্রথমে হলুদ কালারের রঙ্গিন কাগজ লাভ আকারে কেটে নিয়েছি। বড়ো দুটো এবং ছোট ছোট চারটি।
দ্বিতীয় ধাপ
এখন একটি সাদা কাগজে কেটে নেয়া লাভ দুটো আঠার সাহায্যে বসিয়ে নিয়েছি
তৃতীয় ধাপ
এখন লাভের মাথায় ছোর লাভ দুটো লাগিয়ে নিয়েছি এতে করে বিড়ালের কান হয়ে গেছে।
চতুর্থ ধাপ
এখন নিচে দুটো লাভ বসিয়ে বিড়ালের পা বানিয়ে নিয়েছি।
পঞ্চম ধাপ
এখন একটা ছোট লাভ বানিয়ে নাকে বানিয়ে নিয়েছি।
ষষ্ঠ ধাপ
এখন হলুদ কালারের কাগজ কেটে বিড়ালের লেজ বানিয়ে নিয়েছি।
সপ্তম ধাপ
এখন সাদা কাগজে পেন্সিল দিয়ে গোল দাগ কেটে নিয়েছি। গোল করে কেটে নিয়েছি চোখ বানিয়ে নিয়েছি বিড়ালের ও সাইনপেন দিয়ে চোখের মনি কালার করে নিয়েছি।
অষ্টম ধাপ
এখন আঠা দিয়ে বিড়ালের চোখ বসিয়ে নিয়েছিও বিড়ালের লেজের মাথা সাইনপেন দিয়ে কালো কালার করে নিয়েছি।
নবম ধাপ
এখন চোখের পাপড়ি ও গোঁফ বানিয়ে নিয়েছি বিড়ালের।
ফাইল লুক
এই ছিল আমার আজকের রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি বিড়াল তৈরি পদ্ধতি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মত এখানেই শেষ করছি আবারো দাও খাওয়াবে অন্য কোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | ডাই |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
বৃষ্টির দিনে কি আর করার খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করলেন আপনি রঙিন কাগজ দিয়ে। চারদিকে থই থই পানি আর পানি সবদিকেই ডুবে গেছে পানিতে। এগুলো দেখে খুবই খারাপ লাগে আপু। এত খারাপ পরিস্থিতি যা বলার মতো না। যাক আপনার তৈরি করা বিড়ালটি দেখে খুব সুন্দর লাগলো।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে যা কিছু তৈরি করা যায় তাই অনেক সুন্দর লাগে। আর আপনার বিড়ালটি অনেক সুন্দর হয়েছে, যা দেখে অনেক ভালো লাগলো।এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি।
ঠিক বলেছেন আপু রঙ্গিন কাগজ দিয়ে কিছু তৈরি করলে বেশ সুন্দর লাগে দেখতে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে দারুন একটি বিড়াল তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে। এই ধরনের কাজকে সব সময় সাধুবাদ জানাই। যেটা আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত দেখতে পাই ।এই ধারাবাহিকতা অব্যাহত রাখলে আরো সুন্দর সুন্দর কিছু তৈরি করতে পারবেন।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
আপু আপনি রঙিন কাগজ দিয়ে বেশ দারুন একটি বিড়াল তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে যা কিছুই তৈরি করা হয় না কেন দেখতে খুবই সুন্দর লাগে। আপনার তৈরি করা বিড়ালটি দেখতেও খুবই চমৎকার লাগছে। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
স্বাগতম মন্তব্য ভালো লাগার জন্য।
আপনি দেখতেছি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি বিড়াল তৈরি করেছেন। তবে আপনার রঙিন কাগজের বিড়াল তৈরি দেখেও খুব ভালো লাগলো। বিড়ালের কি সুন্দর একটি লেজ তৈরি করেছেন। এবং লাভ চিহ্ন দিয়ে পা বানিয়েছেন। চমৎকারভাবে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজ দিয়ে বিড়াল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি বিড়াল তৈরি করেছেন। বিড়ালটি দেখতে খুবই কিউট লাগছে আপু। অসংখ্য ধন্যবাদ আপু রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি বিড়াল তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।