বাজেটের ভেতর বেস্ট ইয়ারফোন

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আমার বাংলা ব্লগবাসী। আশা করি সবাই ভাল আছেন৷ আমিও ভাল আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের একটি পোস্ট।

IMG_20230318_123816.jpg

আজকে পোস্ট টি লেখার আগে একটু দ্বিধায় ভুগছিলাম।কারন এর আগে এমন পোস্ট কখনো কমিউনিটি তে দেখি নি৷ আবার পোস্ট টি কিভাবে, লিখব কোন ক্যাটাগরির মধ্যে ফেলব তাও বুঝতে পারছি না।তবে একসময় সব দ্বিধা দ্বন্দ বাদ দিয়ে লিখতে বসে গেলাম। কারন প্রথমবার বলে একটি কথা আছে। সব কিছুরই প্রথমবার হয়।

কারন অনেকেই হয়ত এমন পোস্ট লিখতে চান,কিন্তু আমার মতই দ্বিধায় ভুগে আর লেখা হয়ে ওঠে না।এতে আমরা অনেক নতুন ইনফরমেশন থেকে বঞ্চিত হই।তাই ভাবলাম লিখেই ফেলি। ভুলভাল হলে পরে না হয় ডিলেট করে দেব।অথবা আমাদের সম্মানীয় এডমিন,মডারেটর গণ তাদের মূল্যবান পরামর্শ দিয়ে ভুল শুধরিয়ে দেবেন।

IMG_20230318_152239.jpg

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ইয়ার ফোনের রিভিউ। হ্যা ঠিকই ধরেছেন "ইয়ার ফোনের রিভিউ"। ইয়ার ফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ।অন্য কারো কথা জানিনা। অন্তত আমার তো ইয়ারফোন ছাড়া চলেই না। পোস্ট লেখার সময়,অথবা ঘুমানোর আগে ইয়ার ফোনে গান শোনা আমার নৈমিত্তিক ঘটনা।

অথবা বাসে উঠলে ইয়ার ফোন না হলে তো আমার চলবেই না। ফলে একদিন কেন একবেলাও আমার ইয়ার ফোন ছাড়া চলবে না। যেহেতু ঘুমের সময়েও কানে ইয়ারফোন থাকে তাই গায়ের নিচে পড়ে ইয়ার ফোন এর তার ছিড়ে যায়,অথবা এক পাশের ইয়ারফোন নষ্ট হয়ে যায়। অথবা মোবাইলের সাথে কানেক্ট করার যে পিন তা ছিড়ে যায়।

IMG_20230318_124205.jpg

আমি মোটামুটি ৫০টাকা থেকে শুরু করে মোটামুটি ১৫০০ টাকা বাজেটের সব ইয়ারফোন ইউজ করে ফেলেছি।কিন্তু কোনটাই তিন মাসের বেশি টিকাতে পারি নি।ফলে একটি ব্লুটুথ ইয়ার পড কিনলাম। সেটাও অনেক ভাল।সেটার রিভিউ অন্যএকদিন দেব। কিন্তু সেটার একটা সমস্যা হল লং জার্নি তে চার্জ ফুরিয়ে গেলে সমস্যায় পড়তে হয়।

পরে ইউটিউব দেখে অনেক ঘাটাঘাটি করে এই ইয়ার ফোনটির খোজ পাই। আপনারা জানেন শাওমি ব্র‍্যান্ডের কথা। হ্যা সেই শাওমি যারা বাজারে প্রথম কম মূল্যে দারুন ফিচার সমৃদ্ধ অ্যান্ড্রয়েড ফোন এনেছিল। এই ইয়ারফোনটিও সেই কোম্পানির।ইয়ার ফোনটির নাম শাওমি ডুয়াল ড্রাইভার বা মি ডুয়াল ড্রাইভার।ইয়ারফোনটির দাম ৬৫০-৭৫০ টাকার মাঝে।তবে নকল প্রোডাক্ট হতে সাবধান।

ইয়ারফোনের বর্ণনা

IMG_20230318_123302.jpg

প্রথমেই কথা বলি বিল্ট কোয়ালিটি নিয়ে। ইয়ার ফোনের বিল্ট কোয়ালিটি অতি চমৎকার। ইয়ারফোনের বডি অ্যালুমিনিয়ামের। তবে অ্যালুমিনিয়াম এর বডি হলেও কানে দিলে মোটেও ভারি লাগে না।ইয়ারফোনের পেছনে আছে ম্যাগনেট। তাই আপনি চাইলে দুইটি ইয়ার ফোন জোড়া লাগিয়ে লকেটের মত গলায় ঝুলিয়ে রাখতে পারেন।

IMG_20230318_123914.jpg

ইয়ারফোনটি দুইটি রংয়ের হয়,১.কালো ১.নীল।আমি সাজেস্ট করব নীল টা নিতে৷ মেটালিক ব্লু রংটি দারুন।ইয়ার ফোনের তার ১.২৫মিটার লম্বা ও ব্রেইডেড।ব্রেইডেড অর্থ বিনুনী করা। অর্থাৎ মাঝখানের তারের উপর ফাইবার বিনুনী করে আবরণ দেওয়া আছে।এতে দুইটি সুবিধা হয়।প্রথম সুবিধা, ইয়ার ফোন জট পাকিয়ে যায়না বা গিট্টু পাকায় না।দ্বিতীয় সুবিধা তার সহজে ছেড়ে না।আপনি যতই প্যাচান না কেন এই তার ছেড়া বেশ মুশকিল।তাই এটি অনেকদিন টিকে থাকে।আমার ইয়ারফোনটি প্রায় দুইবছর ধরে কোন ঝামেলা ছাড়াই সার্ভিস দিয়ে যাচ্ছে।

IMG_20230318_123639.jpg

এই ইয়ারফোনটি দিয়ে আপনি কথাও বলতে পারবেন। ডানপাশের তারে একটি বিল্টইন মাউথ স্পিকার।এখানে স্পিকার এর পাশাপাশি তিনটি বাটন আছে।যার একটি কল রিসিভ করা বা গান প্লে/পজ করার জন্য ব্যবহার করা যায়।আর বাকি দুইটি গানের ভলিউম কমানো ও বাড়ানোর কাজে লাগে।

ইয়ারফোনের পিনটি L আকৃতির। ফলে পকেটে রাখতে সুবিধা হয়,আবার যারা গেম খেলার সময় ফোন হাতে ধরতেও খুব একটি অসুবিধা হয়না।আর ইয়ার ফোনের টিপস গুলো খুবই সফ্ট হওয়ায় কানে কোন রকম অসুবিধা হয়না।আপনারা ইয়ার ফোনের সাথে তিনজোড়া অতিরিক্ত টিপস পেয়ে যাবেন।

সাউন্ড কোয়ালিটি

IMG_20230318_123859.jpg

এখন আসি আসল জায়গায়। বিল্ড কোয়ালটি যত ভালই হোক, সাউন্ড কোয়ালিটি ভাল না হলে সেটাকে ভাল ইয়ারফোন কখনোই বলা যাবে না।তবে এই ইয়ারফোনের বেস,ট্রেবল একদম ব্যালেন্সড৷ আপনি যদি বুম বুম বেস পছন্দ করেন তবে এই ইয়ারফোন আপনার জন্য না। বেস বেশ ব্যালেন্সড। ফলে অন্যন্য টিউন গুলো খুব ভালভাবে শুনতে পারবেন। ভয়েস একদম ক্লিয়ার। এক কথায় একদম অসাধারণ আর ডুয়াল ড্রাইভার হওয়াতে গানের সুর তীক্ষ্ম মনে হবে না,বেশ ওয়ার্ম টিউন পাবেন।এই বাজেটে এর থেকে ভাল ইয়ারফোন আর পাইনি।নিজের দুই বছরের ব্যবহারের অভিজ্ঞতা থেকে বলছি হতাশ হবেন না।

বি:দ্র:ছবির ইয়ারফোন টি আমার ছোট ভাইয়ের জন্য সদ্য কেনা। এটা কোন পেইড রিভিউ না। নিজের পয়সায় কেনা ইয়ারফোন।

আজকের পোস্ট এপর্যন্তই। আমরা সবাই ইয়ারফোন কেনার সময় দ্বিধা তে ভুগি।তাই তাদের সাজেশন হিসেবে আমার এই পোস্টটি।নতুন ধরনের পোস্ট তাক ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন।
Sort:  
 2 years ago 

দাদা ভাই আমিও কিছু দিন আগে একটি ইয়ারফোন কিনে ছিলাম৷ যদিও আমি সবসময় ব্যবহার করি না ৷ তবে প্রতি হ্যাংআউটে লাগে
৷ আর তার জন্য কিনে ছিলাম ৷ আপনার ইয়ারফোন কেনার মূহুর্ত টা পড়ে অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ দাদা ৷

 2 years ago 

ভার্সিটি থাকাকালীন অনেক ইয়ারফোন ব্যবহার করতাম এখন একেবারে ব্যবহার করা হয় না,কারন ইয়ার ফোন কানে দিলে কান ব্যথা করে।যাই হোক মাঝে আমিও কনফিউজড হয়ে যাই কোন ক্যাটাগরিতে পোস্ট হবে।যাই হোক ভালো লিখেছেন।ইয়ার ফোনটাও দেখতে বেশ ভালো লাগছে।ধন্যবাদ

 2 years ago 

ইয়ারফোন কিনেছেন জেনে খুব ভালো লাগলো। আসলে ভাই আমার মাসের মধ্যে একটা দুইটাই ইয়ারফোন প্রয়োজন হয়। প্রায় সময় ইয়ারফোন কিনে থাকি। কারণ বেশিরভাগ সময় এয়ারফোন নষ্ট হয়ে যায় অথবা ভাগিনা ভাগ্নী টানাটানি করে ছিঁড়ে ফেলে। বাজেটের মধ্যে ইয়ারফোন কিনেছেন জেনে খুশি হলাম। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ইয়ারফোন আমার জন্য খুবই প্রয়োজনীয়।কেননা বাবু যখন পাশে ঘুমায় তখন একদমই মোবাইল চালানো যায় না। কিন্তু ইয়ারফোন কিনে কি সেগুলো দুই দিনের বেশি টিকে না।একবার বাবুর হাতে গেলে আর সুস্থ অবস্থায় ফিরেনা।😜যাইহোক ইয়ারফোন কেনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এই ইয়ারফোনটা ট্রাই করতে পারেন। যথেষ্ট শক্ত।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার ছোট ভাইয়ের জন্য ইয়ারফোন কিনে এত সুন্দর রিভিউ দিলেন। আমিতো ভাবলাম আপনাকে মনে হয় ইয়ারফোন কোম্পানি ভাড়া করেছে, এজন্য এত সুন্দর রিভিউ দিয়েছেন,হা হা হা। তবে যাইহোক আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আমারও সাধারণত দুই থেকে আড়াই মাসের বেশি ইয়ারফোন টিকে না। তাই আমি ব্যবহার করায় ছেড়ে দিয়েছি। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

হাহাহা ভাড়া করলে তো ভালই হত ভাই।কিছু টাকা ইনকাম হত। ধন্যবাদ ভাইয়া গঠণমূলক মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96428.85
ETH 2753.27
SBD 0.65