নাটক রিভিউ :- ফ্যামিলি প্রিমিয়ার লিগ। ( পর্ব ২ )
✋হ্যালো বন্ধুরা,✋
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। কিছুদিন ধরে আমি " ফ্যামিলি প্রিমিয়ার লিগ " এই নাটকটি দেখছিলাম । এই নাটকটি মূলত পর্ব আকারে করা হয়েছে। আজকে আমি আপনাদের সামনে এই নাটকের ২য় পর্ব শেয়ার করব। আশা করি নাটকটি আপনাদের ভালো লাগবে।
নাটক সম্পর্কে কিছু তথ্য :-
নাম | ফ্যামিলি প্রিমিয়ার লিগ। |
---|---|
পরিচালনা | ঈগল টিম |
প্রযোজনা | কচি আহমেদ |
অভিনয়ে | আফজাল সুজন , নুসরাত জাহান অন্তরা , আনোয়ারুল আলম সজল, ইফতেখার ইফতি,স্পর্শিয়া মিম, শেলী আহসান, জাহাঙ্গীর কবির,মোসাদ্দেক শাহীন, লিপু মামা, তুহিন চৌধুরি, সবুজ আহমেদ, রাবিনা, জারা নুর, সুবহা, সাগরিকা ইসলাম মিনহা, সুমন পাটোয়ারী, রেজবিনা মৌসুমী, আকলিমা লিজা, আরো অনেকে। |
রচনা ও চিত্রনাট্য | সোলায়মান |
চিত্রগ্রহণ | জহির রায়হান |
সম্পাদনা | এসে এ সুমন |
আবহ সংগীত | অংকুর মাহমুদ |
কাহিনী সারসংক্ষেপ
এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই, রাফির স্ত্রী মিনা কে পাঠায় প্রেসার মাপার মেশিন নিয়ে আসার জন্য। আর তখন নীলাঞ্জনা চৌধুরী তাকে বলে দেয় জেনির উপর ভালোভাবে খেয়াল রাখার জন্য। মিনা চলে যাওয়ার কিছুক্ষণ পর এসে তাদেরকে খবর দেয় জেনি পালিয়েছে। আর এটা শুনে নীলাঞ্জনা চৌধুরী মাথা ঘুরে পড়ে যায়। এরপর তাদের ড্রয়িং রুমে রাফি তার স্ত্রী আর মনিকে দেখতে পাই। আর তখনই ঘরের বেল বাজায় রাফির স্ত্রী গিয়ে দরজা খুলে। আর তখনই দেখতে পায় জেনি এবং রাশেদ এসেছে। আর তাদেরকে দেখে জেনিকে রাফি একটা থাপ্পর দেয়। তারপর রাফি কে তার রুমে পাঠিয়ে তাদের ভাবি সবকিছু জিজ্ঞেস করে, আর রাশেদ তাকে সবকিছু খুলে বলে।
তারপর জেনিকে ওখানে রেখে তার খেয়াল রাখার জন্য বলে চলে যায়। তারপরে রাফির স্ত্রীর কাছে তার শাশুড়ি এসে সবকিছু জিজ্ঞেস করে। ও যখন বলে ওদেরকে মেনে নেওয়ার জন্য, কিন্তু নীলাঞ্জনা চৌধুরী কখনোই মেনে নিবে না বলে চলে যায়। আর সে তার শ্বশুর কে জিজ্ঞেস করলে তিনিও কিছু বলেন না। এরপর আমরা মনিকে দেখতে পাই জেনিকে এগুলো জিজ্ঞেস করছে। এভাবে তাদের মধ্যে এই বিষয়টা নিয়ে কিছুক্ষণ কথা হয়। এরপর রাফি কে দেখতে পাই রাগ করে দাঁড়িয়ে রয়েছে। আর তার বউ তাকে সবকিছু বোঝানোর চেষ্টা করে। তারপর তার বউ জেনিকে ডেকে নিয়ে আসার জন্য চলে যায়। জেনিকে যখন তার ভাবি ডাকছিল সে আসছিল না। কারণ সে অনেক ভয় পাচ্ছিল, তারপর তার ভাবি তাকে বুঝিয়ে নিয়ে যায়।
রাফির কাছে জেনিকে নিয়ে যাওয়ার পর তার ভাই বিয়ের বিষয়ে জিজ্ঞেস করে। আর কাবিনের কথা জিজ্ঞেস করায় সে বলে, মাত্র ৫০ হাজার টাকা কাবিন। আর এটা শুনে রাফি খুবই রেগে যায়। আর তাকে বিভিন্ন কথা বলতে থাকে। তারপরে আমরা রাশেদের মাকে দেখি জেনিকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। কিন্তু নীলাঞ্জনা চৌধুরী অনেক বেশি রেগে যায়। আর তাকে বিভিন্ন কথা বলতে থাকে। তারপর জেনির বাবা জেনিকে তার সাথে পাঠায়। আর মেয়েকে কষ্ট না দেওয়ার জন্য বলে দেয়। আর জেনি অনেক বেশি কান্না করতে থাকে যাওয়ার সময়। জেনি সবশেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় তার শাশুড়ির সাথে। অন্যদিকে নীলাঞ্জনা চৌধুরী অনেক বেশি রেগে রয়েছে। আর ওনার ছেলের বউ বোঝাতে থাকে সবকিছু।
তারপর তিনি মনিকে ডেকে বয়স জিজ্ঞেস করে। আর ১৮ প্লাস তার বয়স হওয়ায় তাকে বড় ঘরে বিয়ে দেওয়ার চিন্তা করে। কিন্তু মনি বিয়ে করতে চায় না। তবে তার মা তাকে বলে দেয় সে যেটা বলেছে এটাই হবে। আর সবাইকে পাঠিয়ে দিয়ে তিনি অনেক বেশি কান্না করতে থাকেন। অন্যদিকে জেনিও শ্বশুরবাড়িতে অনেক কান্না করতে থাকে। আর রাশেদ তাকে বুঝাতে থাকে। এরপর সকাল বেলায় জেনি তার শাশুড়ির কাছ থেকে রান্না বান্নার বিষয়ে জিজ্ঞেস করে রান্না করার জন্য চলে যায়। এরপর নীলাঞ্জনা চৌধুরীর ছোট ছেলে লিমনকে দেখতে পাই ঘুমাচ্ছে। আর তখনই তার মা তাকে কল দেয় আর কথা বলে।
জেনির শ্বশুরবাড়িতে যখন তার ভাবি আসে, এটা দেখে জেনি অনেক কান্না করতে থাকে। তারপর তাকে নিয়ে সে রুমে চলে যায়। তারপরে মনিকে দেখতে পাই, তার বয়ফ্রেন্ড সোহেলকে কল দিয়ে তার বিয়ে দেওয়ার বিষয়টা বলে। তারা যখন কথা বলছিল তখনই ওখানে মিনা চলে আসে। আর মনি কল কেটে ওখান থেকে চলে যায়। তারপরে জেনির ভাবি বলে বাসা থেকে নাকি চলে যাবে। আর তখনই সে তার শাশুড়িকে এটা বলে। আর তার শাশুড়ি ঘরে যা আছে তা দেওয়ার জন্য বলে। কিন্তু ঘরে শুধুমাত্র ভাত আর আলুর ভর্তা ছিল। আর এগুলো শুনে তার ভাবি অন্যরকম হয়ে যায়। তখন এই পর্বটা শেষ হয়ে যায়।
ব্যক্তিগত মতামত
এই নাটকটা সত্যি খুবই সুন্দর। আমার কাছে তো ভালোই লাগছে নাটকটা দেখতে। নাটকের কাহিনীটাও অনেক সুন্দর। গত পর্বে আমরা দেখেছিলাম জেনি পালিয়ে বিয়ে করেছে। আর এই পর্বে আমরা দেখতে পাই, জেনিকে তার ফ্যামিলি অর্থাৎ তার মা মেনে নেয়নি। পরে তার শাশুড়ি এসে তাকে, নিয়ে চলে যায়। জেনির এরকম কাজ দেখে নীলাঞ্জনা চৌধুরী মনিকে বড় ঘরে বিয়ে দেওয়ার চিন্তা করে, আর অল্প কিছুদিনের মধ্যেই। আর মনি এসব কিছু তার বয়ফ্রেন্ডকে বলে। অন্যদিকে জেনি তার শ্বশুরবাড়িতে আলুর ভর্তা ডাল এগুলো খেয়ে থাকছে। যা দেখে তার ভাবির অনেক কষ্ট হচ্ছে। এখন দেখা যাক পরবর্তীতে কি হবে। আমি চেষ্টা করবো খুব শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য। আশা করি আপনারা সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন।
ব্যক্তিগত রেটিং
৯/১০
নাটকের লিংক
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1901251302606451091?t=UrZrYNkiGhNruR5bTXKzcg&s=19
আজকে দেখতে দেখতে আপনি আমাদের মাঝে ফ্যামিলি প্রিমিয়ার লিগ ২য় পর্ব শেয়ার করলেন।এই পর্বের প্লট খুবই আকর্ষণীয় ছিল, বিশেষ করে চরিত্রগুলোর মধ্যে দ্বন্দ্ব এবং সম্পর্কের গভীরতা খুব ভালোভাবে ফুটে উঠেছে।গল্পের গতি এবং টানটান উত্তেজনা শেষ পর্যন্ত বজায় রাখা হয়েছে, যা দর্শকদের আটকে রাখতে সক্ষম হয়েছে।এই পর্বটি সামগ্রিকভাবে খুবই উপভোগ্য ছিল, গল্প, অভিনয়, এবং প্রযুক্তিগত দিক সবই খুব ভালোভাবে উপস্থাপিত হয়েছে।
আমি চেষ্টা করবো এই নাটকের পরবর্তী পর্বটা আপনাদের মাঝে খুব শীঘ্রই শেয়ার করার জন্য।
এই নাটকটার কাহিনী অনেক বেশি সুন্দর ছিল। এই নাটকটার মধ্যে অনেক সুন্দর বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর করে তুমি নাটকটার ২য় পর্বের রিভিউ সবার মাঝে উপস্থাপন করেছ। এজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরের পর্বের জন্য অপেক্ষায় থাকলাম।
এই পর্বটা সত্যি অনেক সুন্দর ছিল। পরবর্তী পর্ব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করবো আমি।
সজলের নাটক গুলো অনেক হাসির হয়ে থাকে। খুব চমৎকার একটা নাটকের দ্বিতীয় পর্বের রিভিউ শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।
ঠিক বলেছেন সজলের নাটক অনেক হাসি হয়। আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো।