টাই ডাই করা কাপড় দিয়ে ছোট বাচ্চার ফতুয়া তৈরি।By @selina75

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগেরবন্ধুরা কেমন আছেন সবাই?
আশা করি ভাল আছেন।আমিও ভাল আছি।
আজকেও দিনব্যাপি বৃষ্টি।পরিবারের প্রয়োজনীয় কাজ শেষ করে প্রত্যাহের ন্যায় আমার বাংলা ব্লগে বসা এখন নিয়মে পরিনত হয়ে দাড়িয়েছে।বিভিন্ন জনের পোস্ট দেখছি আর ভাবছি আজ কি পোস্ট করা যায়!
হঠাৎ মনে পড়লো টাই ডাইয়ের যে কাপড়টা দিন কয়েক আগে তৈরি করলাম সেটা দিয়ে কিছু করি।
ঝটপট বসে পড়লাম এবং আপনাদের সাথে এখন তা শেয়ার করবো।
ছোট বাচ্চাদের ফতুয়া তৈরি।
2.jpg
ফতুয়া

ফতুয়ার মাপঃ
কাধঃ৮"
লম্বাঃ১৫"
বুকঃ২০"
হাতের ঘেরঃ৫"
সামনের গলার ডিপঃ ৩'৫"।পিছনের গলা্র ডিপঃ১"

উপকরণঃ
কাপড়ঃ১/২ গজ
সাদা সুতাঃ১টি
বোতামঃ৫টি
স্কেল
মার্কার পেন
কাপড় মাপার ফিতা
কাচি
1.jpgবোতাম,মার্কার,স্কেল,কাপড় মাপার ফিতা,কাচি

তৈরির পদ্ধতিঃ

-প্রথম ধাপঃ
কাপড়টিকে লম্বালম্বি ভাবে ৪ ভাজ করে নিতে হবে।লম্বার মাপ এর সাথে সেলাই এর জন্য আরো ১" কাপড় যোগ করে মোট ১৬" কাপড় নিতে হবে। এরপর কাধের অর্ধেক ৪" দাগ কেটে নিতে হবে।হাতের ঘের ৫" দাগ কেটে নিতে হবে।এরপর পিছনের গলা ১" এবং সামনের গলা ৩'৫" ডিপ করে একে নিতে হবে।বডির মাপের সাথে ১" কাপড় বেশি নিতে হবে সেলাই এর জন্য। মোট ৬" নিয়ে দাগ একে নিতে হবে নিচের ছবির মত করে।
7.jpg

২য় ধাপঃ
ফতুয়াটি কেটে নিতে হবে একে নেওয়া মাপ অনুযায়ী।এবং ফতুয়ার সামনের অংশটি মাঝ বরাবর কেটে নিতে হবে বোতামের পট্টি লাগানোর জন্য।এরপর গলা ও হাতের পাইপিন লাগানোর জন্য তেরসা করে কাপড় কেটে নিতে হবে নিচের ছবির মতো করে।
6.jpgপাইপিন এর জন্য কাটা তেরসা কাপড়
৩য় থাপ
প্রথমে কাধ সেলাই করে নিতে হবে।এরপর সামনের পার্টে পট্টি লাগাতে হবে।এরপর হাত ও গলার পাইপিন লাগিয়ে নিয়ে সাইট সেলাই করে নিতে হবে।তারপর নিচের বর্ডার সেলাই করে বোতাম লাগিয়ে নিলেই তৈরী হয়ে গেল বাচ্চাদের সুন্দর একটি ফতুয়া।
8.jpgফতুয়া সেলাই করা হচ্ছে।

10.jpg
তৈরিকৃত ফতুয়া।

ধন্যবাদ সবাইকে।

মোবাইল ফটোগ্রাফি স্যামসাং এ১০

Sort:  
 3 years ago 

আপু আপনি অনেক ট্যালেন্টেড।আপনার পোস্ট পড়ে টুকটাক হাতের কাজ শেখা যাচ্ছে।তবে আপু এক পোস্ট টি ভিডিও আকারে দিলে আরো বেশি সুবিধা হত বুঝতে।ধন্যবাদ আপু শিক্ষনীয় পোস্ট করার জন্য।

 3 years ago 

আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।পরবর্তীতে দেয়ার চেস্টা করবো।

 3 years ago 

টাই ডাই করা কাপড় দিয়ে আপনি খুবই সুন্দর একটি ছোটদের ফতুয়া তৈরি করেছেন। সত্যিই আপনার পোস্টগুলো আমার কাছে সব সময় ভালো লাগে। আপনি সব সময় আমাদের মাঝে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমার পোস্টি ভাল লাগার জন্য ধন্যবাদ।আমি চেস্টা করব নতুন নতুন বিষয়ের উপর পোস্ট দেয়ার।

 3 years ago 

আপনার তৈরিকৃত ফতুয়াটি অনেক সুন্দর হয়েছে ‌। সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি কাটিং এর পরিমাণ সহ উপস্থাপন করেছেন।আর আপনার টাই ডাই কাপড়ের ডিজাইন টাও চমৎকার ছিল।

 3 years ago 

ধন্যবাদ ।

আপনার পোস্টের কল্যাণে কমিউনিটির অন্য মেম্বাররা কিছু শিখতে পারছে। এটা বেশ ভালো।

 3 years ago 

ধন্যবাদ ।চেস্টা করছি।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 81824.63
ETH 1593.19
USDT 1.00
SBD 0.79