নাটক রিভিউ :- " স্কুল গ্যাং সিজন ২ " ( পর্ব ১৫ ) ❤️
ABB 7.2.25 ✅
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নাটক রিভিউ। নাটকের নাম হচ্ছে স্কুল গ্যাং সিজন ২ । নাটকটি মূলত পর্ব আকারে করা হয়েছে । বেশি দিন ধরে আমি এই নাটকটি দেখছিলাম। যদি এটা অনেক আগেই বের হয়েছে। তবে যেহেতু এই নাটকটি বেশ কিছুটা পর্ব তৈরি করা হয়েছে, তাই জন্য ভাবলাম আপনাদের মাঝে একটা একটা করে পর্ব শেয়ার করবো। আজকে আমি আপনাদের মাঝে নাটকের ১৫ তম পর্ব টা শেয়ার করবো। আশা করি রিভিউটা পড়ে আপনাদের ভালো লাগবে।
নাটক সম্পর্কে কিছু তথ্য :-
নাম | স্কুল গ্যাং সিজন ২ |
---|---|
কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা | আর্থিক সজীব। |
অভিনয়ে | শহিদুল আলম সাচ্চু, আব্দুল্লাহ রানা, তামিম খন্দকার, শায়লা সাথী, সিয়াম মৃধা , আরোহী মিম, মিরাজ খান, আদর আহমেদ , নাজিয়া বর্ষা, সাকিব সিদ্দিকি, অনন্যা ইসলাম, শোয়েব শান্ত , রকি খান, ফারুক আল ফারুকী সহ আরো অনেকে। |
প্রধান সহকারী পরিচালক | মামুন অর রশিদ |
সম্পাদনা | সাইদুর রহমান সবুজ |
মিউজিক | বি এইচ পারভেজ |
কাহিনী সারসংক্ষেপ
এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই, সবাই হসপিটালে। আর ডাক্তার সবাইকে বলে গিয়েছে আগামী কালকে অপারেশন হবে। আর এই জন্য তাদেরকে আগামীকাল সকালের মধ্যেই সব টাকা ম্যানেজ করতে হবে। তারা স্কুলে এসে কিছু টাকা ম্যানেজ করবে বলে টাকা তুলে। সকাল বেলায় আমরা স্কুলের অফিস রুমে সব স্যারকে দেখতে পাই, শান্তর এক্সিডেন্টের বিষয়গুলো নিয়ে কথা বলছিল। আর কিছুক্ষণ পর ওখানে শান্তর বন্ধুরা আসে। অন্যদিকে খাইরুল স্যার বিভিন্ন কথা বলতে থাকে তাদেরকে। আর তাদেরকে বলে রাস্তা ঘাট থেকে টাকা না তুলে, এমপি সাহেবের কাছে না হলে আরোহীর কাছে টাকা চাইতে।
আর সবাই মিলে এই বিষয়গুলো নিয়েই কথা বলছিল। আর সবাই স্যারের কাছ থেকে অনুমতি নেয় ক্লাসে ক্লাসে গিয়ে টাকা তোলার জন্য। আর তাদেরকে অনুমতি দেয়। অন্যদিকে খাইরুল স্যার এই সময়টাতে স্কুল ক্যাপ্টেন নির্বাচনের কথাটা বলে। আর হেড স্যার উনাকে বিভিন্ন কথা শোনায় আর কয়েকদিন পর এটার সিদ্ধান্ত নেবে বলে। তারপর আমরা সাকিব, সাথী আর মিরাজকে দেখতে পাই তাদের ক্লাসে গিয়ে সবার কাছ থেকে টাকা চাচ্ছে। প্রথমে তারা কিছু কথা বলে। আর টাকা বক্সে দেওয়ার জন্য বলে। তাদের আরো তিন লক্ষ 18 হাজার টাকা প্রয়োজন, অন্যগুলো তারা ম্যানেজ করেছে।
আরোহীর কাছে যখন টাকা নেওয়ার জন্য যায়, তখন আরোহী তাদেরকে বলে এতগুলো টাকা ৪ ঘণ্টার মধ্যে ম্যানেজ কিভাবে করবে। আর তাদেরকে এটা বলে যে তারা আগেই তার কাছে চাইতে পারতো। আর তারা তখন তার কাছে ৩ লক্ষ টাকা চায়। কিন্তু সে টাকা দেওয়ার পরিবর্তে এটা শর্ত রাখে। আর সেই শর্ত হচ্ছে তাকে স্কুল ক্যাপ্টেন বানানো। আর তখন তারা শর্তে রাজি হয়ে যায়। আর তার কাছে টাকা চায়। তারপর আরোহী তার বাবাকে ফোন করে বলে টাকা পাঠিয়ে দেওয়ার জন্য। তারপর আমরা নাজিয়াকে দেখতে পাই হসপিটালে এসেছে।
আর শান্তর বাবার সাথে কথা বলছিল, এমনকি বন্ধুদের কথা জিজ্ঞেস করছি। তখন ওখানে তারাও চলে আসে। আর আরোহীর কাছে তার বাবা টাকা পাঠিয়ে দেয়। তারপর তাদেরকে একটা পেপারের সিগনেচার করার জন্য বলে। যেখানে লেখা রয়েছে ধার স্বরূপ তার কাছ থেকে তারা টাকা নিচ্ছে। আর স্কুল ক্যাপ্টেন হলে এই টাকা আর তাদের লাগবে না। তখন তারা এই শর্তে রাজি হয়ে যায়, আর সিগনেচার করে দেয়। তখনই আরোহী তাদেরকে টাকা দিয়ে দেয়। তারপর তারা ডাক্তারের কাছে চলে যায় বাকি টাকা গুলো জমা দেওয়ার জন্য। আর ডাক্তার তাদেরকে জানায়, আরও একজন স্যার আসলে তারা অপারেশন শুরু করবে।
আর তখনই একজন নার্স এসে ডাক্তার কে জানায় রোগীর জ্ঞান ফিরে এসেছে। আর ডাক্তার থাকে সব কিছু জিজ্ঞেস করে। আর স্মৃতিশক্তি ঠিক আছে কিনা এটা পরীক্ষা করার জন্য সবার ব্যাপারে জিজ্ঞেস করে। আর সে একে একে সবার নাম বলে। তারপর শান্তকে তারা সবাই মিলে উঠে বসায়। আর অবজারভেশনের জন্য আজকের রাত তাকে হসপিটালে থাকতে হবে এটা জানিয়ে দেয়। আর পরশু দিন থেকে স্কুলে যেতে পারবে, আর ফুটবল খেলতে পারবে এটাও বলে দেয়।তারপর তারা সব বন্ধুরা শান্তর খাটে শুয়ে পড়ে, আর শান্ত টুইলের মধ্যে বসে থাকে। আর তারা এগুলো নিয়ে অনেক মজা করতে থাকে। আর তখনই এই পর্ব টা শেষ হয়ে যায়।
ব্যক্তিগত মতামত
সবগুলো পর্বের মত আমার কাছে এই পর্বটাও খুব ভালো লেগেছিল দেখতে। তবে এই পর্ব টা বেশি ভালো লেগেছিল শান্তর সুস্থতার কারণে। শান্ত অপারেশনের আগেই সুস্থ হয়ে গিয়েছে। যদিও শান্তর চিকিৎসার জন্য আরোহীর কাছ থেকে তার সব বন্ধুরা শর্ত মেনে নিয়ে তিন লক্ষ টাকা নিয়েছিল। কিন্তু আরোহীর দেওয়া এই টাকা তাদের কাজে লাগেনি। আরোহীর শর্ত ছিল টাকার পরিবর্তে তাকে স্কুল ক্যাপ্টেন বানাতে হবে। এখন যেহেতু টাকা লাগেনি, তাই তারা চিন্তা করেছে এই টাকাগুলো এভাবেই তাকে দিয়ে দিবে। এখন দেখা যাক আরোহী এই টাকাগুলো নেয় নাকি অন্য কোনো ঝামেলা সৃষ্টি করে। আর এটা আমরা আগামী পর্বে জানতে পারবো। আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আগামী পর্ব সবার মাঝে শেয়ার করার জন্য। আশা করি আপনারা সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন।
ব্যক্তিগত রেটিং
৯/১০
নাটকের লিংক
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
এ নাটকের বেশ কিছু পর্ব আমি দেখেছি। ছোটদের নাটক এমনিতে আমার কাছের ভালো লাগে। আর ঈদের অভিনয় কথা বলার ধরন গুলো মনে হয় না যে এরা ছোট শিল্পী। এখানে অভিনয়কারী সবাই যথেষ্ট এক্সপার্ট এবং অভিনয়ে দক্ষ। খুব সুন্দর ছিল আপনার রিভিউ করাটা।
এই পর্বের রিভিউটা সুন্দর ছিল শুনে অনেক ভালো লাগলো।
https://x.com/NARocky4/status/1887885373944246459?t=sb3SQnMTxI4ghbqAMisZ4w&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
সুন্দর একটা নাটকের রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই নাটকটা আমি পুরোটাই দেখেছি যার কারণে নাটকটা আমার কাছে খুবই ভালো লাগে। অভিনেতাগুলো বয়সের দিক থেকে কম হলেও খুবই সুন্দর অভিনয় করেছে।
এই নাটক আপনি পুরোটা দেখেছেন শুনে ভালো লাগলো।
আজকে আপনি স্কুল গ্যাং নাটকের রিভিউ শেয়ার করেছেন।এই নাটকের প্রথম কয়েকটি পর্ব দেখেছিলাম বেশ ভালোই লেগেছিল। আপনার প্রতিটি নাটক রিভিউ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি। নাটক রিভিউ পড়লে আমার মনে হয় আর নাটক দেখার প্রয়োজন হয় না। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য।
সময় পেলে বাকি পর্বগুলো দেখার চেষ্টা করবেন। এই পর্বের রিভিউ সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করলাম প্রতিটা পর্বের মত।
স্কুল গ্যাং সিজন দুই নাটকের অভিনয় অনেক ভালো লাগে আমার। খুব সুন্দর ভাবে অভিনয় করেছে তারা। আপনিও চমৎকারভাবে রিভিউ করে দেখিয়েছেন ১৫ তম পর্ব। আপনার রিভিউ করার মধ্য দিয়ে বেশ অনেক কিছু ধারণা পেলাম নাটকটা সম্পর্কে। আপনার রিভিউ করাটা ভালো ছিল।
খুব শীঘ্রই পরবর্তী পর্বের রিভিউ শেয়ার করার চেষ্টা করবো।
ইতিমধ্যে আপনি এই নাটকের বেশ কিছু পর্ব শেয়ার করেছেন। সব কয়টি পর্ব আমার পড়া হয়নি, তবে কয়েকটি পর্ব আমি পড়েছি। এই নাটকটির কিছু পর্ব আমি ইউটিউবে দেখেছিলাম। নাটকটি অনেক ভালো। এ পর্বে বন্ধুকে বাঁচানোর জন্য টাকা জোগাড় করতে বাকি বন্ধুরা আরোহীর সব কথা মেনে নিয়েছে। বন্ধুর জন্য মানুষ কিনা করতে পারে। এই নাটকের সব থেকে ভালো লাগার ব্যাপার হল এদের বন্ধুত্ব। চমৎকার একটি নাটক শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আসলে তাদের বন্ধুত্ব অনেক বেশি সুন্দর। তারা তাদের বন্ধুকে বাঁচানোর জন্য অনেক কিছুই করেছে।
আমি নাটক রিভিউ করতে যেমন পছন্দ করি ঠিক তেমনি নাটক রিভিউ দেখতেও ভালো লাগে। আপনি আজকে সুন্দর একটা নাটক রিভিউ করে দেখেছেন ভাই। চমৎকার এ নাটকের 15 তম পর্বটা দারুন রিভিউ করেছেন। সুন্দর এই রিভিউ প্রকাশ করার জন্য ধন্যবাদ।
১৫ তম পর্বের রিভিউ টা দারুন ছিল শুনে ভালো লাগলো।
ভালো লাগলো আপনার শেয়ার করা সুন্দর নাটক রিভিউটি দেখে। এখন সবাই বেশ সুন্দর সুন্দর নাটক রিভিউ শেয়ার করেন। নাটক রিভিউ গুলো দেখে বেশ ভালো লাগে। বিশেষ করে রিভিউ এর মাধ্যমে খুব সুন্দরভাবে নাটকের বিস্তারিত তথ্য গুলো জানা যায়। আপনাকে অনেক ধন্যবাদ দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
আমি সুন্দর করে রিভিউটা তুলে ধরার চেষ্টা করি। যেন নাটকটা আর দেখা না লাগে। রিভিউর মাধ্যমেই যেন পুরোটা জেনে নেওয়া যায়।