একটি প্রাকৃতিক দৃশ্য অংকন। 10% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ- ১৬ বৈশাখ | ১৪২৯, বঙ্গাব্দ | শুক্রবার | গ্রীষ্মকাল |


আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের সামনে হাজির হলাম আমার দ্বিতীয় চিত্রাংকন নিয়ে। কমিউনিটিতে বিভিন্ন ছবি আঁকার পোস্টগুলো দেখতে দেখতে আমারও ইচ্ছে হয়েছিল ছবি আকার। বাজার থেকে রং আর তুলি কিনে এনে বসে পড়েছিলাম ছবি আঁকতে কিন্তু কাজটি মোটেই সহজ নয় তখনই বুঝতে পারলাম। কল্পনায় হাজারো ছবি ভেসে বেড়ালেও বাস্তবে রূপ দেওয়া খুবই কঠিন। তাই সহজ একটি দৃশ্য আঁকা দিয়েই হাত পাকানোর চেষ্টা শুরু করলাম। আকাশ আমার খুবই প্রিয়। বর্ষা, শরৎ এমনকি গ্রীষ্মের মত ঋতুতেও আকাশের রং পরিবর্তন হয় দারুণভাবে। সকালে এক রকম আবার সন্ধায় আরেক রকম। মনে হয় একটি জীবন শুধু আকাশ দেখেই পার করে দেয়া যাবে। কল্পনার আকাশ বাস্তবে আকার চেষ্টা করলাম। কেমন লাগলো আশা করি জানাবেন। আসুন তবে শুরু করা যাক।

CamScanner 04-28-2022 19.56_1.jpg

প্রয়োজনীয় উপকরণঃ


  • সাদা কাগজ বা ড্রইং খাতা
  • জলরং
  • তুলি
  • পেন্সিল
  • রাবার

20220422_201823.jpg


প্রস্তুত প্রণালীঃ


ধাপ-১ঃ

শুরুতেই এ ফোর সাইজের একটি সাদা কাগজ নিয়ে পেন্সিল দিয়ে মাঝখানে এপাশ থেকে ওপাশ পর্যন্ত হালকা করে একটি দাগ দেই।

20220427_200018.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-২ঃ

কাগজের একেবারে ওপরের দিকে চার ভাগের এক অংশ গারো নীল রং করি।

20220427_200639.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৩ঃ

গারো নীল এর নিচে হালকা নীল এবং তার নিচে কিছুটা কমলা রং করি।

20220427_201433.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৪ঃ

এবার গারো নীল এর মধ্যে মেঘ আঁকার জন্য সাদা রঙ নিয়ে তুলি দিয়ে ছোপ ছোপ মেঘ তৈরি করি।

20220427_201834.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৫ঃ

নিচের দিকে পেন্সিল দিয়ে নদী এবং নদীর দুই পাড় একে নেই। এরপর ডান পাশের মাটির অংশ সবুজ রং করি এবং গাছপালা আকি।

20220427_202758.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৬ঃ

বামপাশের অংশটুকুও সবুজ রং করি এবং উপরের দিকে গাছপালা একে দেই।

20220427_204124.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ-৭ঃ

মাঝখানের নদীর অংশটুকু নীল রং করি এবং মাঝে মাঝে হালকা সাদা রং দিয়ে ঢেউ সৃষ্টি করি।

20220427_211015.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

ধাপ--৮ঃ

সবশেষে সমগ্র ছবিটি পর্যবেক্ষণ করি। কোন সমস্যা থাকলে সংশোধন করে নেই এবং উপরে সিগনেচার ও তারিখ দেই।

20220427_211124.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

আজকের মতো এতোটুকুই। আশা করি ভবিষ্যতে আরো সুন্দর ছবি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।।

Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 3 years ago 

বাহ খুব সুন্দর একটি ড্রয়িং করেছেন ভাইয়া। আপনি যে এতো সুন্দর ভাবে আর্ট করতে পারেন। খুবই সুন্দর লাগছে দেখতে। বিশেষ করে মেঘ গুলো খুব সুন্দর ভাবে অঙ্কন করেছেন আপনি। আকাশ টি খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ড্রয়িং আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আমি সবেমাত্র ছবি আঁকার অ আ শিখছি। আশা করি চর্চার মাধ্যমে একসময় মোটামুটি দক্ষতা চলে আসবে। উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

খুবই মনমুগ্ধকর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং অঙ্কন করেছেন। আপনার কৃতিত্বের পেইন্টিং দেখে আমাদের বাড়ির পেছন দিকটার কথা মনে পড়ে গেল। আমাদের বাড়ির পেছনের দিকে খুবই চমৎকার দেখতে লাগে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার কথা শুনে আপনার বাড়ির পেছনদিকের দৃশ্য দেখতে ইচ্ছে করছে। আশা করি কোন একদিন একে ফেলবেন আর আমাদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ আপু

 3 years ago 

আপনার দৃশ্য টা অসাধারণ হয়েছে। আপনি একদম ঠিক বলেছেন মনে অনেক ছবি থাকলেও বাস্তবে রূপ দেওয়া বেশ কঠিন। যাইহোক আপনার অঙ্কনের বর্ণনা এবং কাজ অসাধারণ।

 3 years ago 

একজন শিল্পীর আসল পরিচয় কল্পনাকে বাস্তবে ফুটিয়ে তোলার মাধ্যমে। আমি সবেমাত্র এই কঠিন পথের শুরুতে এসে দাঁড়ালাম। সামনে বিশাল পথ। ধন্যবাদ আপু

 3 years ago 

একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন দেখতে অসাধারণ হয়েছে। এধরনের কাজ গুলো আমার ভিশন ভালো লাগে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 3 years ago 

চেষ্টা চালিয়ে যাচ্ছি। সঙ্গে আপনাদের দোয়া তো আছেই। দেখা যাক কতদূর যেতে পারি। ধন্যবাদ ভাই

 3 years ago 

আপনি খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। আকাশ নদী আর দু পাশে সবুজ দেখতে আসলে সত্যি কারের প্রাকৃতিক দৃশ্য মনে হচ্ছে। আকাশে উড়ে যাওয়া সাদা মেঘগুলো দেখতেও খুব দারুণ দেখাচ্ছে।আপনি অনেক সুন্দরভাবে ধাপে ধাপে এঁকে দেখিয়েছেন। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

ছবি আঁকার হাত আমার একেবারেই কাঁচা। তবে আশাকরি চর্চার মাধ্যমে একসময় ভালো আঁকতে পারবো। প্রশংসা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাই, আপনার প্রথম চিত্রাংকন টি যতটা সুন্দর হয়েছে দ্বিতীয় চিত্রাংকন তার চাইতে বেশি সুন্দর হয়েছে। এতে করে বোঝা যাচ্ছে আপনার দক্ষতা দিনে দিনে বেড়েই চলেছে। আমি মনেপ্রাণে বিশ্বাস করি আর কিছুদিন পরেই আপনি একদম প্রফেশনাল পেইন্টার এর মত অসাধারণ সুন্দর সব পেইন্টিং তৈরি করতে পারবেন। আপনার ভেতরের লুকায়িত প্রতিভাকে টেনে হিঁচড়ে বের করেছেন। আপনার পেইন্টিং দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। পেইন্টিংটি উপস্থাপনার ধাপ অত্যন্ত সুন্দর হয়েছে। সব মিলিয়ে সুন্দর একটি পোষ্ট আমাদের তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

সত্যি বলতে কি ভাই টেনেহিঁচড়ে হয় তো বের করা যায় কিন্তু বেশি দিন চলে না। নিজে নিজে না আসলে সেটা চালানো সত্যিই মুশকিল। যাইহোক আপনার মন্তব্যগুলো আমার উৎসাহ যোগায়। অনেক ধন্যবাদ ভাই

 3 years ago 

প্রাকৃতিক দৃশ্যের মনমুগ্ধকর এবং খুবই সুন্দর একটি দৃশ্য প্রস্তুত করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে কালার কম্বিনেশন টা সুন্দর হয়েছে সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার উৎসাহ মূলক সুন্দর মন্তব্যটি শেয়ার করার জন্য। ভালো থাকবেন

 3 years ago 

ওয়াও ভাইয়া আপনার অঙ্কিত প্রাকৃতিক দৃশ্য টি বেশ অসাধারণ হয়েছে। আমার কাছে আকাশ টা সবচেয়ে বেশি ভালো লাগছে। অনেক সুন্দর কালার কম্বিনেশন এর মাধ্যমে পুরো আর্টটি সম্পন্ন করেছেন। উপস্থাপনাও ভালো ছিল।

 3 years ago 

আপনার মত একজন শিল্পীর এতোটুকু প্রশংসাই আমার জন্য অনেক। দোয়া করবেন যেন সামনে আরো ভালো আঁকতে পারি। ধন্যবাদ আপু

 3 years ago 

ভাই আপনার তো দেখি ছবি আঁকার হাত টা অনেক দারুন। খুবই চমৎকার একটি ছবি অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। তাহলে তো এখন থেকে মাঝেমধ্যে না প্রায়ই আপনি আমাদের মাঝে এরকম আরও চমৎকার চমৎকার চিত্রাংকন উপহার দিবেন এই আশা ব্যক্ত করি। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আজকের এত চমৎকার একটি চিত্রাংকন শেয়ার করার জন্য।

 3 years ago 

ছবি আঁকা অনেক পরিশ্রমের একটি কাজ আশা করি তা আপনাকে আর বলার প্রয়োজন নেই। তার পরেও আমার কাছে কিন্তু কাজটি করতে বেশ ভালো লাগে। এখন হয়তো শিখছি আশা করি কোন সময় ভালো আকতে পারব। এভাবে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

সত্যি কল্পনায় হাজারো ছবি ভাসলেও কিন্তু তা বাস্তবে রুপ দেওয়া বেশ বড় কঠিন। ছবি আঁকা অতটাও সহজ কাজ নয়। কিন্তু তার পরেও আপনি এই কাজটাকে সহজভাবে নিয়ে রংতুলি কিনে আনতে বসে পড়েছেন জেনে বেশ ভালো লাগলো। খুব সুন্দর একটি দৃশ্য অংকন করলেন। দৃশ্যটি আমার কাছে বেশ ভালো লাগলো। আশা করবো আপনি আরো সুন্দর সুন্দর ছবি আমাদের মাঝে উপহার দিবেন।

 3 years ago 

আমি মনে করি আমার ছবি আঁকার পিছনের কৃতিত্বটা অনেকটাই আপনাদের। আপনাদের আঁকা সুন্দর সুন্দর ছবিগুলো দেখেই আমার মাঝেও ইচ্ছা জেগে ছিল ছবি আঁকার। আশা করি এভাবেই সবসময় পাশে পাব আপনাদেরকে। ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.033
BTC 86741.29
ETH 2162.27
USDT 1.00
SBD 0.64