Dtubesnap || Undesirable Environment in Rain Water
Hello Dtubers,
The Corona virus has caused a severe lockdown and heavy rains have started, resulting in more catastrophes in people's lives. Because various roads in our city get flooded due to rain and mix with dirty water in the drains creating a foul smelling environment. This is really an unwanted environment for us!
But sad but true is the fact that despite celebrating 50 years of independence, we have not yet been able to avoid such an unwelcome environment, the new mayor came to power and assured us but no one took effective steps to solve the problem, and so on year after year.
There is no alternative, so I have to go out in the middle of an unwanted environment, because the need does not understand any problem. So I had to go out on such dirty water and everyone like me was forced to do so and accepted such a situation like helpless. Yet we are optimistic that everything will change one day.
Bangla Language:
করোনা ভাইরাসের কারনে চলছে কঠোর লকডাউন এর মাঝে শুরু হয়েছে প্রচুর বৃষ্টিপাত ফলশ্রুতিতে মানুষের জীবনে নেমে এসেছে আরো বড় বিপর্যয়। কারন আমাদের শহরের ভিবিন্ন সড়ক বৃষ্টির কারনে ঢুবে যায় এবং ড্রেনের নোংরা পানির সাথে মিষে এক দুর্গন্ধময় পরিবেশের সৃষ্টি করে। যা সত্যি আমাদের জন্য অবাঞ্ছিত পরিবেশ।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করলেও আমরা এই রকম অনাকাংখিত পরিবেশ এখনো এড়াতে পারি নাই, নতুন নতুন মেয়র ক্ষমতায় এসে আমাদের আশ্বস্ত করেন কিন্তু সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ কেউ নেন না, আর এভাবে চলেই যাচ্ছে বছরের পর বছর।
বিকল্প কোন উপায় নেই, তাই অনাকাংখিত পরিবেশের মাঝ দিয়েই আমাকে বাহিরে যেতে হচ্ছে, কারন প্রয়োজন কোন সমস্যা বুঝে না। তাই এই রকম নোংরা পানীর উপর দিয়েই আমাকে বাহিরে যেতে হয়েছে এবং আমার মতো সবাই তাই করতে বাধ্য হচ্ছে আর এই রকম পরিস্থিতিকে মেনে নিচ্ছেন অসহায়ের মতো। তবুও আমরা আশাবাদি সব কিছুর পরিবর্তন হবে একদিন।
Thanks all for watching.
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
▶️ DTube
▶️ IPFS
Steem Sri Lanka Discord Channel
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.