জামায় কিছু ব্লক প্রিন্ট করা।
আমি @rahimakhatun
from Bangladesh
৮ ই জানুয়ারি ২০২৫
প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে নিজের করা ব্লক কাঠের ডিজাইন দেখাবো।মাঝে মাঝে আমার শখ হয় বিভিন্ন হাতের কাজ করি।আসলে একটা সময় আমি আমার পুরো ড্রেস নিজে নিজে ব্লক করতাম।এমন কি অণ্যদের ও করে দিতাম।কিন্তু এখন সময় হয়ে উঠে না।আসলে ব্লক করতে গেলে নানা ঝামেলা।যেমন অনেক কিছু নামানো লাগে।তারপর অনেক বাটি চামচ ভরানো লাগে।তারপর আবার অনেক কাপড়চোপড় ও নষ্ট হয়।তাছাড়া ফ্লোরে করতে নিলে তো পুরো ফ্লোর নষ্ট হয়ে যায়।তার উপর এগুলো ধৌত করতে নিলে বেশ কষ্ট হয়।ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়।আর এখন তো বাবু আছে একবার এদিক দিয়ে টান দেয় তো আবার অন্যদিকে টান দেয়।আসলে এই সব কাজ করতে নিলে আমার অনেক সময় লাগে তার জন্য ওকে ঘুম পারিয়ে রাখলেও উঠে যায়।তারপর আর কি শুরু হয় তার ব্লক করা।একবার এটা ধরে টান দেয় তো আরেকবার ওটা।যাই হোক দেখে আসি চলেন।
প্রথমে আমি জামার কাপড়টি কেটে নিব।
তারপর আগে থেকে বিভিন্ন মেডিসিন দিয়ে মেশানো কমালা কালার রং টা ফোমের উপর দিয়ে দিব।
তারপর আগে থেকে ভিজানো ব্লক কাঠ টা পানি জরিয়ে ফোমের উপর ট্যাপ করে নিব।
তারপর জামার মাঝে ইচ্ছে মত ডিজাইন করে নিব
আসলে কাজটা দেখা যায় অনেক সহজ কিন্তু বেশ ঝামেলার কাজ।তবে যারা অনেক বেশি করে তাদের আবার একটু ঝামেলা কম।কারন অনেক কাজ করে তাই তাদের রং একেবারে গুলানো থাকে তারা সারাদিন এগুলো নিয়ে থাকে তো তাই তাদের আলাদা টেবিল আর কাপড় থাকে, আমাদের তো সব আলাদা নেই সবই রেডি করা লাগে আবার সব গুছানো লাগে।তাছাড়া অনেক পানি লাগে এগুলো ধৌত করতে আমাদের তাদের সব সময় কাজে লাগে তাই তেমন ধোঁয়া লাগে না।
ওরা অনেক বড় টেবিলে কাজ করে।একেবারে বেড সিট থেকে শুরু করে শাড়ি,থ্রিপিছ,পাঞ্জাবি করে থাকে।আমি তো এবার করতে যেয়ে আমার মেয়ের কথা জামা সব নষ্ট করেছি।এগুলো তো উঠে না।তবে বাবুর একটা কথা বেশ ভালোই ব্লক হয়েছে দেখতে এতো খারাপ লাগে না।
যাই হোক আজকে এই অব্দি,আবার আসবো আপনাদের সাথে অন্যকোন পোস্ট সেই অব্দি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | Galaxy A13 |
---|---|
Location | Dhaka |
Photograpy | design |
আমার পরিচয়
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
কোন কাজই সহজ নয় তবে আস্তে আস্তে করলে সবকিছুই সহজ হয়ে যায়।আপনি ঠিকই বলেছেন আপু যারা এ ধরনের কাজগুলো প্রতিনিয়ত করে তাদের কাছে বেশ সহজ কিন্তু যারা হঠাৎ করে করতে যায় তাদের কাছে একটু কঠিন হয়ে যায়। আপনি খুবই সুন্দর ভাবে জামার ওপর লাল রঙের ব্লক প্রিন্ট করছেন। খুবই সুন্দর হয়েছে আপু।
যেকোনো আর্ট এর কাজ অনেক ধৈর্য নিয়ে করতে হয় অনেক সময় ও লাগে। আপু এই যে কাঠের ডিজাইন এর সাহায্যে ব্লক প্রিন্ট বানিয়েছেন এই কাঠের ডিজাইন গুলো কোথায় কিনতে পাওয়া যায়? বাকি ফার্নিচার দোকানে বলে বানাতে হয়? খুব সুন্দর হয়েছে আপনার করা ব্লগ প্রিন্ট।
জামায় কিছু ব্লক প্রিন্ট করেছেন দেখে খুব ভালো লাগলো আপু। জামায় ব্লক প্রিন্ট বেশ দুর্দান্ত হয়েছে। কাঠের ডিজাইন এর সাহায্যে ব্লক প্রিন্ট বানিয়েছেন দেখতে খুবই সুন্দর লাগছে। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।
অনেকদিন পর আপনার ব্লক প্রিন্টের কাজগুলো দেখলাম মনে হচ্ছে। অনেক আগে আপনার এই কাজগুলো দেখেছিলাম। যাইহোক আজকে আবার দেখে ভালো লাগলো। এই হাতের কাজগুলো আমি খুব পছন্দ করি। আপনি খুব সুন্দর ভাবে জামায় ডিজাইন করেছেন।
ইউনিক একটা পোস্ট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনি। এ সমস্ত দক্ষতাগুলো যদি নিজেদের মধ্যে থাকে তাহলে নিজেরা নিজেদের মতো করে সুন্দর জামা কাপড় ডিজাইন করতে পারা যায়। অনেক ভালো লাগলো আপনার এই দক্ষতা দেখে।